| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
গাছ লাগাবো বাড়ী জুড়ে
কোনো কোণা বাদ রাখবো না,
লেগে থাকবো গাছের পিছে,
বসে আমি আর থাকবো না।
তোমার কথা শুনবো নাকো
গাছে গাছে ভরবো বাড়ী;
গাছের নামে বদনাম বললে
তোমার সাথে দেব আঁড়ি।
ফুলে ফুলে ভরবে বাগান
মৌমাছিরা আসবে উড়ে,
বিরক্ত হও যদি তুমি
থেকে যেয়ো - না হয় দূরে।
রোদ্দুর মাখা সকাল বেলা
ফুল ফুটেছে দেখবো যখন
লাগবে ভালো মিহি হাওয়া
খুশিতে গান গাইবো তখন।
গাছ লাগাবো বারান্দাতে
ঘরের কোণে পাতাবাহার
যত করবে বারণ আমায়
দেখবে ঘরে গাছের পাহাড়।
লতা পাতায় ভরবে দেয়াল
সজীবতা আসবে ফিরে,
শুদ্ধ হাওয়া পাবে বন্ধু
সুখ যে তোমায় ধরবে ঘিরে।
গাছকে ভালোবেসে দেখো
কী যে শান্তি মনের মাজার,
গাছের প্রতি খুব অনীহা?
ঘরে বসবে গাছের বাজার।
©কাজী ফাতেমা ছবি
০৯-১০-২৫
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বাজ
ভালো থাকুন
সাথেই থাকুন
২|
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর কবিতা
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৩|
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: কবতাটা খুবই সুন্দর হয়েছে
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুলাইমান ভাইয়া
অনেক ভালো থাকুন
৪|
০৯ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২২
বিজন রয় বলেছেন: এত গাছ লাগালে অন্য কাজ কিভাবে হবে।
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: গাছও লাগাবো অন্য কাজও করবো ইংশাআল্লাহ
থ্যাঙকিউ সো মাচ
৫|
০৯ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:১৫
অপ্সরা বলেছেন: বুঝেছি দুলাভইয়াজান তোমার গাছ লাগানোর জ্বালায় বিরক্ত হয়ে গেছে !!! ![]()
১২ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: সে সব কিছুতেই বিরক্ত। আমিও ত্যক্ত করে রাখি না। যেটা না করে সেইটা হাজারবার করি হাহাহাহ
থ্যাংকিউ সো মাচ আপুন
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৫৯
বাজ ৩ বলেছেন: সুন্দর কবিতা