![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিঃশব্দের মাঝেই আমার ইচ্ছেগুলো লুকিয়ে রাখি।
আজকাল সবারই মুখে একটা কথা বেশী শোনা যাচ্ছে!! পত্রিকার পাতায় চোখ রাখলেও প্রায় অনূরুপ শিরোনাম দেখা যায়। এইজায়গায় এক ব্লগার খুন....অমুক জায়গায় তমুক ব্লগার খুন। এই খবর যেন নিত্যদিনের সঙ্গী হওয়ার অপেক্ষায় রয়েছে। সকলেই একই কারনে তাদের প্রাণ হারাচ্ছেন!!! তারা প্রত্যেকেই একপ্রকার পরিচিত ছিলেন। এখন মূল বিষয় হল আমার মত নীরিহ ব্লগারদের একরকম ভয়ের কারন হয়ে পাহারের মত দারাতে চাচ্ছে এই খবরগুলো। কখন কোথায় কি প্রসঙ্গে বলা অথবা লিখা যাবেনা তাই নিয়েই ভাবনার অন্ত নেই। যদিও লিখতে বসলে প্রাণ খুলেই লিখতে ইচ্ছে হয়। আশেপাশে ঘটে যাওয়া , চোখের সামনে দেখা অন্যায়ের বিরুদ্ধে রূখে দাড়াতে ইচ্ছে করে। কিন্তু দেশের যা আবহাওয়া তাতে কখন কি বলা উচিৎ হবে তাই নিয়েই ভয়ের শেষ নেই। হয়ত আমি বল্লাম যে আমি ভোট দিতে ইচ্ছুক এবং পছন্দের পার্থীকেই দিব অথবা ভোটই দিব না। এতেই হয়ত আমার জীবন দিতে হতে পারে নয়ত মামার বারি ঘুরে আসতে হতে পারে
জীবনটাই কাটছে ভয়ভীতির মধ্যিখানে
কবে যে আবার সে দেশের দেখা পাব? যেখানে ভয় নয় উল্লাস থাকবে সকলের মনে !!
(ব্যক্তিগত কিছুই নেই এখানে। সবই সময়ের বদৌলতে লেখা। ভুল হলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন )
#চতুর্থ প্রকাশ
২| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৭:৩৬
মেঘের সাথী বলেছেন: বুঝে নেন ভাই
আপনি কোন দলের সমর্থক না বলাটাই শ্রেয়
ভাল থাকার শুভ কামনা রইল। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৮
ইলুসন বলেছেন: #চতুর্থ প্রকাশ <<<<< এটা কী!
কী আর করবেন ভাই। মতবিরোধ হলেই হত্যা করার কালচার শুরু হয়ে গেছে। আগের মত নাই কোন কিছুই। অবাক করার মত বিষয় হল এখন আওয়ামীলীগ ক্ষমতায়। যদি বিএনপি ক্ষমতায় থাকত তাহলে হুলস্থুল লেগে যেত দেশে।