নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবোল তাবোল

আমি

মোরশেদ পারভেজ

চাকর এক বহূজাতিকের। শখ লেখার; অক্ষমতায় নিবিষ্ঠ পাঠক।

মোরশেদ পারভেজ › বিস্তারিত পোস্টঃ

কিছু তথ্য দরকার, হেলপ পিলিজ

১৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৪৬

আমার দুইটা তথ্য খুবই জরুরী দরকার:



১. বড় আকারের ছাগলের খামারের ঠিকানা, যোগাযোগের নাম্বার।

২. পাস্তুরাইজেশন প্লান্টের ঠিকানা, যোগাযোগের নাম্বার।



কারো জানা থাকলে জানান, খুবই উপকার হবে, আপনার- আমার সবার।



[email protected]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৪

ফয়সাল এম,এফ,কে বলেছেন: ছাগলের খামার করার চিন্তা করতেছেন নাকি? যদি সেরকম চিন্তা থাকে তাহলে বলব আগে ভালভাবে সাতপাঁচ বুঝেশুনে করুন। ছাগলের ফার্ম এ ঝক্কি অনেক বেশি। আমার নিজের একটা ছিল। এখন বাদ।

১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:১৪

মোরশেদ পারভেজ বলেছেন: ছাগলের খামার করার চিন্তা আছে, তবে এখনই না। আপাতত প্রস্তুতি কাল চলছে।

খামার এর ঠিকানা খুঁজছি দুধ কেনার জন্য, একটু বেশী পরিমাণে এবং নিয়মিত ভাবে। ট্রেনিং নেয়া গেলে আরো ভালো। উত্তর বংগ বা দক্ষিণ বংগে হলে ভালো হয়।

২| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:১৫

ফয়সাল এম,এফ,কে বলেছেন: to know details you may mail me: [email protected]

৩| ১৯ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪০

মোগল সম্রাট বলেছেন: ডেমরা রোডে একটা ছাগলের আড়ৎ আছে অনেক বড়

১৯ শে জুন, ২০১৪ দুপুর ২:২১

মোরশেদ পারভেজ বলেছেন: ছাগলের আড়ৎ না খামার খূঁজছি। দুধ কিনব নিয়মিত , বেশী পরিমানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.