নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

সাইলেন্ট করে রাখা ফোন

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:২৬

আজকাল ফোনটা সাইলেন্ট করেই রাখি
কোন সঙ্গত কারন ছাড়াই!!

কোন গুরুত্বপুর্ন কেউ নই আমি বা ভিআইপিও নই
তাই ফোনটা সাইলেন্ট'ই থাকে।।

জানি তুমি কখনো নক করবে না ভুলবশত মনে করে
তবুও সাইলেন্ট করেই রাখা হয় ফোনটা।।
নিঃশব্দ মহুর্ত গুলো পার করি রাতের একাকিত্বে
তাই ফোনটা সাইলেন্ট করেই রাখি।।

হঠাৎ রিংটোনের শব্দে আতকে উঠতে পারি
সেজন্য, ফোনটা সাইলেন্ট রেখেই ঘুমাই।।

অনেকের প্রয়োজন অপ্রয়োজনে কল আসতে পারে
তারপরও, অযথাই ফোনটা সাইলেন্ট করেই রাখি।।

কেউ হয়তো এখনও অপরিচিত নম্বর থেকে স্মরন করে সহসা
তাই ফোনটা সাইলেন্ট করেই রাখি..!!

লেখা - শামীম সাগর

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩২

সুমন কর বলেছেন: সাইলেন্ট'ই থাক !! হাহাহা...খারাপ হয়নি।

২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৩৬

ধ্রুবক আলো বলেছেন: হুমম!!! সাইলেন্টই থাক... এবং ধন্যবাদ

২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৪৫

আর. এন. রাজু বলেছেন: ভালো লিখছেন।

এই প্যারাটা সবচেয়ে ভালো লেগেছে,

হঠাৎ রিংটোনের শব্দে আতকে উঠতে পারি
সেজন্য, ফোনটা সাইলেন্ট রেখেই ঘুমাই।।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৫

ধ্রুবক আলো বলেছেন: এইটা অনেক বড় একটা পেইন রাতের ঘুমটাও নষ্ট করে।
এবং ধন্যবাদ ভাই...

৩| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৪

আর. এন. রাজু বলেছেন: হ্যা ঠিক। কিন্তু ভাই আপননি হয়তো এটা উপলব্দি করেছেন।
আমি এখনো করিনি।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৭

ধ্রুবক আলো বলেছেন: হয়তো কোন একদিন উপলব্ধি করতে পারবেন।

৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ১২:০৯

আর. এন. রাজু বলেছেন: হ্যা।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২২

ধ্রুবক আলো বলেছেন: হুমম

৫| ২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:০৮

খায়রুল আহসান বলেছেন: ফোনটা সাইলেন্ট করেই রাখি..!! -- হা হা হা, আমিও তাই রাখি! :)
কবিতায় প্রথম ভাল লাগা + + রেখে গেলাম।

২৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৪

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগা আর প্লাসে খুব অনুপ্রানিত হলাম।

আপনিও সাইলেন্ট করে রাখেন জেনে ভালো লাগলো, ভালো একটা মিল আছে। তবে ইদানিং আমি ফোন বন্ধ করে রাখি!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.