নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীল সমুদ্রের নাবিক

ফয়সাল বিন কাউছার

নীল সমুদ্রের নাবিক › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটীয় সাফল্যের পিছনের কারিগড় যারা

১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:৫৭

আজকে বলব পর্দার অন্তরালের দুইজন মানুষের কথা যাদের পরিশ্রম ও ত্যাগের সাফল্য আজ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি।কিন্তু নিজেরা থেকে গেছেন সবকিছুর আড়ালে।

বাংলাদেশ ক্রিকেট টিম এর এই অসাধারন সাফল্যের পিছনে এই মানুষগুলো যে কতটা জড়িয়ে ছিল তা শুধু মাত্র কিছু পরিসংখ্যান দ্বারা প্রমান করা সম্ভব নয়।চাইলেই হয়তবা তা করা যায়।কিন্তু সেটা করলেই এই দু'জনের কঠিন ত্যাগ আর পরিশ্রম কে উপলব্ধি করা সম্ভব না।
নিজের দেশ থেকে হাজার মাইল দূরে এসে বাংলাদেশের মত প্রতিকূল দেশে যেখানে সিদ্ধান্ত নিতে পদে পদে বাধা পেতে হয়,যেখানে ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপের জন্য নিজের পছন্দের দল নির্বাচন অসম্ভব প্রায়,যেখানে প্রতিনিয়ত মিডিয়ার অপমানজনক প্রশ্নবাণে জর্জরিত হতে হয় সেখানে স্রোতের বিপরীতে গিয়ে কাজ করে এত শক্তিশালী এবং মানসিকভাবে প্রায় ১০০ ভাগ বদলে দেয়া একটা ছোট দলকে এক কথায় প্রায় সুপারম্যান এর কাজ।

আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না।টিমের সব খেলোয়ারদের মত আপনাদের প্রতিও আমাদের ১০০ ভাগ বিশ্বাস ও ভরসা আছে।সামনেও থাকবে।আশা করি ভবিষ্যতে আরো অনেক সাফল্যের অংশীদার হিসেবে আপনাদের পাশে পাব।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:০৭

ঢাকাবাসী বলেছেন: আসলেই এদেশে এত নীচু শ্রেনীর মাতবরদের জ্বালায় এরা অনেক কিছুই করতে পারেননাই। হিংসার চোটে দেখবেন ক'দিন পরই এদের ভাগাইসে। তাদের আন্তরিক ধন্যবাদ।

২| ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৭

রাকিবুল ইসলাম রুবেল বলেছেন: এগিয়ে যাও বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.