নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মূল্যবান উপহার, যা স্মৃতিতে অম্লান= (উপহার-০১)

০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০০

০১।

উপরের ফলগুলো জামরুল

প্রিয় একজন ব্লগার মা. হাসান ভাইয়া। এক সময় ব্লগ জমজমাট ছিল । উনাদের মন্তব্য প্রতিমন্তব্যে ব্লগ উচ্ছল থাকতো সব সময়। সুন্দর সুন্দর ব্লগ পোস্ট। আড্ডা গল্পে কেটে যেত দিন। অনেক ব্লগার ভাইয়া আপুই আর আসেন না এখানে। মাঝে মাঝে মনে পড়ে সবাইকে। রামিসা রোজা আপা আর উমেরা আপু আর আসলোই না। করুণাধারা আপু আসেন মাঝে মাঝে, মুক্তা নীল আপুও আসেন মাঝে মাঝে। অনেক ব্লগারকে আমরা অনাদরে হারিয়ে ফেলেছি। ইদানিং দেখছি মিরডডল আপুও বেশী আসে না। কারণ কী জানি না। আমিই মনে হয় বেহায়ার মত পড়ে থাকি এখানে। প্রিয় ব্লগ ছেড়ে দেয়ার প্রশ্নই আসে না। যদিও অনেক অপমানিত হতে হয় মাঝে মাঝে। যদিও এই সংখ্যা খুবই কম। এক সময় বিভিন্ন ব্লগারদের জন্মদিনে উইশ করতাম, কবিতা লিখতাম তাদেরকে নিয়ে।

ইদানিং ব্লগে আনন্দ নাই, হাসি ঠাট্টা নাই, আছে খালি একজন আরেকজনের পিছনে লেগে থাকা। দুই একটা খারাপ ব্লগারের জন্যই অনেকে ব্লগ ছেড়েছেন বলে আমার ধারণা। মন্দ মানুষের সাথে থাকার চাইতে তারা তাদের জগতে চলে গিয়েছেন।বিভিন্ন কারণে ব্লগে এখন মন্তব্য কম। কেউ কেউ পোস্ট দিয়ে চলে যায়। কেউ দুই দুইটা মন্তব্যের উত্তর দিয়ে নিজের ব্লগের ওজন বাড়ায়। আবার কেউ কেউ তার পছন্দের ব্লগারের ব্লগ পোষ্টে গিয়ে আজাইরা মাজাইরা মন্তব্য করে পোস্ট আলোচিত পাতায় নিয়ে আসে।

আমাকে নিয়েও অনেকে লিখেছেন। অনেক আনন্দ নিয়েছি এখানে। ধীরে ধীরে ব্লগ ব্লগার শূন্য হয়ে গেল, মানে পুরাতন ব্লগাররা অনেকেই ব্লগ ছেড়ে চলে গেলেন।

মা. হাসান ভাই একজন চমৎকার মানুষ। গত বছরের পর আর যোগাযোগ নেই উনার সাথে। ইমেইল করলাম জবাব নাই। ফোনে কল করলাম ফোন বন্ধ। জানি না তিনি কেমন আছেন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুন।

মা. হাসান ভাইয়া আমাকে এতটাই সম্মানিত করেছেন যে, তাকে আজীবন ভুলতে পারবো না। এতটাই ভালোবাসা দেখিয়েছেন যে ভাষায় প্রকাশ করতে পারবো না। বিনিময়ে সঠিক ভালোবাসা বা শ্রদ্ধা আমি দেখাতে পারিনি। হয়তো পারিপার্শ্বিক অনেক কারণ। অফিসের ব্যস্ততা আরও নানাবিধ কারণ, অনেক কিছুই আসলে বলা যায় না।

মা. হাসান আপনার প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে নেক হায়াতে বাঁচিয়ে রাখুন।

এমন কোন ফলের মৌসুম নেই যে, হাসান ভাই আমাকে ভুলে গেছেন। প্রতিটি ফলের মৌসুমে আমাকে তিনি ফল পাঠিয়েছেন কুরিয়ারে। উনার বিভিন্ন ফলের বাগান আছে। লেবু পর্যন্ত বাদ পড়ে নাই। যতবার গিফট পেয়েছি। ছবি তুলে রেখেছি। ব্যস্ততার কারণে পোস্টই দেয়া হয়নি আর।। অনেকদিন পর গুগল ফটোতে ছবিগুলো চোখে পড়লো। তাই কালবিলম্ব না করে ব্লগে নিয়ে আসলাম। গত বছরের শেষ দিকে ভাইয়া আমার জন্য বড়ই পাঠিয়েছিলেন । আমি ইমেইল চেক করিনি। সেই থেকে আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। আপনি যেখানেই থাকু ভালো থাকুন ভাইয়া। ভালো থাকুন সবাইকে নিয়ে।

