![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
০১। মরিচ দেখলে তোমার কথাই মনে পড়ে
অথবা করলা দেখলে,
নিম পাতা গাছের নিচে ঝরে পড়ে থাকে
সে দেখেও আমার মন হয়ে যায় মন্দ
বলতো কেন! তোমার সাথে লেগে থাকে আমার এত দ্বন্দ্ব?
০২।
শনি হয়ে জীবন আকাশে ঝরে পড়লে
সেই শনির দশা কাটে না, কেটে গেল একুশ বসন্ত;
বিতৃষ্ণা ছুঁয়ে আর কতকাল বলো,
তুমি কবে দূরে যাবে?
অথবা মন কবে শুদ্ধতায় বদলাবে।
০৩।
মনের কার্ণিশে ঝুলে আছে সজীব লতানো গাছ
সে গাছে বিষ ঢেলে দাও, চুপসে যায় মনের সতেজতা
আর কবে সজীব হবো, এত জল ফেলি চোখের ঝর্নায়
শুকিয়ে যায় নিমেষেই,
বিষ পোকার আক্রমণ দিন দিন বাড়ছেই।
০৪।
মন জমিনে ভালোবাসার কৃষক হতে পারলে না
আগাছার ফলন বাড়লো তোমার অবহেলায়,
প্রেমের নিড়ানিও তো দিতে পারো এক আধবেলা
সবই আশাই আমার বিফলে
কেটে গেলা বাইশ বসন্ত, মন জমিন ঝোপঝাড় ভর্তি।
০৫।
আমার জীবন ছুঁয়ে থাকো, মাথার উপর হও ছাতিম গাছ
শুভ্র ফুলগুলো যখন ঘ্রাণ ছড়াবে
আমাদের প্রেমে আসবে শুভ্রতার শুদ্ধতা,
আর হেলায় যেতে দিয়ো না সময়;
এমন পানসে সময় আমার জীবনের মোড়ে মোড়ে
ভালো আর লাগে না,
এ থেকে কী করে পাই নিষ্কৃতি।
©কাজী ফাতেমা ছবি
২৭/০২/২০২২
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
ভালো থাকুন
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ সুন্দর হয়েছে আপু++
০২ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
জুল ভার্ন বলেছেন: চমৎকার জীবন কথিকা!