![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বি হ্যা ভাই,আমি মুসলমান।কিন্তু না আমি কোন সন্ত্রাসী বা জঙ্গী না।
মুসলমান হিসেবে এতটুকু বলবো, কতিপয় ইসলামী নামধারী (আদৌ মুসলমান কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে !!!) জঙ্গীর ফ্রান্সে হামলার জন্য আপনি সমান তালে পৃথিবীর সব মুসলমান কিংবা আমার ইসলাম ধর্ম নিয়ে কথা বলতে পারেন না।সে অধিকার আপনাকে কেউ দেয় নাই।যতই আপনি হামলার ভয়াভয়তার কথা প্যাচায় প্যাচায় বলেন না কেন।ফ্রান্সে যত নিরপরাধ মানুষ মারা গেছেন তাদের জন্য মানুষ হিসেবে আপনার যতটুকু খারাপ লাগছে ,আমার ও ঠিক ততটুকুই লাগছে। এখানে কোন নির্দিষ্ট ধর্মকে টেনে এনে নিজের মুর্খতার পরিচয় দিয়েন না।কারন আমার ধর্ম ইসলাম এবং তা পরিপুর্ন ও শান্তির ধর্ম।কিন্তু তাই বলে এই ধর্মের সব মুসলমান পরিপূর্ন হবে ,ধর্মের বিধান মেনে চলে এটা কিন্তু নয়।দুষ্ট গরু সব ধর্মেই থাকে।আর তাছাড়া হামলার পর কোথায় কে আই এস এর নামে স্বীকার করে নিল তার জন্যে আপনি তামাম বিশ্বের মুসলমান সম্প্রদায়ের উপর নগ্ন শব্দের ব্যাবহার করবেন সেটা মেনে নেওয়া যায় না।
আপনার এ মানবতাবোধ কোথায় ছিল যখন সিরিয়া,ফিলিস্তিন কিংবা ইরাকের হাজার হাজার নিরপরাধ মুসলমান এর উপর কতিপয় ক্ষমতাধর রাষ্টের আগ্রাসন চলছিল ? যখন ভারতের কতিপয় অঙ্গরাজ্যে গরুর মাংশ খাওয়া নিয়ে উগ্র হিন্দুত্ববাদী দলগুলো মানুষ হত্যা করে তখন কোথায় ছিল হিন্দু হিসেবে আপনার মানবতা কিংবা প্রতিবাদ ??
জ্বি ভাই ,তারা মুসলমান ছিল বলেই আপনার মানবতাবোধ তখন ঘুমাচ্ছিল,এটা এখন আমি আপনাকে বলতেই পারি।
একটা কথাই বলবো আগে অন্য ধর্মকে সম্মান করতে শিখুন,অন্য ধর্মের মানুষদের সম্মান করুন।তারপর মানবতার প্রসঙ্গে কথা বলবেন।মানুষই যদি হতে না পারলেন ,মানবিক গুনই যদি না থাকলো তো শুধু শুধু ইস্যু নিয়ে কেন ফেসবুকে কিংবা যেখানে সেখানে অন্য ধর্মকে নিয়ে কটুক্তি করেন ?আগে মানুষ হন পরে অন্য সব কিছু।
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৯
নীল সমুদ্রের নাবিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০
আহমাদ সালেহ বলেছেন: রাইট ব্রাদার