| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামিজের ডিপফ্রিজ
এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন
১) যুদ্ধবিগ্রহ চিরকালের মত বন্ধ ঘোষিত হওয়া।
২) গ্লোবাল ওয়ার্মিং-এর প্রতিরোধক আবিষ্কার হওয়া।
৩) টেলিপোর্টেশনের ব্যবস্থা হওয়া।
৪) মানুষের গড় আ্য়ু অন্তত ১৫০ বছর হওয়া।
৫) মঙ্গলগ্রহে বসতি স্থাপন।
৬) ফুটবল বিশ্বকাপে ভারত বা বাংলাদেশকে খেলতে দেখা।
৭) ভিনগ্রহে প্রাণের সন্ধান পাওয়া।
৮) স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের পরীক্ষামূলক যোগসুত্র স্থাপন।
৯) দেশে দেশে বর্ডার নামক অভিশাপ উঠে যাওয়া।
১০) ধর্মাচরণকে রাজনৈতিক রূপদান বন্ধ হওয়া।
১১) কোয়ান্টাম কমপিউটার ব্যাপকহারে ব্যবহার হওয়া।
এবং সবচাইতে বেশি চাওয়া- ২০৭০ সালে নিজে যেন আরামসে বেঁচে থাকি
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
একজন ঘূণপোকা বলেছেন: ২০৭০ সালে নিজে যেন আরামসে বেঁচে থাকি
৩|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪
প্রিন্স হেক্টর বলেছেন: উপরের কমেন্টে মাইন্ড কইরেন না। যেহেতু আপনে ভারতীয়, মাইন্ড করাই স্বাভাবিক। কিন্তু ভাবেন, নিজের দেশের মানুষ যদি নিজ দেশরে ভাল না বাইসা আরেক দেশরে নিয়া ফালাফালি করে, কেমন লাগে?
শুভকামনা আপনারে। দুই বাংলা মিলে গেলে ভাল হৈতো। বাংলা আরো প্রতিষ্ঠিত হইবার পারতো।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
রামিজের ডিপফ্রিজ বলেছেন: মনের বেড়া ভাঙলে কাঁটাতারের বেড়ার মেয়াদ কতক্ষণ সে তো বার্লিন ওয়ালেই দেখা গেছে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯
প্রিন্স হেক্টর বলেছেন: বাইচ্যা থাইকলে দেখুমনে
আমি দেখপার চাই, বাংলাদেশের মানুষ অন্ধভাবে ভারত আর ফাকিস্তানের চামচামি বাদ দিয়া দেশেরে ভালবাসবো, ভাদা-পাদা মুক্ত বাংলাদেশ চাই।
তাইলে আর কি লাগে!