নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমার কী আসে যায়!=

০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯


মনের সাথে মনের যুদ্ধ যে লেগে থাকে বারোমাস কে রাখে খবর,
কই যুদ্ধের ফলাফল? শূন্য.... মন জমিন তো হয় না সুখে উর্বর,
এই যে শত কথার বোমা, মন্দ ব্যবহারের মিসাইল ছুঁড়ে মারে কেউ,
কেউ কী জানে বুক বাড়ীতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের ঢেউ!

সে ঢেউয়ে ভেঙ্গে যায় নিমেষেই সাজানো মন ঘর,
মন সমুদ্দুরে এসে তো ফেলে না কেউ আশার নোঙ্গর,
যুদ্ধ যে বেঁধে থাকে দিনভর মন বাড়ীতে, কেউ জানে!
মন ভাঙ্গার খেলায় কে ফিরে চায় মনের পানে?

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের খবরে আমার কী যায় আসে,
শান্তি বজায় রাখতে মন সংসারে, সুজন সৈনিক থাকে কী পাশে?
নদীর এক পাড় ভাঙ্গলে তো আরেক পাড় গড়ে, নদী হারায় না জলের তলে
মনের দুইপাড়ই যে ভেঙ্গে মিশে যায় বিষাদের জলে!

যুদ্ধ নয় শান্তিই চায় বিশ্বজুড়ে মানুষ
অথচ মানুষই মানুষের মনে উড়ায়, স্বার্থ যুদ্ধের এক অলীক ফানুস,
যুদ্ধ আর মানুষের মৃত্যু দেখে, মানুষ করে কত অনুতাপ,
অথচ মানুষের মন ভেঙ্গে দিয়ে কথার আঘাতে, ভিতরে নাই বিন্দু সন্তাপ।

শান্তির পায়রা তো ওড়ে না মানুষের মন আকাশে,
কে রাখে খবর, নিরব যুদ্ধ মন ঘরে, বারোমাসই কারো কাটে দীর্ঘশ্বাসে,
যুদ্ধের খবর নিয়ে কী আর হবে, মনে না থাকলে তিল শান্তি,
কে নিতে চায় বিশ্বের দুঃসংবাদে মনে ক্লান্তি।

ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বুঝি না, রাখি না খোঁজ
কত যুদ্ধ চলে মন ময়দানে রোজ রোজ,
মনের ঘরের যুদ্ধ তো পারি না থামাতে অল্প,
চাই না শুনতে তাই বিশ্ব বিশৃঙ্খলার গল্প!
©কাজী ফাতেমা ছবি
০৪-০৩-২০২২

মন্তব্য ১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২৫ বিকাল ৩:৪৯

গেঁয়ো ভূত বলেছেন: শান্তির পায়রা তো ওড়ে না মানুষের মন আকাশে,
কে রাখে খবর, নিরব যুদ্ধ মন ঘরে, বারোমাসই কারো কাটে দীর্ঘশ্বাসে,


কঠিন বাস্তবতার কাব্যিক প্রকাশ। সুন্দর!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.