নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=কাছে থেকেও কেউ রয়ে যায় দূরে=

২৩ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৫


ব্যবধান সে থেকে যায়, না থাকলে আন্তরিকতা;
বুঝা যায় মনোভাব, মুখে মধু
অন্তরে যে কী, কে জানে!
কাছের মানুষগুলো
এমন করেই রয়ে যায় দূর।

কেউ কেউ দূরে থেকেও কেমন যেন
মন ছুঁয়ে রয়ে যায়
কিছু হাসির মাঝে থেকে যায় অচেনা আভাস
কিছু হাসিতে থাকে মুগ্ধতার রেশ।

কিছু মানুষের মাঝে বসবাস করলেও
যায় না বুঝা মন
মানুষের মন চেনা বড় দায়
মানুষ বাস করে এখানে
মন যে তার তখন কোনখানে।

এক সঙ্গে বাস করেও যায় না পাওয়া মন
দুরত্ব মনের বহুদূর,
দুরত্বের সাঁকোতে সে হয় না আর উঠা।
পিছুটান থাকে বলেই মানুষ - চেনা মানুষের মাঝে
অচেনা হয়েই রয়ে যায় চিরকাল।

মন কী চায়, কী চায় না
কে আর রাখে মনের খোঁজ
সম্পর্ক আপন হয়ে গেলেই.....
বেড়ে যায় মনের অযত্ন,
ছেড়ে যাবে না পাশেই তো আছে, তার কীসের যত্ন
এমন করেই মানুষের মাঝে বাড়ে অযুত নিযুত দুরত্ব।

মানুষ যৌবনের ক্ষমতায় আপনজনদের তুচ্ছতাচ্ছিল্যতায় রাখে
বুড়ো বয়সে সেই আবার খুঁজে আশ্রয়
শক্তি ভেঙ্গে গেলে মানুষের মন হয়ে যায় পাঁপড়
সামান্য আঘাতে দুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়ে নিমেষেই।
===================================
©কাজী ফাতেমা ছবি
২৩/০১/২৪

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:৩৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: অসাধারণ পংক্তিমালা, বেশ ভালো লাগলো ।

২| ২৩ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২০

সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার কবিতা।মানুষের মন বুজতে পারাটা সত্যি কঠিন।কিন্তু মানুষের কথা শুনে লেখা পড়ে,অনেকসময় কোনো মানুষের দিকে তাকিয়ে,অথবা সাহচর্যে কিছুক্ষন থেকে বলে দেওয়া যায় মানুষটা কেমন হতে পারে।কিছুটা হলেও আন্দাজ করা যেতে পারে

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:১৯

সাইফুলসাইফসাই বলেছেন: অসাধারণ লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.