![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত হলো এস এস সি পরীক্ষার ফলাফল । ফলাফল ভালো হলে তো ভালো, সেটা বলতে কোনো সমস্যা থাকবে না । আর যদি খারাপ হয় তবে মনে রাখবেন একটা কাগজের টুকরা কখনো আপনার জীবন নিয়ন্ত্রন করতে পারবে না কারণ আপনার জীবনটা অনেক বড় ।
ছাত্র হিসেবে আমি মোটামুটি পিছনের বেঞ্চের । কোন এক ঝুম বৃষ্টির দিনে আমার এইচ,এস,সি পরীক্ষার রেজাল্ট বের হল । আমি মোটামুটি সিটি কলেজের এ+ পাওয়া শত শত ছাত্রছাত্রীদের ভীড়ে খুবই বাজে রেজাল্ট করি । ঝুম বৃষ্টির সঙ্গে সেদিন সেকি কি কান্না আমার । ইচ্ছে হচ্ছিল সেদিন পালিয়ে যাই । কেন যে আর সবার মত ভালো করলাম না ।সন্ধ্যার পর আব্বু আমাকে আবিস্কার করলেন বাসার ছাদের উপর। আব্বুর সামনে মাথা নত করে থাকলাম বাসায় আসার পরও। আম্মা সমানে আমাকে বকে যাচ্ছেন। আব্বু চুপ।আমি কাঁদছি। হঠাৎ আব্বু আম্মাকে ধমক দিয়ে বললেন খারাপ করেছে তো কি হয়েছে। ছাত্ররাই খারাপ করে ।রিক্সাওয়ালা- কামলারা তো আর খারাপ করে না । এ+ পায়নিতো তো কি হয়েছে? এ+ টাই জীবনের সমাপ্তি না ।আব্বুর সে সাপোরটের কথা আজো মনে আছে। এখন আমার কাছে মনে হয় এ+ না পাওয়া কিংবা হুঠ করে ফেল হওয়া মানে জীবনের সব কিছু হারানো না ।আমার দেখা আমার সঙ্গের খুব ভালো রেজাল্টের কিছু ছেলেরাও আজ জ়ীবন যুদ্ধে অনেকটাই পরাজিত । সেটা তাদের দোষ না ।দোষটা লক্ষ্যের ছিল। সুতরাং আজ যারা ভালো রেজাল্ট করেছেন তাদের অভিনন্দন এবং পরামর্শ একটা লক্ষ্য নিয়ে এগিয়ে যান নিজের যেটা ভালো লাগে ।আর আজ যারা এ + পাননি কিংবা ফেল করেছেন । হতাশ হবেন না রেজাল্টই কিন্তু সব কিছু না...!
এস এস সি পরীক্ষায় ভালো ফলাফল করা ছোট ভাই বোনদের প্রতি রইলো শুভেচ্চা আর অভিনন্দন । আর যারা ভালো করতে পারে নি তাদের প্রতি রইলো আরও বেশি অভিনন্দন ও শুভেচ্ছা কারন আমরা সবাই জানি আজ যারা খারাপ করেছেন জেদ এবং ইচ্ছাশক্তি যদি প্রবল থাকে তবে তারাই হবেন আগামী বছরগুলোতে সবচেয়ে সফলতম ব্যাক্তিত্ত।
©somewhere in net ltd.