![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। =দেহ মন সুস্থ আজ=
অজস্র কথা ফুল হয়ে ঝরছে আজ
সুস্থ দেহ মন,
তুমিও বদলে যাও, মন করে নাও হেমন্ত,
এই শুনো, মন যদি রয় সুস্থ
সুস্থতা তবে দেহজুড়ে।
০২। =আমাদের আর দেখা হয় না=
দুরত্ব বেড়ে গেলো একটু একটু করে,
বন্ধ হলো মনের খোঁজ নেয়া,
কে কেমন আছি, জানি না কেউ।
আমাদের আর দেখা হয় না ফাগুনের দুপুরে,
দেখা হয় না হেমন্তের সকালে, চৈত্র দিনে
শরতের কাশ বনে, দেখা হয় না আর শীতের রোদ উঠোনে।
আমরা গ্রীষ্ম বুকে নিয়ে বেঁচে থাকি
যে যাত্রা হতে পারে অনন্তকাল।
০৩। =ইচ্ছেরা পূর্ণতা পায়নি=
ভেবেছিলাম ইচ্ছেদের ভাসাবো ভালোবাসার নদীতে,
সে নদীর মাঝি হবে কেউ
বৈঠা হাতে বলবে, তোমার কী প্রেমে ভাসতে ইচ্ছে আজ
চলো ভাসি।
ভেবেছিলাম না চাইতেই হয়ে যাবে অনেক পাওয়া
মন দুয়ারের কড়া নেড়ে বলবে কেউ
এই নাও এ শুধু তোমার জন্য,
মুঠো ভর্তি ফুল, মনদানিতে তাজা গোলাপ
অথবা বাদামের ঠোঙা, ফুচকার থলে।
হেম না, ভেবেছিলাম প্রেম পাবো,
যে প্রেমীর মনে থাকবে আমার জন্য সম্মান, শ্রদ্ধা
যে কীনা প্রয়োজন বুঝে ফেলার এক মারাত্মক ক্ষমতার অধিকারি,
হাতে রেখে হাত কাটিয়ে দেয়া যেত সহস্র যুগ।
ইচ্ছেগুলো হারিয়ে গেল, অনিচ্ছেদের ভিড়ে,
না চেয়ে পাই নি, চেয়েও হলো না পাওয়া কত কিছু
অবহেলা অবজ্ঞা আর তুচ্ছতা হলো কেবল পাওয়া
পেলাম সাত নদী এক সমুদ্দুর দীর্ঘশ্বাস।
---------------------------------
©কাজী ফাতেমা ছবি
১০-১০-২০২৪
২| ১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:০০
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
৩| ১৯ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: দুই নম্বরটা বেশি ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৪:২৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: =ইচ্ছেরা পূর্ণতা পায়নি=

..................................................
কারও জীবনে তা হয় না,
এটাই তো জীবনের কাব্য
...................................................