নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল সমুদ্রের নাবিক

ফয়সাল বিন কাউছার

নীল সমুদ্রের নাবিক › বিস্তারিত পোস্টঃ

পুরনো স্মৃতিচারণ

০৩ রা মার্চ, ২০১৫ রাত ১০:১৫

আমার ছোট বেলার কিছু গোপন দুষ্টুমি. . .

০১. পেন্সিল দিয়ে লিখার সময় একটু পরপর পেন্সিলের
মাথায় থুথু মাখাতাম,
কলমের কালির মত গাড় লিখা পেতে ।
০২. ফ্যান/বাতির সুইচ মাঝামাঝি
অবস্থায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম ।
০৩. পেন্সিলের মাথা ভোতা হয়ে গেলে ঐটা কাটার দিয়ে কাটতে কাটতে নিজের অজান্তেই বৃদ্ধাঙ্গুলের সমান করে ফেলতাম, তারপর চোর পালালে বুদ্ধি বাড়ে ।
০৪. সুযোগ মত রাস্তায় একটু বের হতে পারলেই একটা বাসা ফোকাস করে সবগুলো কলিংবেল চেপে চোখের নিমিষে উধাও, তারপর একা একা হাসতে হাসতে পেট ব্যাথা ধরে হিচকি চলে আসত ।
০৫. রাবারটাকে অকারণেই কুৎসিত মনে হত,
তারপর একটা ব্লেড নিয়ে সেটা সুন্দর করার প্রচেষ্টায় বিকলাঙ্গ করার পর একটু আধটু আফসোস হত ।
০৬. টিভি দেখতাম আর ভাবতাম টিভির কাচটা ভাঙলেই কেল্লা ফতেহ ।
০৭. একটা কিছু ভেঙে ফেললে চুপিচুপি সেটা আগের অবস্থায় আলগা করে রাখতাম,
তারপর জিনিসটা যে ধরত সেই আসামী ।
০৮. রাতে ঘুমানোর সময় ভূতের ভয়ে কাথার নিচে গুটিসুটি হয়ে থাকতাম আর চরম গরমেও বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতাম ।
০৯. ব্যাথা পেলে থুথু কে এ্যান্টিসেপটিক হিসেবে ব্যাবহার করতাম ।

এরকম আরো অনেক আছে. . .

দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না
. . .:((

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.