![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
বাপের ভিটা মায়ের বাড়ী
সকল ছেড়ে চলে আসি
কে বা জানে মা বাবাকে
কত আমি ভালোবাসি।
কী মমতায় ঘেরা ছিল
এই ক'টা দিন মায়ের কাছে
কর্ম ডাকে হাত বাড়িয়ে
আমার কী আর সময় আছে।
থেকে যাবো হয় না এমন
মেয়ে হয়ে জন্ম নিলাম;
সকল আদর সব মমতা
হায় বিসর্জন সবই দিলাম।
বুকের বামে কত কষ্ট
কষ্টগুলো কে বা দেখে;
চোখের কোণে অশ্রু বিন্দু
নিলাম চুপে চোখে এঁকে।
আল্লাহ্ যেন রাখেন ভালো
মা বাবাকে করি দোয়া;
আর কবে যে পাবো আবার
মা বাবারই স্নেহের ছোঁয়া।
বাবার চোখে ঝরে পানি,
চুপে চুপে মা'ও কাঁদে,
মেয়ে আমি পড়ে গেলাম;
দুরত্বেরই অলীক ফাঁদে।
সুস্থ রেখো মাবুদ তুমি
রেখো তোমার হিফাজতে
চলার শক্তি দিয়ো আল্লাহ
মা বাবারই জীবন রথে।
=================
©কাজী ফাতেমা ছবি
১৯-১২-২-২৪
২| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:০৬
অপলক বলেছেন: ভাল লাগল...
৩| ২১ শে অক্টোবর, ২০২৫ রাত ১১:২৪
ফাহমিদা বারী বলেছেন: মা-বাবার দেখা তো আর কোনদিনই পাব না আপা!
ভালোবাসার সেই আঁচল অনেক অনেক দূরে চলে গেছে!
©somewhere in net ltd.
১|
২১ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বাবার চোখে ঝরে পানি,

চুপে চুপে মা'ও কাঁদে,
.............................................
ছেলে মেয়ে বড় হলে
ফুর্তি করে আপন মনে,
বিদেশ যাব বায়না ধরে...
ভুলে যাবে মা বাবা কে !!!
...............................................