নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল সমুদ্রের নাবিক

ফয়সাল বিন কাউছার

নীল সমুদ্রের নাবিক › বিস্তারিত পোস্টঃ

এসবই কি স্বাধীনতা ???

২৬ শে মার্চ, ২০১৫ সকাল ১১:৩৬

আমি একা থাকি... কিন্তু একাকিত্ব বোধ করিনা... পাশের বাসার ছোট্ট মেয়েটা (ক্লাস থ্রী) সারাক্ষন আমার রুমে ছোট্র টুলে বসে... বকবক করবে । । ‘তোমার আম্মুর জন্যে খারাপ লাগেনা ! আম্মুকে ছাড়া কিভাবে থাক ! তোমার বন্ধু নেই... সারাক্ষন একা থাক । তোমার আত্বীয় নেই... কেউ দেখতে আসেনা’ ।
এই টাইপের জটিল প্রশ্নের উত্তর নেই... তাকিয়ে শুধু হাসি ।
উত্তর না দিলেও প্রতিদিন শখানেক প্রশ্ন হজম করতে হয় । আজ বিকেলে ফোলা চোখ নিয়ে রুমে আসল... অনেক্ষন ধরে কেঁদেছে... আমি বাচ্চাদের হাসিমুখ পছন্দ করি... কেদে লাল করা চোখ আমার পছন্দ না ।
এসেই টুলে চুপচাপ বসে আছে... অনেক্ষন পর বলল... ‘কাল ২৬শে মার্চ স্বাধীনতা দিবস... সবাই শাড়ি পড়ে ঘুরতে যাবে... আমাকে শাড়ি কিনে দেয়া হয়নি কেন ?’
ঘটনায় আসি...
স্বাধীনতা বলতে এখনকার ছেলেমেয়েরা... সিম কোম্পানিদের ‘২৬ পয়সায় দিনরাত’ বুঝে । রেস্টুরেন্টে “লাল বা সবুজ’ কাপড় পড়ে খেতে গেলে ‘২৬ পারসেন্ট ছাড়’ মানে স্বাধীনতা । রাস্তা-ঘাটে কনসার্ট আর এই কনসার্টে রক গানের সাথে নাচাটাই স্বাধীনতা... ‘ডিজে’ নামের নতুন সংস্কূতির সানি লিউনের ‘দুনিয়া পিতল দি” গানের সাথে নাচাই ২৬শে মার্চ ।
সকাল থেকে নতুন জামা পড়ে বিকেলবেলা পার্কে ফুচকা খাওয়া যদি স্বাধীনতা হয়... তাইলে এই লিখা আপনার জন্যেই । এই স্বাধীনতাটা রক বা ডিজে গানের আসর দিয়ে নাচতে নাচতে কিংবা ফুচকার প্লেটে টক মিশিয়ে আসেনি...
স্বাধীনতা এসেছে ... রিকশার উপর কয়েকটা লাশ যখন গুলি খেয়ে পড়েছিল... রাতের আঁধারে মেয়েদের নির্যাতন করা হয়েছিল তখন... লাইনে দাঁড় করিয়ে যখন একটার পর একটা লাশ ফেলা হয়েছিল... সকাল সকাল কুকুরেরা লাশ কামড়ে খেত... যখন রাজাকাররা ঘরের পুরুষ ধরিয়ে দিয়ে , মা-বোনদের অত্যাচার করত ।।
এরচেয়ে ভয়ংকর ভাবে স্বাধীনতার ডেফিনেশন দেয়া যায়... কিন্তু, ক্লাস থ্রীর মেয়েটাকে যতটুকু বলা যায়... বলেছি ।। এখনকার ছেলেমেয়েরা স্বাধীনতাকে মহা উৎসবের দিন মনে করে... বাংলা নববর্ষ টাইপ উৎসব ।
আমার খুব লজ্জা হয়... স্বাধীনতার বর্তমান অবস্থা দেখলে... ক্লাস থ্রীয়ের মেয়েটাও লজ্জা পেয়েছে, সে এখন আর লাল শাড়ির জন্যে কাদছে না... ইসস... মেয়েটার মতন যদি...
সবার লজ্জাটা থাকত ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাধীনতা বলতে এখনকার ছেলেমেয়েরা... সিম কোম্পানিদের ‘২৬ পয়সায় দিনরাত’ বুঝে । রেস্টুরেন্টে “লাল বা সবুজ’ কাপড় পড়ে খেতে গেলে ‘২৬ পারসেন্ট ছাড়’ মানে স্বাধীনতা । রাস্তা-ঘাটে কনসার্ট আর এই কনসার্টে রক গানের সাথে নাচাটাই স্বাধীনতা... ‘ডিজে’ নামের নতুন সংস্কূতির সানি লিউনের ‘দুনিয়া পিতল দি” গানের সাথে নাচাই ২৬শে মার্চ ।

নির্মম সত্য!!!!

ইসস...ক্লাস থ্রীয়ের মেয়েটার মতন যদি...সবার লজ্জাটা থাকত ।
++++++++++

২৬ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

নীল সমুদ্রের নাবিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.