নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)

২২ শে মে, ২০২৫ বিকাল ৪:১৫



যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।

কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই জ্বালাই;
তোমার করুণা হয় ফের
প্রভু অবশেষে তুমিও করো বিপদ হতে বের।

আবার ভুলি তোমার দয়ার কথা,
অহমে মন গুঁজি অযথা
দুনিয়া আমার বলে, মনে মনে করে ফেলি চিৎকার
বাড়ে মোহের প্রতি মায়া, মোহকেই করি সতকার।

ভুলে যাই রব তোমার নিয়ামত অচিরেই
সব দয়া, সব করুণাও ভুলি ধীরেই;
তুমি সব দেখ, তুমি তো অন্তর্যামী
কিছুদিন হয়তো সয়ে নাও পাগলামি।

একদিন উড়ে এসে বিপদ বসে ঘাড়ে
আমি বড় বিপদে রব, তুমি ছাড়া আর বলি কারে,
প্রার্থনায় রাখি মন
তোমাকেই করি হরদম স্মরণ।

তুমি দয়াশীল, করুণাময়, কেবল তোমার রহম চাই
তুমি ছাড়া বিপদের বেলা কেহ আমার নাই,
বিপদ হতে করে দাও পার ও বিশ্ব বিধাত্রী
আমি যেন অচিরেই হয়ে যাই তোমার প্রিয়পাত্রী।
©কাজী ফাতেমা ছবি
২২/০৫/২০২৩

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মে, ২০২৫ বিকাল ৪:২৬

এইচ এন নার্গিস বলেছেন: সুন্দর প্রেয়ার ।

২২ শে মে, ২০২৫ বিকাল ৪:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
ভালো থাকুন হরদম

২| ২২ শে মে, ২০২৫ বিকাল ৪:৫৬

নজসু বলেছেন:


"ভুল করি, বিপদে পড়ি" – একেবারে বাস্তবের ছায়া!
কম শব্দে এত গভীর সত্য – সত্যিই মন ছুঁয়ে গেল কবিতাটা ❤️✍️
আবারো এমন লেখা চাই আপা!

২২ শে মে, ২০২৫ বিকাল ৫:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা অনেকেই বিপদে পড়েও নিজের ভুলটা অনুভব করতে পারি না।
কেন জানি আমি পারি আলহামদুলিল্লাহ। আমার বিপদ আসলেই ভাবি আহারে কী অন্যায় যেন করে ফেলেছি। আল্লাহর কাছে ক্ষমা চাই তিনি বিপদ হতে উদ্ধারও করেন আলহামদুলিল্লাহ

অনেক ধন্যবাদ ভাইয়া

৩| ২২ শে মে, ২০২৫ বিকাল ৫:৫৮

রবিন.হুড বলেছেন: সুন্দর প্রার্থনা আল্লাহ তাওয়ালা কবুল করুন।

৪| ২২ শে মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: এতো সুন্দর মোনাজাত পরম করুণাময় কবুল না করে পারেননা , কেননা তিনিই একমাত্র রহমানুর রাহিম- গাফুরুর রাহিম ।

৫| ২২ শে মে, ২০২৫ রাত ৮:১৯

জিনাত নাজিয়া বলেছেন: খুব সুন্দর প্রেয়ার। শুভকামনা রইল তোমার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.