![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিবাহিতদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা হল... প্রিয় মানুষটাকে নিয়ে ভবিষ্যতের চক আঁকা । এই ক্ষেত্রে ছেলে-মেয়েদের একটু পার্থক্য আছে ।
মেয়েরা স্বপ্ন দেখে সকালে মানুষটার টাই বেঁধে দিয়ে অফিসে পাঠানো আর... রাতে একসাথে বসে জোসনা দেখা । গোছালো স্বপ্ন... বাস্তবে হয়ত, অফিসের টাই বাধার বদলে ডিম মামলেট আর রুটি বানানোর কাজ থাকে ।
ছেলেরা এত গোছালো হয়না... এদের স্বপ্নের ধরন হল... প্রতিদিন পছন্দের রঙ্গের শাড়ি পড়ে মেয়েটা তার কাছে আসবে । সমস্যা হল... শাড়ির রঙের ব্যাপারে এরা সিদ্ধান্তে আসতে পারেনা । নীল, লাল, নাকি জলপাই সবুজ...
তবুও স্বপ্ন দেখতে হয় । কারন মিষ্টি স্বপ্নগুলো বিয়ের আগেই আসে । বিয়ের পরে যখন প্রিয় মানুষটা কাছেই থাকে... তখন মধ্য দুপুরের স্বপ্ন হয়...
.
‘চাউলের কেজি পাঁচ টাকা হলে কেমন হত ... বাড়িওয়ালা ব্যাটা দয়াবান হয়ে, তিন মাসের ভাড়া মাপ করল’... টাইপ স্বপ্ন ।
©somewhere in net ltd.