নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

বসে বা থেমে থাকলে হবে না! সবাইকে এক হতে হবে..

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:৪০


শুধু সুন্দরবন নয় সুন্দর এই দেশ টাকেও বাচাতে হবে। আমাদের সকলকেই এক হতে হবে , সকল দলবল, জাতি, ধর্ম নির্বিশেষে এক হতে হবে। সময় এখন ঐক্যের নিজেদের মধ্যে দন্দ বা বিরোধ করলে হবে না। বাইরের দেশ গুলো থেকে আমরা অনেক কিছুই শিখি কিন্তু ওদের মধ্যে একতা থাকার যে একটা প্রবনতা তা আমরা আদৌ শিখতে পারলাম না।
বলে কি লাভ বা ক্ষতি কেউ মাথায় নিবে কি না নিবে কথা গুলো, এসকল বিষয় এখন মাথায় নেই না। বলতে হয় বলেই বলি, আমাদের সকলকে এক হতে হবে। দেশ এখন খুব সংকটময় মুহুর্তের মধ্যে দিয়ে যাচ্ছে। আইন আছে বিচার নেই, কারও কথা বলার সাহসও নেই। মাথা উচু করে কেউই দাড়াতে পারছেনা। শুধুই একতার অভাব। যদি আমরা সবাই এক হই তাহলে কোন পরাশক্তি আমাদের ভাঙতে পারবে না।
এই জাতি এখন বিভোর ঘুমে, বেশি ঘুমোলে শরীর অলস অচেতন হয়ে যায়। কর্মক্ষমতা হারিয়ে ফেলে। আমাদের সবাইকে জাগ্রত হতে হবে। কোথাও কেউ বা কোন দল তো আছেই যারা এখনও জেগে আছে। যারা পথ দেখাবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক যেমন ৫২র ভাষা আন্দোলনে অনেক মায়ের ছেলেরা নেমেছিলো রাজপথে ভাষা প্রতিষ্ঠার দাবিতে, যেমন যুদ্ধ হয়েছে ৭১এ স্বাধীনতার জন্য। তেমনি একদিন সবাইকে নামতে হবে না হলে কোন কিছুই প্রতিষ্ঠিত হবে না। মাথা নিচু করে সব সহ্য করে যেতে হবে।!!

জীবন মানেই সংগ্রাম, একটা যুদ্ধ। আর মাথা উচু করে বেচে থাকতে হলে লড়াই করতে হবে একসাথে।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫০

প্রামানিক বলেছেন: জীবন মানেই সংগ্রাম, একটা যুদ্ধ।

সুন্দর কথাই বলেছেন।

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

ধ্রুবক আলো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ

২| ০৮ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৭

খায়রুল আহসান বলেছেন: "আমাদের সকলকে এক হতে হবে" - এখানেই তো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা তিনজন একত্র হলেই দুটো দল খাড়া হয়ে যায়!

১৩ ই মার্চ, ২০১৮ রাত ৮:২৮

ধ্রুবক আলো বলেছেন: এই সমস্যা মনে হয় আর কোনোদিন সমাধান হবে না।

অসংখ্য ধন্যবাদ ভাই, গুরুত্বপূর্ণ মন্তব্য রেখেছেন, ভালো থাকুন সদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.