| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামিজের ডিপফ্রিজ
এখানে পুরনো/নতুন ট্রলের সেরা কালেকশন পাবেন
শুরুতেই বলে রাখি, আমি বাংলাদেশের রাজনৈতিক সীমানার বাসিন্দা নই, কিন্তু একজন বাঙালী হিসেবে বাঙালী সমাজের বৃহত্তর অংশ তথা বাংলাদেশকে নিয়ে আগ্রহ হওয়া স্বাভাবিক। আমি এই যুদ্ধাপরাধের রায়ের অন্য একটি দিক থেকে তাৎপর্যের কথা বলতে চাই।
আজ থেকে বহু বছর বাদে দুনিয়ার কথা চিন্তা করুন, আজকের এই শিবির, রাজাকার,আওয়ামী লিগ, র, সি আই এ, আই এস আই এদের মধ্যে কতগুলো তখনও টিকে থাকবে আমি জানি না; কিন্তু সেই দূর ভবিষ্যতেও শিশুরা ইতিহাস পড়বে, সেই ইতিহাস পড়ে তারা তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে। তারা যদি ইতিহাসে পাতায় পড়ে - " হাজার হাজার মানুষের খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে সাজা হত কারাদণ্ড, কিন্তু সামান্য একটি বা দুটি মানুষকে খুন করলে সাজা হত ফাঁসি" তাহলে মানবজাতিকে তাদের জিম্মায় তুলে দেওয়াটা কি নিরাপদ হবে?
আপনারা স্টালিনের কথাটা শুনেছেন নিশ্চয়ই- "Death of one is a tragedy, death of millions a mere statistic"।
এই কথার আড়ালে লুকিয়ে ছিল গুলাগের আর মানবসৃষ্ট দুর্ভিক্ষের ভয়াবহতা ; কিন্তু আরো খারাপ কি জানেন? এই কথাটা অনুপ্রাণিত করেছিল পল পটকে নতুন করে কম্বোডিয়ায় ২৫ লাখ লোক মারতে।
এক্ষেত্রেও যদি অনাগত ভবিষ্যতের কোন নতুন মাও/ হিটলার এই রায়ে উৎসাহিত হয়ে ফের মানুষ মারার ব্যবসায় মাততে চায় তার জন্য দায়ী কি আজকের আমরাই নই?
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৪
রামিজের ডিপফ্রিজ বলেছেন: বিশ্বাস করুন, আমি চাই যেন আপনার কথা ভুল প্রমাণিত হয়। আমি বরং মেনে নেব যে বিচারকরা ব্যক্তিগত বা অন্য কোন কারণে কাদের মোল্লাকে দয়া দেখিয়েছেন কিন্তু যাদের হাতে লক্ষ লক্ষ মানুযের রক্ত লেগে আছে তাদেরকে দিয়ে রাজনীতির দাবাবোড়ে খেলার চেয়ে অশ্লীল বোধহয় ১০০ কোটি সানি লিওন একসঙ্গে মিলেও হতে পারবে না।
২|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৮
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভয় পাবেন না, আমরা সেই গঙ্গারিডি যাকে আলেকজান্ডার পর্যন্ত ভয় পেয়ে মোকাবেলা না করে চলে গিয়েছিল। আমরা সেই বাঙ্গাল, যার হাতে মুঘল সেনাপতি মানসিংহ পরাজিত হয়েছিল, আমরা সেই বেঙ্গলি যারা ব্রিটিশের ভিত্তি নাড়িয়ে দিয়েছিল যে কারনে ব্রিটিশরা বেঙ্গল রেজিমেন্টকে ভেঙ্গে দিয়েছিল, আমরা সেই বাঙ্গালি যারা না থাকলে আজকে লাহোর ভারতের অধীনে থাকতো, কুত্তার বাচ্চা পাকিস্তানীরা লাহোর হারাত, আমরা সেই জাতি যারা ৩০৩ রাইফেল দিয়ে স্বাধীন করতে পারে একটি দেশকে, আত্মসমর্পনে বাধ্য করতে পারে তিরানব্বই হাজার মধ্যযুগকে, আমরা সেই জাতি যারা অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানী হানাদারদের সাধারণ মানুষের তৈরী বাহিনী দিয়ে হারিয়েছি। এ জাতি থামবে না। এ জাতির মৃত্যু হয় নাই, মৃত্যু হবেও না। প্রয়োজনের সময় ভেতো বাঙ্গালি হয়ে ওঠে মার্শাল রেসের মার্শাল রেস। আর কেউ পেরেছে এই ভারতীয় উপমহাদেশে জাতিরাষ্ট্র বানাতে? আমরা পেরেছি। এখানেই আমাদের শ্রেষ্ঠত্ব।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪
রামিজের ডিপফ্রিজ বলেছেন: বহিঃশত্রু বাঙালির যত না ক্ষতি করতে পেরেছে- বাঙালি নিজের পিঠে ছুরি মেরে তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
মীরজাফর থেকে বাচ্চু রাজাকার- বাঙালির সবচেয়ে বড় শত্রু বাঙালি ছাড়া আর কে ?
