| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মানুষ কেন এমন, মন কেন এমন হিংসুটে
মানুষ কেবল অন্যের জিনিস খেতে চায় লুটেপুটে,
অন্যের জিনিস ব্যবহারে মানুষ নয় কেন যত্নশীল,
মনে হাজার দ্বন্দ্ব আর সেজে থাকে সুশীল।
মানুষ অন্যের জিনিসকে ভাবে সরকারী,
যাচ্ছে তাই ব্যবহার, অথচ সে দরকারী;
নষ্ট হোক তাতে কী,জিনিস আমার নয় মনোভাব
মানুষের মনে আপন করার মানষিকতার-বড্ড অভাব।
অন্যের জিনিস খেতে লাগে ভালো,
না দিলে আবার মুখ কালো;
অন্যের টাকা মূল্যহীন
স্বার্থের বীজ রোয়া মানুষের মনের গহীন।
মানুষের কেবল চাই চাই, অন্যেরটা চাই
কেড়ে নিয়ে না খেতে পারলে আর শান্তি নাই,
ধার নিয়ে মানুষ, আর ঘেঁষে না পাশে,
ফেরত চাইলে, বাঁকা ঠোঁটে হাসে।
বিনামূল্যে পেলে
মানুষ উড়ে, সুখে ডানা মেলে,
নিজেরটা থাক্ না সঞ্চয়ের তাকে,
অন্যেরটা খেয়ে নিই ফাঁকে।
খাই খাই মনোভাব হতে
মানুষ আসলো না আর সততার পথে,
নিজের জিনিস যত্নে,অন্যের জিনিসে অবহেলা;
আহারে মানুষের বুকের মাঠে কেবল স্বার্থের মেলা।
===================================
©কাজী ফাতেমা ছবি
১৩-১১-২৫
১৬ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া জি
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বরাবরের মতোই সুন্দর।