| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

যে কোনো দিন আসবে চলে
শূন্যে যাওয়ার টিকেট খানা,
মরে যাব, চলে যাব
এ কথা যে সবার জানা।
কম বয়সী মরছে মানুষ
মরছে জোয়ান - বুড়োবুড়ি,
সময় পালায় বয়স নিয়ে
বয়স কী আর থাকে কুড়ি!
মরে যেতে লাগে নাকো,
বয়স সময় একটু শুনো
তবু কেন মন রে আমার,
বুকের ক্ষেতে মোহ বোনো!
মরে যাচ্ছে ছোট বাচ্চা
তার এটুকু ছিল হায়াত,
যেতে হবে অমোঘ সত্য,
হলেই বা খুব চালিয়াত!
মরণ আসলে কেউ কী পারবে
জানটা আমার ধরে রাখতে,
চির ঘুমে থাকবো যখন
আসবে না কেউ আমায় ডাকতে।
তবু কেন পেরেশানি
এই দুনিয়া মাথায় নিয়ে,
রোজই আনি মোহ কিছু
শান্তি মনের চুপ ছিনিয়ে!
প্রস্তুত থাকো মনরে আমার
এই দুনিয়ার মোহ ভুলে,
ডাকো রবকে, চাও রে ক্ষমা,
পূণ্য কিছু রাখো তুলে।
==================
©কাজী ফাতেমা ছবি
২৪/১২/২০২৪
২|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৮
অগ্নিবাবা বলেছেন: পুরোপুরি একমত, হায়াত মত আল্লাহর হাতে।
হাদির মৃত্যু নিয়ে ভারতের বিরুদ্ধে যারা মাঠে নেমেছে তারা মুনাফেক।
ভারত কোন হেডা তার কি কোনো ক্ষমতা আছে, সে কি আল্লাহর পুতুল না?
©somewhere in net ltd.
১|
২৪ শে ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
আরোগ্য বলেছেন: গতকাল রাতে শুয়ে শুয়ে নিচের কবিতাটা লিখেছিলাম, আপনার কবিতার ভাবের সাথে মিল পেলাম তাই মন্তব্যে রেখে দিলাম।
আচমকাই একদিন চলিয়া যাইবো পিছনে সব ফেলিয়া,
পূর্বসূরি উত্তরসূরি কেহই নাই দুআ করিবে দু হাত তুলিয়া,
শৈশব কৈশোর হেলায় গেলো যৌবনের রবি অস্তে,
বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়ায়ে হিসাব কষি দ্বিধা দ্বন্দ্বের,
রিক্ত হস্তে মলিন মুখে হাশরের কথা ভাবি,
রবের তরে দাঁড়াইবার লাগি সাহস মোর নাহি,
ক্রিয়াকর্মের হালখাতা খুলিতেই দেনার পরিমাণ অধিক,
জমার ঘরে কিছুই নাহি, কেমনে শোধিবো সেই ঋণ।