| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
দিবানিশি মোহ মন্ত্র গাঁথা জীবন
চোখে স্বপ্নঘোর, আধা জেগে আধা ডুবে
আধা ঘুমে কেটে যায় ছন্নছাড়া সময়।
ছাই পাশ স্বপ্ন চোখের কিনারে বসে নিথর
গভীর ঘুম টুটে যায়, অথচ বেভোলা মন
কোন সে স্বপ্নে ছিলাম আচ্ছন্ন, মন মনে রাখে না।
সে কী সুখের ছিলো, নাকি কোনো শিহরণ ক্ষণ
নাকি ভয়ংকর কিছু।
খেয়ালীপনায় হারাচ্ছি দিনের আলো
রাতের আঁধার হারাচ্ছি অযথা জেগে জেগে।
ছাদে নির্নিমিখ চোখ, নিস্তব্ধ বাড়ি
পাশ ফিরে শুয়ে থাকে আত্মজ,
তেলাপোকার উড়াউড়ি, মশারী ঘরে বন্দি
হাঁসফাঁস কেটে যায় ডুকে ডুকে পানি পানে।
এই যে ব্যস্ততায় চলে যায় দিন আরও অথৈ দিন
রাতে ভাবনার বেড়াজালে হই বন্দি,
কালচে আলোয় খুঁজি কবিতার ছন্দ,
না-প্রেম ভালোবাসায় আচ্ছন্ন হই না আর
ক্ষয়ে গেছে দোয়েল প্রহর
পড়ে আছে কিছু মলিন জরাজীর্ণ সময়।
তবুও কেনো কিছু কথা বলার অধীর আকুতি
মনের ভিতর খঞ্জন পাখির ওড়াউড়ি,
আহত পাখির ডানা ঝাপটানোর আওয়াজ নিয়ে
সটান শুয়ে থাকি রাতদুপুর।
ইচ্ছে করে মন বাড়িয়ে ডাকি শৈশব, কৈশোর আর
ডানামেলা পাখির প্রহরগুলো,
দীর্ঘশ্বাসে নড়ে যায় জানালার পর্দা,
সাঁই সাঁই ঘূর্ণি পাখা হীম হাওয়া ছড়ায়
এই আশ্বিনের শেষ রাতে আর
আমি নিথর স্বপ্নঘোরে হই আচ্ছন্ন।
©কাজী ফাতেমা ছবি
০৮-১০-২০১৮
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২|
০৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
অপ্সরা বলেছেন: শৈশব কৈশোরের স্মৃতি মনে পড়ে বার্ধক্যে!!!
তোমার তো এখনও অনেক বাকী .....
![]()
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহই জানেন। কদিন বাকি আছে। সুস্থতার জন্য দোয়া করো
থ্যাংকিউ সো মাচ
আপুনি
৩|
০৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:০৮
বিজন রয় বলেছেন: কবিতার নিচে যেখানে আপনার নাম এবং তারিখ লেখেন ওখানে কবিতা থেকে একটু গ্যাপ দিলে ভালো হয়।
আহত পাখি সুস্থ করুন আপা।
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ইংশাআল্লহ ঠিক করে নেব
ভালো থাকুন
৪|
০৮ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১২
বিজন রয় বলেছেন: আমার কবিতা সংকলন পোস্টে আপনি যাবেন না?
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়ে আসলাম। কখন চলে গেল অন্য পাতায় খেয়াল করিনি
ধন্যবাদ আপনাকে
৫|
০৯ ই অক্টোবর, ২০২৫ ভোর ৬:৫৬
এম এ কাশেম বলেছেন: আমিও আচ্ছন্ন হয় কবি শীতের হিমেল হাওয়াই
আবার কখনো বসন্তের রঙ্গিন ফুলের স্বপ্নে দোল খায়।
কেমন আছেন কবি?
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য
আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া।
আপনি কেমন আছেন?
৬|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৫
কৃষ্ণচূড়া লাল রঙ বলেছেন: কি অপূর্ব অনুভূতির কবিতা!
প্রতিটি পঙ্ক্তিতে যেন সময়, একাকিত্ব আর ঘুমের ভেতর লুকানো হাজারো ভাবনার প্রতিচ্ছবি
স্বপ্নের সীমারেখায় দাঁড়িয়ে থাকা এক মানুষ, যে হারিয়ে গেছে নিজেরই তৈরি ছায়ায়।
“ক্ষয়ে গেছে দোয়েল প্রহর”এই লাইনটা যেন সমস্ত ক্লান্তি, সমস্ত হারানো সময়ের প্রতীক হয়ে উঠেছে।
অসাধারণ লেখা, শব্দে শব্দে মায়া ছড়িয়ে দিয়েছে কবি
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য । অনেক ধন্যবাদ
ভালো থাকুন
৭|
০৯ ই অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: জীবন মানেই তো এমন, মোহমায়া, আচ্ছন্নতা, ঘোরলাগা সময়, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ। +++
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভালো থাকুন
+তো পাইনি
৮|
০৯ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৫৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: খুব সুন্দর কবিতা।