নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=আল্লাহ ইবাদতে কতটুকু সময় করি আর ব্যয়!=

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৯



ততটুকুই পাবো যতটুকু করি তাঁর জন্য, আমার মাবুদের জন্য,
তাঁর কাছে নত না হলেই জীবন ধুঁধু অরণ্য,
তাঁর কাছে পাওয়ার জন্য আমায় তো করতে হবে প্রার্থনা,
অল্প ইবাদতে মন রেখেই বলি, না না আর তো না!

তাঁর রহমত পাবো কী করে? যদি হারাম কাজেই রই লিপ্ত,
তাঁর দয়া কী করে করি আশা, তিনি তো হয়ে আছেন ক্ষিপ্ত,
ভালোতেই রাখবো মন, শপথ তো নেই রোজই,
বেলা ফুরিয়ে যায়....রাখি না তাঁর ইবাদতের খোঁজই।

তাঁর কাছে বড্ড বেশী আশা করে ফেলি,
পেয়ে যাবো আশায়, ভুলে তাঁকে উড়ি, ডানা মেলি;
তাঁকে ডেকেছি কয়বার? করিনি তাঁর ইবাদত,
বেশী চেয়ে পাই না, কষ্ট পাই, যায় না বদলে আদত।

তাঁর বিধি নিষেধ মুহুর্মুহু করি অমান্য,
পাপে ডুবি বারবার, ইবাদতে ব্যয় করি না ক্ষণ সামান্য,
ভুলে যাই পাবো না নিয়ামত চেয়েছি যা তাঁর কাছে,
দুনিয়ার মোহে হই মত্ত, পরে ভাবি এ জীবনের কী মূল্য আছে।

যেটুকু দেব, সেটুকুই তো পাবো ফিরে,
তবে কেন বেশী পাওয়ার আশা মনকে রাখে ঘিরে,
আমার প্রভুর জন্য কতটুকু সময় করেছি ধ্বংস,
দুনিয়ার ফূর্তি আমোদ সুখই করে নিয়েছি জীবনের অংশ!

তাঁর জন্য বেশি করলে, পাবোও তো বেশি, সে যাই ভুলে,
মোহান্ধ আমি, দুনিয়াকেই জীবনের সব ভেবে পাপ রাখি তুলে,
কম সময় ইবাদতে করে মনোনিবেশ বেশি নিয়ামত, রহমত
আর বেশি দয়া পাওয়ার আশাই যে গুঁড়েবালি,
জীবন বাগানে ততটুকুই ফুটবে রহমতের ফুল
যতটুকু যত্ন করেন মালি।
©কাজী ফাতেমা ছবি
০৪-০৬-২০২২

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১৬

জুল ভার্ন বলেছেন: পরনিন্দা পরচর্চা করেই আমরা আমাদের জীবনের ভালো সময়ড়া পার করে দিচ্ছি!

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক তাই। আমরাও এসবের সাথে জড়িত। আল্লাহ আমাদের হিদায়াত দান করুন

২| ১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৩

Sulaiman hossain বলেছেন: শিক্ষনীয় একটি কবিতা

১৬ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.