![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কারো জীবন, সাধারণের জন্য উন্নয়ন"
--ডিএম সাজিদ
বাংলাদেশে কখনোই সড়ক দুর্ঘটনা কমবেনা
শিক্ষা ও চিকিত্সা ব্যবস্থাও উন্নয়ন হবেনা।
এই তিনটি জিনিসের জন্য আমরা সাধারণ পাবলিক যতোই আন্দোলন মিছিল করি কোন কাজে আসবেনা।
কারন এই তিনটির কোনটির কোন সুফল বা কুফল বাংলাদেশের রাজনৈতিক নেতা-নেত্রীরা ভোগ করেনা।
বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার ছেলে মেয়ে ফ্যামিলির কেউই বাংলাদেশে থাকেনা।
যেহেতু বাংলাদেশে থাকেনা তাই তারা সড়ক দুর্ঘটনায় মরবেনা তাই সড়কের উন্নয়ন কখনোই তেমন হবে না।
তাদের সন্তানেরা বাংলাদেশের কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে না।তাইলে বাংলাদেশের শিক্ষা নিয়ে তারা অযথা ভাবতে যাবে কেন।
বাংলাদেশের নিন্মমানের চিকিত্সা গরীব ছাড়া কেউ নেয় না।বাংলাদেশ যারা চালায় তাদেরই বাংলাদেশের চিকিত্সা ব্যবস্থার উপর ভরসা নাই।তারা ব্লাড টেষ্ট করার জন্য সিংঙ্গাপুর লন্ডন থাইল্যান্ড চলে যায়।তাইলে তারা কেন এই দেশের চিকিত্সা ব্যবস্থা নিয়ে মাথা ঘামাবে।বরং এমন এলোমেলো নিয়মনীতি ছাড়া চললে তাদের পকেটে কিছু ঢুকবে।
যতোদিন পর্যন্ত কোন নেতা-নেত্রীর সন্তান বাংলাদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অনিয়মে পরে কুফল ভোগ না করবে।
চিকিত্সার অবহেলায় বাংলাদেশের কোন হাসপাতালে নেতা নেত্রীদের সন্তান না মারা যাবে।
সড়ক দুর্ঘটনায় কোন নেতা নেত্রীর সন্তান যতদিন না মরবে ততোদিন পর্যন্ত এদেশের এই তিনটি বিষয়ে কোন কার্যকরী উন্নয়ন হবেনা।
বাংলাদেশ এলোমেলো আর অনিয়মে চললে নেতা নেত্রীদের সন্তানরা বিদেশে অনেক ভালো থাকে।
সুতরাং সাধারণ পাবলিক আমরা যারা অযথা কয়দিন লাফালাফি করে বসেই থাকবো কিছুই হবেনা।কারন আমরা যে বড় সাধারণ পাবলিক আমাদেরই এই স্বাধীন দেশে।
২| ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৪৩
আমি মুক্তা বলেছেন: পাবলিক এ দেশে আছে অনেক কিন্তু নেতার বড় অভাব, তাইতো ব্লাড টেষ্ট বা প্রেসার হাই, সিঙ্গাপুরে চলে যাই, টাকা দেবে জনগন আমার কি।
কয়েকদিন আগে একটি সাইনবোর্ড দেখেছিলাম কোন এক হাসপাতালের সামনে, আমার রোগ হলে বা আমি অসুস্থ হলে সিঙ্গাপুর নয় বাংলাদেশেই চিকিৎসা হবে।
এর সত্যতাটাও আমরা পেলাম হাতে নাতে।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৭:২৩
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষকে আইন মানতে বাধ্য করতে হবে। তাহলে সড়ক দূর্ঘটনা কমবে।