![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝুপ ঝুপ করে বৃষ্টি পরছে। সারারাত ঝরেছে। সকাল থেকেও চলছে অবিরাম। মাঝে মাঝে একটু বেগ কমে, পুরো থামে না, আবার জোরে শুরু হয়। ভাগ্যিস বাতাস নেই সাথে। সমুদ্রে সিগনাল ৩ নম্বর। রাস্তায় হাঁটু পানি।
দুপুর হয়ে গেল, মাইকে আযান ভেসে আসছে। ক্ষুধাটা তীব্রতর হচ্চে। রান্নাঘরে শুধু চাল খুঁজে পাওয়া গেছে। তেল, ডাল, ডিম, পেঁয়াজ, মরিচ কিস্যু খুঁজে পাওয়া যায়নি। ঘরে নেই নাকি। বউ বাপের বাড়ি যাবার সময় নিশ্চিত ছিলাম একা থাকা ব্যাপার না। ব্যাপার ছিলোও না।আল-মদিনা ভাতঘর আছে না।কিন্তু আজকের বৃষ্টিটা... নাহ আর পারা যায় না। জাঔভাত রেঁধে ফেলবে নাকি। গরম গরম জাঔভাত শুধুই খাওয়া যায়।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
ফয়সল নোই বলেছেন:
সুন্দর । তারপর কী হলো ?