নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন পাতায় লিখে যাই দুঃখ সুখ=

০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪



তোমরা যখন আড্ডায় ব্যস্ত, আমি লিখতে থাকি,
এ আমার দিনলিপি;
দিনের দীর্ঘশ্বাস, রাতের ক্ষয়িঞ্চু নিঃশ্বাস
লিখি আত্মদহন কথা, লিখে ফেলি মায়াবী জীবন।

কত কিছুই চলে যায় আঙ্গুলের ফাঁকে
সময় তো নিরব ঘাতক, সে কী আর ক্ষমা করে
তোমরা যখন রঙ তামাশায় সময় করো ক্ষয়
আমি লিখে রাখি বিগত সময়ের ইতিহাস।

তোমরা যখন রিল, ইউটিউবে চোখ রাখো
আমি তখনও লিখি,
যখন টেক্সট করো আদান প্রদান,
আমি নিরবে কবিতার শব্দ খুঁজি তখন বন্ধ চোখে।

লিখে ফেলি ফেলে আসা অতীতের সুখ;
বর্তমানের অবহেলার বেসুরো গুঞ্জরণ
লিখে ফেলি সমাজের নানা ইস্যুর ছন্দ;
ঝরে পড়া সময়ের বুকে তুলে রাখি কবিতার শব্দ ছন্দ।

কত সুখের গল্প, কত দুঃখ আর বিরহ
সবই তুলে রাখি সময়ের তাকে;
তোমরা ভুলে যাবে তোমাদের অতীত বর্তমান
আমি কবিতায় তুলে রাখি স্মৃতিময় যাপিত দিন
একদিন স্মৃতি রোমন্থণ করবো নিশ্চয়।

আমি অমর হতে পারি, কেউ না কেউ মনে তো রাখবে,
হয়তো আমার নাম রয়ে যাবে কবিতার পাতায় পাতায়
আমার কবিতাগুলো কেউ নিজের নামে করে নেবে হয়তো,
তবুও আমি রয়ে যাবো শব্দে ছন্দে.....কবিতার জগতে।
©কাজী ফাতেমা ছবি
০৭-১০-২০২৫

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৮

বিজন রয় বলেছেন: খুব ভাল হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন

২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৮

দ্বীপ ১৭৯২ বলেছেন: দারুন

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ ভাইয়া
ভালো থাকুন

৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৩

দি এমপেরর বলেছেন: স্মৃতির ওপর ঝাপসা একটি আস্তরণ পড়লেও স্মৃতি কখনও পুরোপুরি মুছে যায় না। আপনি থাকবেন আপনার শব্দে, ছন্দে, কবিতায় আর পাঠকের স্মৃতিতে।

খুব সুন্দর লেখা।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাঁ ঠিক বলেছেন। কত স্মৃতি মনে জমা। আবার কত স্মৃতি মুছে যায়, কেউ মনে করিয়ে দিলে মনে পড়ে

অনেক ধন্যবাদ েএমপেরর
ভালো থাকুন

৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৫

সামরিন হক বলেছেন: সুন্দর লিপিকা ।

শুভ রাত্রি।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপু
শুভ দুপুর
ভালো থাকুন অনেক অনেক

৫| ০৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: দারুন হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মশি ভাইয়া
ভালো থাকুন

৬| ০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:৩১

কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: আপনি লিখে যান

(কাজী ফাতেমা ছবিকে উৎসর্গিত)

আপনি লিখে যান
যখন পৃথিবী মেতে থাকে আড্ডা আর রঙিনতায়,
আপনি নিরবে কলমে গেঁথে দেন সময়ের গল্প,
অভিমান, ভালোবাসা, আর হারানোর গন্ধ মেশানো শব্দগুলো।

আপনার লেখা যেন সময়ের আয়না,
যেখানে আমরা দেখি নিজস্ব প্রতিচ্ছবি—
একটু নিঃসঙ্গতা, একটু আলো,
আর অনেকটা গভীর অনুভব।

আপনার কবিতা শুধু কবিতা নয়,
ওগুলো তো আত্মার আর্তি,
যেখানে নিঃশব্দ রাতও কথা বলে,
ঘুমহীন চোখও খুঁজে পায় স্বপ্নের রঙ।

আপনি লিখে যান—
কারণ আপনার লেখা মানে বেঁচে থাকা,
আপনার শব্দ মানে অমরত্ব।
একদিন সবাই থেমে গেলেও
আপনার কবিতা বলবে ধীরে,
“তিনি ছিলেন শব্দের সাধক,
যিনি সময়কে ছুঁয়ে দিয়েছিলেন কলমে।”

শুভ নিউইয়র্ক (আপনার অনুরাগী পাঠক)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.