| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুষার সুমন
চেয়ারের হাতলটা ভেঙে গেছে আজ ছয়মাস...জানালার গরাদে জমে আছে শুন্য ছত্রাকের সবুজ সাম্রাজ্য... চুন-সুরকি তো কবেই শেষ, লাল ইটেরা সাজিয়ে আছে নতুন প্যারেড......তারমাঝে আবর্জনা মেখে শুয়ে থাকি এই আমি!!
প্রেম আমার দুহাত ভরা
তোমার হাতে বিষ
এটাই কী জীবন তবে
চলছে অহর্নিশ।
**
মায়া আমার বক্ষ জোড়া
চোখে তোমার জল
রোদনভরা এই বসন্তেও
বৃষ্টি ছলছল।
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮
তুষার সুমন বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য...
আপনার জন্যও শুভকামনা।
২|
১৩ ই জুন, ২০১৭ রাত ৩:৪৫
ওমেরা বলেছেন: ইশ্ নিজে শুধ ভাল গুলো নিয়ে আরেকজনকে খারাপ বানাইছে ।
১৩ ই জুন, ২০১৭ ভোর ৪:৩৪
তুষার সুমন বলেছেন: হাহা ....।
অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩|
১৩ ই জুন, ২০১৭ রাত ৩:৫৭
চাঁদগাজী বলেছেন:
আপনি তো মরীচিকার মতো, এই আছেন, এই নেই
৪|
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:০৬
মিঃ আতিক বলেছেন: কবিতা ভালো লেগেছে।
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:৩০
তুষার সুমন বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য.........
৫|
১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:০৬
মিঃ আতিক বলেছেন: কবিতা ভালো লেগেছে।
৬|
১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৩৪
চাঁদগাজী বলেছেন:
অল্প কয়েক লাইনে হৃদয়ের থাকা সব কাব্য প্রকাশিত হয়েছে।
১৭ ই জুন, ২০১৭ রাত ১:১২
তুষার সুমন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভকামনা আপনার জন্যও.....।
৭|
১৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৮
ডঃ এম এ আলী বলেছেন: কবিতা যত ছোট হয় ততই ভাল
কথা কম ভাব বেশী এইতো
কবিতাই চাই ।
শুভেচ্ছা রইল ।
১৭ ই জুন, ২০১৭ রাত ১:২০
তুষার সুমন বলেছেন: আসলে কবিতা হয়েছে কিনা জানিনা।
এইজন্য নাম দিয়েছি ''পকেট কাব্য''
শুভকামনা আপনার জন্যও......।
৮|
২৪ শে জুন, ২০১৭ রাত ৮:০১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সুন্দর কবিতা
২৪ শে জুন, ২০১৭ রাত ১০:১৯
তুষার সুমন বলেছেন: অনেক ধন্যবাদ .....
পড়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্যও....।
৯|
৩০ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৮
শায়মা বলেছেন: তোমার হলো শুরু আর তাহার হলো সারা!
তোমায় তাহাই মিলে এমনি বহে ধারা...
০৩ রা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০০
তুষার সুমন বলেছেন: অনেক সুন্দর আপু!
ধন্যবাদ ।
১০|
২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ৮:২৬
শামচুল হক বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩
কবীর বলেছেন: পকেট কাব্য সুন্দর হয়েছে +
শুভ ব্লগিং