০২। জামরুলকে বিভিন্ন ভাবে সাজিয়ে ছবি তুলেছিলাম।


০৩। আগের বাসায় জায়গা ছিল না ছবি তুলার। কোনোরকম ছবিগুলো তুলতে পেরেছিলাম।


০৪। ভালো জাতের কলা। খুব মিষ্টি ছিল


০৫। কলা আর জামরুল


০৬। টসটসে লিচু। এগুলো হাসান ভাইয়ার বাগানের ফল


০৭। লিচুগ্রাফী


০৮। জামরুল


০৯। কালো জাম


১০। কালো জামের ছবি। হাসান ভাইয়ার বাগানের ফল মাশাআল্লাহ


১১। পরে পাতিলে রেখে ঝেঁকে ভর্তা বানিয়ে খেয়েছি। আলহামদুলিল্লাহ


১২। লিচুকে বস্ত্রমুক্ত করেছিলাম পরে।


১৩। দেখলাম ভালোই লাগতেছে।


১৪। বেশ মিষ্টি ছিল


১৫। কালো জামের আরেকটি ছবি


১৬। মোঃ কলা চৌধুরী


মন্তব্য ১৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:১৭

এইচ এন নার্গিস বলেছেন: টসটসে জামরুল । অনেক দিন পর দেখলাম ।

০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কালারটাও কী সুন্দর। এগুলো সাদা রঙেরও আছে

ধন্যবাদ আপু

২| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩৩

নতুন নকিব বলেছেন:



আপনার স্মৃতিচারণমূলক লেখাটি পড়ে ব্লগিং জগতের অনেক স্মৃতি আবারও মনে জেগে উঠলো। ব্লগার মা. হাসান ভাই একজন হৃদয়বান এবং বিজ্ঞ মানুষ। পুরনো ব্লগারদের অনেকেই এখন আর আসেন না। কেউ ব্যক্তিগত জীবনের ব্যস্ততায়, কেউবা মনের ক্ষোভে ব্লগ ছেড়ে চলে গেছেন। কিন্তু এই আসা-যাওয়াই তো জীবনের নিয়ম। চিরদিন আমরা কেউই থাকবো না, তবুও যত দিন আছি, একে অপরের সাথে মিলেমিশে, ভালোবাসা ও আন্তরিকতা নিয়ে থাকাটাই কাম্য।

আপনার লেখায় যে আন্তরিকতা ও ভালোবাসা ফুটে উঠেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। আল্লাহ তাআ'লা মা. হাসান ভাই ও তার পরিবারের সকলকে সুস্থ ও সুখে রাখুন। আপনার এই স্মৃতিচারণমূলক লেখা সত্যিই খুব ভালো লাগলো। শুভকামনা রইলো আপনাকে।

৩| ০৫ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ওনাকে মিস করি। উনি ব্লগ ও ব্লগারদের বেশ ভালোবাসতেন। কেন আর ব্লগে আসেন জানিনা। ব্লগের আপুদের দিন দিন হারাচ্ছি। আপনি ও শায়মাপু নিয়মিত আছেন এটা একটা ভাল দিক। ভালো থাকুন।

৪| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৩৬

আলামিন১০৪ বলেছেন: কাহিনী কি? হাসান ভাইয়ু তো আমাদের কিছু পাঠায় না, ফল কি শুধুই সুন্দরীদের জন্য বরাদ্দ?

৫| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৪৯

মায়াস্পর্শ বলেছেন: একা খাইয়েন না । বদ নজর দিমু কিন্তু B-) B-)

৬| ০৫ ই মার্চ, ২০২৫ বিকাল ৫:৫০

মেঠোপথ২৩ বলেছেন: বাহ ব্লগার মা-হা যে এত ফল বাগানের মালিক ছিল, তা জানা ছিল না। খুবই মিস করি এই ব্লগারকে। পুনরায় যোগাযোগ হলে ব্লগে ফিরতে অনুরোধ করবেন।

কালজাম দেখেই এর ভর্তা খেতে ইচ্ছে করছে।

৭| ০৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪২

নজসু বলেছেন:




