নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=এই সমাজ, আত্মীয়তার সম্পর্ক সবই মেকি=

১৮ ই মে, ২০২৫ বিকাল ৫:৩১



উপরে হাসিখুশি, ভিতরে স্বার্থের তুফান
এসব রাক্ষুসে সম্পর্ক নিয়েই, হতে হয় পার সময়ের সোপান,
এক থালায় খেয়ে, হাত ধুয়ার পর শুকায়ওনি জল,
স্বজনরা সম্পদ ছিনিয়ে নিতে রয় কপিঞ্জল।

সম্পদ সম্পত্তি নিয়ে অনন্তকাল বিবাদ, ফ্যাসাদ
অশীতিপরে যারা, জীবনে নামে অবষাদ
জমির সীমানা হলো না আর ঠিক, গাঁড়া হলো না খুঁটি
কখন যে দখলে নেবে, কেটে নেবে কোদালে মাটি।

ভাইয়ে ভাইয়ে সেকী রেষারেষি
কারো কম কারো বেশি,
ছাড় দিতে কে আর হয় রাজী,
এক তিল সম্পদ দখল নিতে কেউ রাখে জীবন বাজি।

কে নিয়ে গিয়েছে ধরার মাটি, যত সম্পদ টাকা কড়ি
সব ধূলিসাৎ, সব নস্যি, বন্ধ হলে জীবন ঘড়ি,
কবরের আঁধারে কে নিয়ে গিয়েছে সম্পদের হিসাব
কী করে দেখবে বলো আর, ধরার মোহের লোকসান লাভ!

যার যার প্রাপ্য সম্পদ, বুঝিয়ে দিতে কেন এত কার্পণ্য,
তার জমিন তাকে দাও ফিরিয়ে, করছো নাতো দাক্ষিণ্য
তোমরা লুকিয়ে বেড়াও, ভয় পাও আমিন,
কী করে বুক ফুলিয়ে বলবে তুমি মুসলমান, খাঁটি মুমিন!

এত ঝগড়া, এত মনোমালিন্য চলছে তো চলছেই, নেই সুরাহা
এক পা চলে গেল কবরে, এসব সম্পদ রেখে যেতে হবে আহা!
দুনিয়ার বলে হয়েছো বলিয়ান,
বিচার হবে এখানেই অথবা আখিরাতে
ভারী করলে কেবল পাপের পাল্লা,
পূন্যি তো কামাও নি,
রবের সম্মুখ দাঁড়াবে কী নিয়ে হাতে!
©কাজী ফাতেমা ছবি
১৮/০৫২/২০২৪

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৫

শায়মা বলেছেন: একদম তাই

স্বার্থের কাছে সবই মেকি ! :(

এর থেকে কি তুমি আমিও বাইরে! :)

২| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:০১

রাসেল বলেছেন: মারা গেলে এই ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারব না। আমরা সবাই বুঝি, কিন্তু কাজের সময় না বোঝার মতো আচরণ করি।

৩| ১৮ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমরা সবাই এখানে আমরা অতিথি মাত্র, এই মিছে মায়া সবি ছেড়ে চলে যেহে হবে, তারপরে স্বার্থ রক্ষা চাই!

৪| ১৮ ই মে, ২০২৫ রাত ৮:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। এই দুনিয়াটা একটা ধোঁকা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.