নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার কাব্য=

১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:১৬



ফু দিয়ে সব ভালোবাসা দিলাম বন্ধু উড়িয়ে,
ধরো বন্ধু - নিয়ো বন্ধু, মনটারে আজ জুড়িয়ে;
আলতো করে ধরো বুকে, প্রেম নিয়ো গো কুঁড়িয়ে,
মনে যত বিষাদ ব্যথা, ভেঙ্গে দিয়ো গুঁড়িয়ে।

কোথায় আছো ব্যস্ত কি আজ? আসতে যদি বাড়ীতে,
তোমার জন্য করতাম রান্না, পোলাও পায়েস- প্রেম হাঁড়িতে,
দূরের যাত্রায় নিতে যদি, সঙ্গে তোমার গাড়িতে,
ভিজিয়ে আজ দিতাম বন্ধু -ভালোবাসার বারিতে।

ছুঁ মন্তর ছুঁ প্রেমের মন্ত্র, দেই উড়িয়ে হাওয়াতে,
তুমি এসে বসো বন্ধু ,আমার মনের দাওয়াতে,
মুখটা তোমার রেখো না, আর পূর্ণ তাপ তাওয়াতে,
হতাম সুখী অথৈ তোমায়, এই মুহূর্ত পাওয়াতে।

সবুজ ঘাসে নদীর পাড়ে, আমায় নিয়ে বসিলে,
প্রেমের খাতা খুলে বন্ধু, প্রেমের অঙ্ক কষিলে
মিলতো হিসাব তাড়াতাড়ি, মনের বাড়ী চষিলে,
প্রেম তরঙ্গ উঠতো মনে মনটা মনে ঘষিলে।

শরতের দিন যাচ্ছে চলে, নিয়া যদি ঘুরিতে,
বয়স আমার আসতো নেমে, পঞ্চাশ হতে কুড়িতে,
যাও না নিয়ে এখান হতে, প্রেমের অচীন পুরিতে,
লাগতো ভালো, লাগতে যদি মনটা এবার চুরিতে।

ব্যস্ততাতে দাও কাটিয়ে, মনে আমায় রাখো না,
ভালো মন্দ বলতে কথা, কাছে তোমার ডাকো না,
চোখ ক্যানভাসে কেন তুমি, স্বপ্ন সুখের আঁকো না,
ভালোবেসে আহ্লাদিতে, আমি ঘেঁষে থাকো না!

এমন কেন মনটা তোমার, বাসতে ভালো জানো না?
মিষ্টি সুরে কথা বলে ,কাছে তোমার টানো না,
শাড়ি গয়না নাই বা আনলে- ফুলও কেন আনো না?
ধরলে বায়না না সম্মতি- আমার কথা মানো না।

ভালোবাসি বলে বন্ধু, মন ভরিয়ে দিয়ে যাও,
মনের বদল ভালোবেসে মনটা আমার নিয়ে নাও;
প্রেমের জলে মন ভরেছি, এসো বন্ধু পিয়ে যাও,
তোমার সময় হতে অল্প- সময় আমায় দিয়ে দাও।

©কাজী ফাতেমা ছবি

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:২৮

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস!!

১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ বিজন দা
ভালো থাকুন অনেক অনেক

২| ১৫ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: আপনার বাবা কি অসুস্থ? উনি পড়ে যাচ্ছেন এটা কি কোন অসুস্থতা থেকে? এই বয়সে পড়ে যাওয়াটা মোটেও ভাল নয়। কিছু মনে করবেন না। আমি একজন ফ্যামিলি ফিজিসিয়ান তাই জানতে চাইলাম। যদি আপনার বাবার কোন উপকার হয় ভাল লাগবে। উনাকে আমার নাম্বার দিতে পারেন, ০১৭৩২১৯৫৮১৯।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.