![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ব্যস্ততার কাঁধে চড়েছি, সে নিয়ে যায় বিকেলের বাড়ী
মূল্যবান সময়টুকু কাজের কাছে বিকিয়ে দিয়েছি,
দিন ফুরিয়ে রাত, নিজের জন্য হয় না আর সময় পাওয়া
কর্মের নদীতে ভাসিয়ে দিয়েছি ইচ্ছেগুলো তাই।
অবহেলা অবজ্ঞা কেবল নিজের প্রতি
যেটুকু সময় হাতের মুঠোয়, সেটুকুও অপব্যয়ে হই মত্ত;
মুঠোফোন হাতে নিয়ে ঘুরে বেড়াই বিশ্ব,
আর সময় পালায় অনায়াসে আমি ছেড়ে।
নিজের যত্ন ভুলে গিয়েছি, ভুলে গিয়েছি ইবাদত
মুঠোফোনের টাচ কীতে আঙ্গুল, সে এক মন্দ আদত
অফিস আদালত তারপর রাত আসেদ
সেটুকুও নিজের করে আর- হয় না পাওয়া।
রোজ তৈরী করি কর্মের ফর্দ;
হয় না সে, বাকীর খাতায় রয়ে যায় যত কর্ম;
অনর্থক ভিডিওতে রাখি চোখ, নাটক দেখি
এ সময়গুলো অযথা, পড়ে থাকে সাংসারিক কর্ম।
অথবা নিজের যত্ন নেয়ার হয় না আর সময়।
এভাবেই কাটে দিন, রাত আসে, রাতের বুকে মুঠোফোন
স্ক্রল করে করেও থামি না, হই না ক্লান্ত;
জানি এ পথ ভ্রান্তির পথ, তবুও মোহ খুঁজে বেড়াই হরদম
আমি আমাতে থাকি না, অন্য জগত হয় আমার
আর সময় পালায় আবারও আমি ছেড়ে।
কবে বোধ বিবেচনা জাগবে
কবে হবো নিজেকে নিয়ে সুখি
রাত শেষে বিছানায় গেলেই মনে পড়ে যায় অবহেলিত সময়গুলো
অথচ সকাল হলেই ভুলি বেভোল
ফের মোহতে রাখি মন, আর বাকির খাতায় জমাই
নিজের যত্ন, ইবাদত, অগুছালো কর্ম।
©কাজী ফাতেমা ছবি
০৫-১০-২৫
২| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ হয়েছে।
৩| ০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:০১
জুল ভার্ন বলেছেন: যাপিত জীবনের জীবনচারিতা চমৎকার ভাবে তুলে ধরেছেন।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৫
বিজন রয় বলেছেন: জীবনের আর এক নাম দৌড়। এখানে শ্রান্তি নেই, অবসর নেই, সুখ নেই।
এর মাঝে যে বলতে পারে সুখী আছি, সেই প্রকৃত সুখী।
কর্মের ফর্দ করে তো জীবন চলে না।
কালকে কি আছে তাতো আমি জানিনা।
যেদিন বিবেচনাবোধ জাগবে সেদিন সব ফুরিয়ে যাবে।
এই তো।