![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবু দাউদ
তুমি রাতের শশী আর তারার মাযে
লুকিয়ে লুকিয়ে কিন্তু ফোন কোরো আমায়
রাতের আধারে ঘুমিয়ে পরেছিলে নিশ্চয়,
তাই হয়তো ফোন করোনি
তুমি ফোন করবেই তা কিন্তু বলছি না ।
সকালে কিন্তু ফোন করো আমায়
প্রভাতের মূদু বাতাসের শীতের ছোয়ায়
ঘুম থেকে জাগতে পারনি নিশ্চয় ,
তাই হয়তো ফোন করোনি
তুমি ফোন করবেই তা কিন্তু বলছি না ।
দুপুরের স্নান সেরে কিন্তু ফোন কোরো আমায়
কাজের ভিরে সময় পাওনি নিচ্ছয়,
তাই হয়তো ফোন করোনি
তুমি ফোন করবেই তা কিন্তু বলছি না ।
গোধূলি লগনে কিন্তু ফোন কোরো আমায়
গোধূলি লগন কখন পারি দিয়েছে বুজতে পাওনি নিচ্ছয়,
তাই হয়তো ফোন করোনি,
তুমি ফোন করবেই তা কিন্তু বলছি না ।
তুমি এখনি কিন্তু ফোন কোরো আমায়
তুমি ভাবতেই পারনি এই আমায়... নিচ্ছয়,
তাই হয়তো ফোন করোনি,
তুমি ফোন করবেই তা কিন্তু বলছি না
০৯ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
আবু দাউদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।