আস সালামু আলাইকুম।
মা. হাসান ভাইকে অনলাইনে আছেন জ্বলজ্বল করতে দেখতাম।
উনাকে নিয়ে আপনার স্মৃতিচারণ পাঠ করে উনার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা আরও বেড়ে গেলো।
মেইলের জবাব না পাওয়া এবং ফোন বন্ধ থাকা চিন্তার কারণ।
দোয়া করি, আল্লাহতায়ালা উনাকে সুস্থ সবল এবং ভালো রাখুন।
এই পোষ্টটা উনার নজরে আসলে অনুরোধ থাকবে অন্ততঃ একটা কমেন্ট যেন করেন।

ছবিগুলো দেখে মনে হচ্ছে চোখের সামনে সত্যিকারই ফলগুলো দেখছি।

ভালো থাকবেন আপা। আল্লাহতায়ালা আপনাকে এবং আপনার পরিবারের সকলকেও ভালো রাখুন।

৮| ০৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

ধুলোপরা চিঠি বলেছেন:



ব্লগে হাসিমখুশীর অভাব হচ্ছে; কারণ, ব্লগারেরা বিবিধ বিষয় নিয়ে গভীরভাবে বিভক্ত হচ্ছে। যেমন, আপনি মা, হাসানকে খুবই ভালো মানুষ হিসেবে বর্ণনা করেছেন; কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, তিনি আমাদের পুরো ব্লগিং'এর মান নীচের দিকে নিয়ে গেছেন; উহার কত হাজার নিক ছিলো সেটার হিসেবে রাখার জন্য কেরানী রাখার দরকার ছিলো; সোস্যাল মিডিয়ায় এগুলো করা আসলে অপরাধ।

৯| ০৫ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: বড় ভালো লোক ছিল। লোকটা গেল কোথায়?

১০| ০৫ ই মার্চ, ২০২৫ রাত ৮:০১

ধুলোপরা চিঠি বলেছেন:




আপনি সোস্যাল মিডিয়ায় লেখেন, সেখানে হাজার নিকের মালিক মা হাসানও লিখতেন; এইসব জেনেও উনাকে ভালো মানুষ বলছেন, এইজন্য আমাদের মতের মিল হচ্ছে না।

হাজার নিকের মালিক হওয়ায় ব্লগে টিকে থাকেননি।

১১| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ১:২১

কাছের-মানুষ বলেছেন: কত শত ব্লগার দেখলাম, অনেক ব্লগার হারিয়ে গেল! অনেকে এখনো টিকে আছে!

আসলে ব্লগ এক ধরনের কমিউনিটি ফিলিং আনে, যা ফেসবুক বা অন্য মাধ্যমে পাওয়া যায় না! ফেসবুক একটি শো-অফের জায়গা, কেন জানি ফেক!

ব্লগে একে অপরের পিছনে লেগে থাকে বেশিরভাগ, তাও ভালো লাগে, কারণ এখানে ফেক কম, সবাই সবার ট্রু ভার্সন দেখায়!

আপনার লেখা পড়ে ভালো লাগল।

১২| ০৬ ই মার্চ, ২০২৫ রাত ৩:৫৮

শায়মা বলেছেন: মা হাসান ভাইয়া আমাকে কিছু কখনও পাঠাননি তবে অনেক অনেক ব্লগারদের সাথে এমেইলে যোগাযোগ ও ব্যক্তিগত যোগাযোগ ছিলো বলে জেনেছি। জাানার কোনো দরকার ছিলো না তবে তাকে আমি অনেক খুঁজেছিলাম। আমার চিলেকোঠার প্রেম বইটা তাকে পাঠাবার জন্য। কারণ ভাইয়া এই লেখাটার নিয়মিত পাঠক ছিলেন এবং গঠনমুলক মন্তব্য করতেন আর ঐ লেখাটাতে ভাইয়া ছাড়াও আরও সবাই মজার ছলে যে সব মন্তব্য করতেন সে সবও আমার লেখাকে সমৃদ্ধ করেছিলো। আর এই বইটাকে ছাপার আখরে আনিনি দেখে ভাইয়া খুব অবাক হয়েছিলেন। বলেছিলেন উনি খুব আশা করেছিলেন এই লেখা এবার প্রকাশিত হবে। কয়েক বছর পর প্রকাশের পর সবার আগে তার কথাই আমার মাথায় এসেছিলো বা সব সময় আছে। কিন্তু ভাইয়া কোথাও নেই। শুনেছি কারো সাথে যোগাযোগও নেই আর। তাই চিন্তা হয়। আসলেই কেমন আছে ভাইয়া? :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.