| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামিজের ডিপফ্রিজ
এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন
পৃথিবীর সব দেশেই যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধকে সবচেয়ে ঘৃণ্য অপরাধ বলে ধরা হয় এবং সে দেশের আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।
কিন্তু আজকে আই সি টি-র রায়টা কিছুতেই বুঝতে পারছি না।
যদি আদালত রায় দিত যে কাদের নিরপরাধ তাহলে ব্যাপারটা বোঝা যেত। কিন্তু আদালত ৬ টি কাউন্টের মধ্যে পাঁচটি কাউন্টে তাঁকে দোষী সাব্যস্ত করার পরও তাঁকে চরম শাস্তি দিল না কেন?
বাচ্চু রাজাকার তথা আযাদের বিরুদ্ধে রায় দিতে গিয়ে আদালত তাঁকে সবকটি কাউন্ট মিলিয়ে ১৩ টি খুন এবং ৪ টি রেপের অভিযোগে মৃত্যুদন্ড দেন।
কিন্তু এক্ষেত্রে সবকটি কাউন্ট মিলিয়ে ৪৫০+ লোকের মৃত্যুর জন্য আদালত কাদেরকে দোষী সাব্যস্ত করেও চরম শাস্তি দিলেন না কেন? এটা কী দ্বিচারিতা নয়?
আমার কথা এইটা নয় যে তিনি দোষী না নির্দোষ; বরং কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করার পরও ফাঁসির হুকুম দিল না কেন।
২|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫
ভাবছি বসে একা বলেছেন: আওয়ামী লীগ আর পোষ্য ট্রাইবুনাল থেকে আর কি আশা করবে জনগন। সব শালা ভূয়া।
৩|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
জননেতা বলেছেন: ৬ টা মামলার মধ্যে ৫ টা প্রমান পাওয়ার যাবজ্জীবন হয় কীভাবে। কেন যেন মনে হচ্ছে আওয়ামীলীগ আর সাথে জামাত এর আঁতাত হইসে।
৪|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০
আদিম পুরুষ বলেছেন: অবস্থা আরো খারাপ, ট্রাইবুনাল মুক্তযুদ্ধ আমাদের মা বোন দের , শহীদ মুক্তিযোদ্ধাদের ও অপমান করল। শুন্তেছি ট্রাইবুনাল নাকি বলেছে ৩০ লক্ষ শহীদ হয়নি। শহীদ সংখ্যা নাকি ৩ লক্ষ। বালের বি বি সি এই রেফারেন্সে খবর ছেপেছে। দেশ কে আর ধর্ষণের বাকীটা রাখলো কোথায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
রামিজের ডিপফ্রিজ বলেছেন: একটা কথা মনে রাখুন, বি বি সি তো আর আকাশ থেকে পড়ে নি; তারা ব্রিটেনের অফিশিয়াল মিডিয়া; আর ব্রিটেন ১৯৭১ সালে আমেরিকার দোসর ছিল। তাই তাদের তৎকালীন বন্ধু পাকিস্তানের লজ্জা ঢাকতে তারা যে চেষ্টা করবে এতে কোন সন্দেহ আছে কি?
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
সঞ্জয় নিপু বলেছেন: এটা আমার প্রতিবাদ -
রাজাকারদের আস্ফালনের রাজত্ব থেকে মুক্তি চাই