৩|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৭
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: সেটাইরে ভাই, বাঙ্গালি বিদেশীদের কাছে হারে না, বিদেশীদের ক্ষমতা নাই বাঙ্গালিদের হারানোর, বাঙ্গালি হারে বাঙালির কাছেই।
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫
রামিজের ডিপফ্রিজ বলেছেন: সহমত। চলুন সুস্থ কিছু ভাবি, নতুন কিছু করি।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: কয়েক দিন আগে ট্রাইবুনালের ১ এর বিচারক এর স্কাইপ স্ক্যাণ্ডাল নিয়ে মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ রিপোট করেছিল। সরকার গ্যাছে পাগল হইয়া.....! নামের সেই প্রতিবেদন গুলি পড়ে ছিলাম।
সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিলো বিচারটা প্রহশন মাত্র। জাষ্টিস নয় বরং কোন মহলকে খুশি করাই যেন সরকারের কাজ। আমার দেশ যখন রিপোর্ট করলো তখন দেশের আতেল, মোসা সাহেব, গ্রহপালিত বুদ্ধিজীবীরা দেশ গেল দেশ গেল রব উঠিয়ে দিচ্ছিলো। ট্রাইবুন্যাল তখন মসজিত মন্দিরের মত ব্যাপার ছিল। আর বিচারক রা ছিলো তখন ঈশ্বর প্রদত্ত ফেরেস্তা।
টকশোতে ছিল আমার দেশের গুষ্টি উদ্ভার করার মিছিল।
কিন্তু হায় সেই ফেরেস্তা তুল্য বিচারকদের এখন বলা হচ্ছে রাজারকার!!
হায় নিয়তি ! বেচারা বিচারকদের এখন কুল রাখি না শ্যাম রাখি অবস্থা। এখন হয়ত পদত্যাগি বিচারক মনে শান্তি পাচ্ছেন।
আমার মনে হচ্ছে এই রায় এবং শাহবাগের মিটিং সবি সরকারের সাজানো।
সরকার নাটক করছে। তারা রাজাকারদের ফাসি নয় বরং রাজাকারদের গুটি বানিয়ে খেলতে চাইছেন। কথিত আন্তজাতিক ট্রাইবুনাল যে কতটা আন্তজাতিক এই রায়ে তা প্রমাণ হয়েছে।
দুঃখ আমজনতার জন্য তারা না বুঝেই শাহবাগে গিয়ে সরকারের অসৎ উদ্দেশ্যে শিকার হচ্ছে।
কামরুল বলছে জনতা আগে জাগলে নাকি রায় অন্য রকম হতে পারতো!!
কামরুলকে প্রশ্ন করতে ইচ্ছে করছে বটতলার উকিল তুমি কি জানোনা বিচারক নথি আর স্বাক্ষি দেখে রায় দেয়। মিছিল দেখে নয়।