নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=চায়ের আসরে গল্প বলার দিনগুলো সেই= (চায়ের কাপে টুংটাং সুর-৮)

১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৪১



হারিয়ে গেল কালের অতলে বিকেলের চায়ের আয়োজন
গোল বৈঠক উঠোনে, চারপাশে কত প্রিয়জন
উষ্ণ চা সাথে মুড়ি
ঠোঁটে উড়তো কত কথার ফুলঝুরি।

টিভি সিরিয়াল আর ইন্টারনেট
ইনবক্স আর চ্যাট
কেড়ে নিল সুন্দর সময়গুলো
আন্তরিক সম্পর্কগুলো হল এলোমেলো।

এখানে কেবল নিজেকে সুখী রাখার গল্প হয় তৈরী
দুঃখ সুখের ভাগাভাগি হয় না আর
যে যার মত চায়ের কাপ হাতে আঁটি ফন্দি
কী করে হয় আরও সুখ আহরণ।

সৌহার্দপূর্ণ সম্পর্কগুলো হারালো কালের চাকায়
অবসর থাকার মুহূর্তগুলো নেই আর এখানে,
ব্যতি ব্যস্ত মানুষ কেবল হারায় ভার্চূয়াল জগতে,
এক কাপ চায়ের সাথে কাটিয়ে দেয় একাকি নির্জন।

অথচ একদিন উঠোনে বিছিয়ে শীতল পাটি
বসতো গল্পের আসর
সে আসর চাঙা হতো চায়ের কাপের টুংটাং সুর
ঝাল মুড়ি আর কুড়মুড়ে বেলা অতীত হলো।

চায়ের আড্ডা বসে না আর
কত ঢংয়ের চুমুকের আওয়াজ যায় না আর শোনা
চুড়ুৎ চুড়ুৎ সুর তুলে কেউ আর ফেলে না তৃপ্তির ঢেঁকুর
এখানে মানুষ জড়াতে চায় না আর
আন্তরিকতার সম্পর্কে।
©কাজী ফাতেমা ছবি
১৫-০৫-২০২৩

চায়ের কাপে টুংটাং সুর-৭

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৪৮

যামিনী সুধা বলেছেন:



কোন দশক্বের কথা? তখন আপনার বয়স কতো ছিলো?

১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি তো বিট্রিশ আমলের মানুষ। ৯০ এ এসএসসি পাশ করছিলাম

২| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৪

ইয়া আমিন বলেছেন: খুব সুন্দর হয়েছে

১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমিন

৩| ১৫ ই মে, ২০২৫ বিকাল ৫:৪৬

যামিনী সুধা বলেছেন:



লেখক বলেছেন: আমি তো বিট্রিশ আমলের মানুষ। ৯০ এ এসএসসি পাশ করছিলাম

-তখন আপনার বয়সী কত লাখ কিশোরী "চাকরাণী" হিসেবে কাজ করেছে? ওসব পরিবার চায়ের কাপের টুংটাং শুনেনি; ওদের জন্য লেখেন।

৪| ১৫ ই মে, ২০২৫ রাত ৮:২২

আজাদী হাসান রাজু বলেছেন: মন্দ না

৫| ১৬ ই মে, ২০২৫ সকাল ১১:৫৫

অপলক বলেছেন:

ভাল লাগছে...

৬| ১৬ ই মে, ২০২৫ দুপুর ১২:০৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: খুব ভালো লাগলো কবিতা। সময়ের বরকত নষ্ট হয়ে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.