| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
একটি প্রজাপতি প্রহর চাই, যেখানে মন স্বাধীন পারে উড়তে
যেখানে তুমি চুপ বসে থাকবে, আমি উড়বো ডানা মেলে;
একটি ফড়িং ক্ষণ আমায় দেবে
যেখানে আমি রোদ পোহাবো ঘাসের ডগায়।
একটি ফুলেল সময় আমার দেবে, আমি সুখে হারাবো
ঘ্রাণে মাতাল ক্ষণে আমি তোমায় বলবো ভালোবাসি
তুমি শুনবে, ঠোঁটে মৃদু হাসি তখনো থাকবে চুপ
আমি একটি ভালোবাসার দিন চাই । দেবে?
একটি রোদ্দুর দুপুর আমায় দাও
আমি দুপুরের গায়ে হেলান দিয়ে বসে নেয়ে ঘেমে হবো একাকার;
সূর্যের উত্তাপ খেয়ে, বসবো গিয়ে ছায়ায়
কষ্টের পর সুখ এমনই যে করা যায় উপভোগ।
আমায় একটি ঝিরিঝিরি হাওয়ার বিকেল দিয়ো
আমি হাঁটতে চাই সারি সারি বৃক্ষের ছায়ায়
যেখানে পা রাখলেই মর্মর পাতার নূপুর বাজে;
কেবল পাশে হেঁটো তুমি, তখনো চুপ।
আমায় একটি গোধূলি বেলা দিতে পারো;
আমি বিকেলের আকাশে চোখ রেখে দেখবো আকাশের রঙ
বেনারসী রঙ শাড়ি পরা আকাশ
এমন আকাশ যে হৃদয়ের রক্তক্ষরণ রঙ।
আমায় একটি সন্ধ্যা দেবে নাকি একদিন?
যেখানে নিরিবিল আলো ছায়ার পথ, নির্জন নিস্তব্ধ
আমি দেখতে চাই কী করে ফেরারী পাখিরা ঘরে ফিরে;
একদিন এমন সুযোগ দিয়ো আমায়
যেন আমরাও হই নীড়ে ফেরা পাখির মতন সেদিন।
===================
©কাজী ফাতেমা ছবি
২২-১০-২০২৪
২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুলাইমান ভাইয়া
ভালো থাকুন
২|
২২ শে অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
মৌরি হক দোলা বলেছেন: সুন্দর।
২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মৌরী আপু
ভালো থাকুন
৩|
২২ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:২১
শায়মা বলেছেন: প্রজাপতি কবিতা
সুন্দর ছবিতা!!!
২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ আপুন
অনেক ভালো থাকো
৪|
২৪ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৩৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি একটি ভালোবাসার দিন চাই । দেবে?
.......................................................................
এমন ইচ্ছে
এক সময় তোলপাড় করত সমস্ত হৃদয় জুড়ে,
এখন আর করেনা ।
ইচ্ছেরা মরে গেছে, সীমাহীন দিগন্তে
প্রেমিকার অবহেলায় !!!

২৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:১০
সুলাইমান হোসেন বলেছেন: সুন্দর কবিতা