![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বেহুদা কাজে সময় কাটিয়ে দিচ্ছো অনায়াসে
দিনকে করে ফেলছো রাত হেলায় হেলায়
সময় সেতো চলেই যাচ্ছে, নামাজ যে করে যাচ্ছো ক্বাযা!
এত ক্বাযার পাহাড় কাঁধে নিয়ে কেমনে দেবে পাড়ি ইহকাল?
এই যে শুয়ে আছো, মুঠোফোনে রাখছো চোখ
গেমের বাজারে সময়ের দামে করছো মোহ কেনাকাটা
কী হবে এসবে শুনি, পূণ্যির খাতা যে শূন্য;
একদিন হাহাকার উঠবে বুকের গহীনে দেখে নিয়ো।
জেগে থাকছো রাত, ঘুমাচ্ছো ফযর বেলায়
সময়ের দাম যেন ধুলো বালি ছাই,
যে রব তোমায় দিয়েছেন সুন্দর দেহ,
দুনিয়ার আলো দেখছো চোখে,
সুস্থতা নিয়ে সুখ দুনিয়া করছো ভ্রমণ,
সেই তুমি ভুলে যাও তাঁর ইবাদত।
নামাজ পড়বো কাল, আজ না হয় থাক!
অথচ সেই কাল কত জনার জন্যই তো হয়ে গেল কাল,
সে সুযোগ সময় নিয়েছে কেড়ে
কেউ কেউ সঙ্গীহীন গোরের আঁধারে, না জানি
কোন যে সাজার হলো সম্মুখীন!
মৃত্যুর ভয় কী আসে না মনে কিঞ্চিত?
এই যে দিনের পর দিন,
রাতের পর রাত নামাজে করে যাচ্ছো অবহেলা,
হিসেব কষো, কেমন করে মিলাবে হিসাব,
নামাজ ছাড়া কেউ নেই যে, গোরে হবে সঙ্গী।
কাল নয়, আজই ওযুঘরে যাও, পবিত্র করো মন
জায়নামাজ বিছাও বিসমিল্লাহ বলে
রব তো ক্ষমাশীল, নিশ্চয়ই রাখবেন তিনি ক্ষমায় তাঁর,
অভ্যাসে পরিণত হলে, দেখবে নামাজ ছাড়া
তোমাকে লাগবে শূন্য,
লাগবে কী যেন নেই, কী যেন নেই।
©কাজী ফাতেমা ছবি
২৩/০২/২০২৪
©somewhere in net ltd.