![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
তোমরা যখন আড্ডায় ব্যস্ত, আমি লিখতে থাকি,
এ আমার দিনলিপি;
দিনের দীর্ঘশ্বাস, রাতের ক্ষয়িঞ্চু নিঃশ্বাস
লিখি আত্মদহন কথা, লিখে ফেলি মায়াবী জীবন।
কত কিছুই চলে যায় আঙ্গুলের ফাঁকে
সময় তো নিরব ঘাতক, সে কী আর ক্ষমা করে
তোমরা যখন রঙ তামাশায় সময় করো ক্ষয়
আমি লিখে রাখি বিগত সময়ের ইতিহাস।
তোমরা যখন রিল, ইউটিউবে চোখ রাখো
আমি তখনও লিখি,
যখন টেক্সট করো আদান প্রদান,
আমি নিরবে কবিতার শব্দ খুঁজি তখন বন্ধ চোখে।
লিখে ফেলি ফেলে আসা অতীতের সুখ;
বর্তমানের অবহেলার বেসুরো গুঞ্জরণ
লিখে ফেলি সমাজের নানা ইস্যুর ছন্দ;
ঝরে পড়া সময়ের বুকে তুলে রাখি কবিতার শব্দ ছন্দ।
কত সুখের গল্প, কত দুঃখ আর বিরহ
সবই তুলে রাখি সময়ের তাকে;
তোমরা ভুলে যাবে তোমাদের অতীত বর্তমান
আমি কবিতায় তুলে রাখি স্মৃতিময় যাপিত দিন
একদিন স্মৃতি রোমন্থণ করবো নিশ্চয়।
আমি অমর হতে পারি, কেউ না কেউ মনে তো রাখবে,
হয়তো আমার নাম রয়ে যাবে কবিতার পাতায় পাতায়
আমার কবিতাগুলো কেউ নিজের নামে করে নেবে হয়তো,
তবুও আমি রয়ে যাবো শব্দে ছন্দে.....কবিতার জগতে।
©কাজী ফাতেমা ছবি
০৭-১০-২০২৫
২| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৮
দ্বীপ ১৭৯২ বলেছেন: দারুন
৩| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৩
দি এমপেরর বলেছেন: স্মৃতির ওপর ঝাপসা একটি আস্তরণ পড়লেও স্মৃতি কখনও পুরোপুরি মুছে যায় না। আপনি থাকবেন আপনার শব্দে, ছন্দে, কবিতায় আর পাঠকের স্মৃতিতে।
খুব সুন্দর লেখা।
৪| ০৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১০:৫৫
সামরিন হক বলেছেন: সুন্দর লিপিকা ।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪৮
বিজন রয় বলেছেন: খুব ভাল হয়েছে।