![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
তুমি রক্ত রং ফুল চেনো অথচ হৃদয়ে রক্তক্ষরণ কী বুঝো না,
তুমি কড়ি বিত্ত ব্যস্ততা খুঁজো অথচ হৃদয়ে বিষণ্ণতা সে খুঁজো না।
তুমি বুকের ভিতরে বিছিয়ে দিয়েছো কাঁটার গালিচা
আমি চেয়েছি সবুজের আস্ফালন,মরু দিয়েছো
আর ভেবেছো ভালোবাসার অঙ্কে আমি কাঁচা।
তুমি আমার দোয়েল প্রহর নিয়েছো কেড়ে
আমার যা ছিল মুগ্ধতা আনন্দ তোমায় দিয়েছি বুক ঝেড়ে
আমি গোলাপী গোলাপ চেয়েছি তুমি দিতে চাও ক্যাকটাস
তুমি দিতে চাও কাঁটা আগাছা আর আমি চাই দাও দূর্বাঘাস।
তোমার আর মনের মিল হলো না, বসলো না ভালোবাসার মেলা;
আমি সঙ্গ পেতে চেয়েছি হরদম দিয়ে গেলে অবহেলা
তুমি আটকাতে চাও শাসনের বেড়াজালে
আমি মিলাতে চেয়েছিলাম তাল দুনিয়ার মোহ তালে।
মোহ তালে দোল খাওয়াতে চেয়েছিলাম, তুমি চাও ঘরের কোণ
আমার মনের শাখে প্রজাপতি আর তোমার মনে আলসেমীর ঘূণ;
তুমি আমায় দাও নি গোলাপ, দাও নি কৃষ্ণচূড়া ফুল
যা দিয়েছো, যা পেয়েছি সবই ভুল ভুল ভুল।
তুমি চেয়েছো আমার মন উঠোন থাকুক শুকনো খড়খড়ে
আমি চেয়েছি রুয়ে দাও প্রেমফুল থরে থরে
ক্যাকটাসের চারা রুয়ে দিয়ে বলো কেন হইনি খুশি
বলো, তোমায় নিয়ে কেন এত আক্ষেপ পুষি?
হৃদয়ে রক্তক্ষরণ আজও পড়ে চুয়ে চুয়ে
তুমি বলো এ রক্ত গোলাপ, দেখোনি হৃদয় তল নুয়ে
ভেবেছো চুপ আছি বলে, আমি অনন্ত সুখী;
দেখো বুক আকাশটা হয়ে কখনো উর্ধ্বমুখী।
©কাজী ফাতেমা ছবি
০৯-০৩-২০২৩
০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছবিতে যে কী সমস্যা হলো বুঝি না
আমিও মাঝে মাঝে দেখি না।
ধন্যবাদ ভালো থাকুন
২| ০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৫
এইচ এন নার্গিস বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
০৯ ই মার্চ, ২০২৫ বিকাল ৩:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০২৫ দুপুর ২:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সবসময় আপনি একটু বড় করে লেখেন কিন্তু ছবি দেখতে পারিন না
ভাল থাকবেন---------------