নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=নারীর কারণে তোমরা সুখে রাজা=

৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:২২



গুনে জ্ঞানে ধৈর্যের সীমানা পেরিয়ে নারী শ্রেষ্ট দুনিয়ায়
নারী তোমার সংসার বেঁধে রেখেছে অসীম মায়ায়;
তুমি বিছানায় বসে খাচ্ছো, ধুচ্ছো না ভাতের থালা;
তবে কেন নারীকে নিয়ে বলতে, ঠোঁটে তোমার তালা।

পুরুষ তুমি বাবু সেজে অফিসে যাও
এই যে মনের তারে সুখের বাজনা বাজাও
কোন সে কারণ বলো দেখি, কোন সে কারণ;
নারীর কারণ.......তবে কেন নারীর প্রশংসা বারণ?

কী দিন কী রাত, কী গ্রীষ্ম, কী চৈত্র
ঝড় বৃষ্টি, রোদ, গরমকে করে নিয়ে মিত্র;
নারী খেটে যাচ্ছে অফিস-সংসার, সন্তান লালন পালন
তবে কেন নারীর প্রতি দেখাও এত, রাগের আস্ফালন।

সোফায় বসে দেখো টিভি, ফরমাশ ঠোঁটের আগায়
এই দাও, সেই দাও.....কী হুকুমজারী, জোর নেই হাত পায়?
নারী তো অনায়াসে করে দিচ্ছে সব
তবে কেন নারীর সাথে কলহ, বেসুরো সুর কলরব?

কত যন্ত্রণা সয়ে নারী, সন্তানকে দেখায় পৃথিবীর আলো
তুমি বাবা হও, আনন্দে আত্মহারা, সময় কাটাও ভালো;
ভেঙ্গে যাওয়া দেহ নিয়ে নারী তখনো রান্নাঘরে
তবে কেন নারীর গুনগান গাইতে পারো না মন ভরে।

পুরুষ বলে নারীর প্রতি অবহেলা কত!
বিয়ে মানে আত্মহত্যা বলো, নারী মানেই শান্তিরা হয় গত;
এত কিছু পেয়েও নারীর করো না প্রশংসা, তোমরা কত কৃপণ;
কত সুখ জীবনে কুঁড়াও, বৃদ্ধ হও, তবু্ও নারী হয় না আপন!
©কাজী ফাতেমা ছবি
৩০-০৯-২০২৪

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৫:৫৯

জেনারেশন একাত্তর বলেছেন:




আপনার সংসারটা সারা বিশ্বের চিত্র নয়; সেজন্য আপনার ধারণাগুলো মানুষের সঠিক জীবনভাবনা নয়।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬

বিজন রয় বলেছেন: হা হা ............ মানতে পারলাম না ।

৩| ০১ লা অক্টোবর, ২০২৫ রাত ২:০৩

স্প্যানকড বলেছেন:


নারীর এতো গুনগান করলেন অথচ হাদিস বলে, জাহান্নামে নারীর সংখ্যা পুরুষের চেয়ে অধিক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.