নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=খোঁপায় আমার দাও গুঁজে দাও সূর্যমুখী ফুল=

২৪ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:১৯


সূর্যমুখীর প্রেমে মশগুল এবেলা, হলুদ আভায় মাতোয়ারা;
আমার সূর্যমুখী দিন... বুক ছুঁয়ে বইছে সুখের ফোয়ারা;
এই শুনো না, খোঁপায় দেবে গুঁজে হলুদ রাঙা সূর্যমুখী?
এমন উদাস বেলা, হয়ে যেতাম নিমেষেই সুখী।

মন কেঁপে উঠে বাপু, আমি পারবো ছিঁড়তে ফুল;
তুমি বুঝো না ভুল,
গুঁজে দাও চুলে সূর্যমূখী, হলুদ শাড়ীতে সেজেছি আজ
এত ব্যস্ততা কীসের তোমার, রেখে এসো কাজ।

চলো হলুদ বিকেলের বুকে হাঁটি, পা ছুঁয়ে যাক ঘাস
অথবা শুকনো পাতা... না আসলে তুমি, বুকে উঠবে দীর্ঘশ্বাস
একটি কথা শুনে যাও, মন বড্ড ফুরফুরে আজ
চারিদিকে শুনছি ফাগুন হাওয়ার আওয়াজ।

মনের তারে উঠেছে সুর, প্রেম বাজে বেদম;
চলো হাঁটি হাতে হাত রেখে ফেলি কদম;
তুমি কোথায় বলো তো, কোন সে স্বপ্নে হয়ে আছো আচ্ছন্ন
এক বিন্দু সময় নেই আমার জন্য?

সূর্যমূখীর বাগে ফুটেছে সূর্য ফুল;
সুন্দর চোখ এড়িয়ে যায় তোমার,কেনঁ পাই না ভেবে কূল।
হলুদ আলোর বিকেল, হাওয়ার রঙও কী হলুদ ?
আহা একটি গোধূলী ক্ষণ, ঘাসের বুকে মিষ্টি রোদ।

মনে আমার উথাল পাথাল ভালোবাসা,
আর তোমার মনে কিনা যন্ত্রে ঠাসা;
এত কিছুর আয়োজন কীসের তরে বন্ধু
মনে তোমার সুখ, মুগ্ধতাও নেই এক বিন্দু?
©কাজী ফাতেমা ছবি
২৪-০৪-২০২২

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.