নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই ব্লগারের সকল লেখাই সর্বস্বত্ব সংরক্ষিত।

ধ্রুবক আলো

লেখকরা মনে মনে যত লেখা লিখেন তার ক্ষুদ্র ভগ্নাংশ লিখেন কাগজে-কলমে। - হুমায়ুন আহমেদ

ধ্রুবক আলো › বিস্তারিত পোস্টঃ

চরম হতাশার সময়...!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৪

হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, বিপদেরা পাঁচ ভাই বোন! এরা সবাই এক সাথেই আসে।

কথাটা আমি হারে হারে উপলব্ধি করেছি বেশ কয়েক বার। তবে এবার একটু ব্যতিক্রম অবস্থা, মানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছি।! প্রথমে আমি বেকার, মাস্টার্স শেষ করেছি অনেকদিন আগেই, তবে এখনো পর্যন্ত কোনো ভালো চাকুরী পাইনি। ২০১৩-২০১৪ সালের জানুয়ারী পর্যন্ত একটা ছোট ফার্মে কাজ করতাম, ফার্মের প্রজেক্ট বন্ধ হয়ে যাওয়ায় এরপর আর কাজ করা হইনি। এখনো পর্যন্ত বেকার। ব্লগিং এ আসলাম প্রায় বছর খানেক এখনো হয়নি, মাস খানেক আগে বাসার কম্পিউটার টা মনিটর সহ নষ্ট হয়ে গেছে! তারপর, গত ৭ তারিখ বাস থেকে মোবাইল টা গুম হইলো, যার ভেতর আমার অনেক গুলো লেখা ছিলো, জানিনা তা কার হাতে পড়েছে, অক্ষত আছে কি না!! ওই ফোনটা দিয়ে বাসে জ্যামে বসে ব্লগের লেখা পড়তাম, কমেন্ট করতাম। তাও গেলো!
এখন বেশ কিছুদিন যাবত লেখা চুরির বেশ ধুম লেগেছে তা দেখে আমি খুবই মর্মাহত। বিলিয়ার রহমান রিয়াজ ভাই এই লেখা চুরির ব্যাপারে প্রমান সহ বেশ লেখা লিখছেন। তাকে এই কারণে বিশেষ ধন্যবাদ জানাই।
তারপর সুমন কর ভাই একটা অনু গল্প লিখেছেন এই লেখা চোর নিয়ে, সুমন ভাইকেও আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
যাই হোক এখনো পর্যন্ত ভালো কোনো কুল কিনারা পাই নাই। সমস্যা সব সমাধান হয়নি। এক কাজিন এর বাসার কম্পিউটার থেকে মাঝে মাঝে লগ ইন করি। তাই বেশি সময় দিতে পারছিনা ব্লগে, যা আমার জন্য মোটামুটি হলেও অনেক বড় হতাশা।
আল্লাহর্ কাছে প্রার্থনা করছি যেন আমার সব সমস‍্যা সমাধান হয়ে যায়....

মন্তব্য ৩৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৯

সুমন কর বলেছেন: মন খারাপ করবেন না। আশা করি, সব ঠিক হয়ে যাবে।

তাইতো বলি, আপনাকে ব্লগে কম দেখি কেন !!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪১

ধ্রুবক আলো বলেছেন: হ্যা সুমন ভাই, এই কারনেই এতো দিন ব্লগে আসতে পারিনি।
আপনার শুভ কামনার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৪

ধ্রুবক আলো বলেছেন: আপনি যে আমার কথা রেখেছেন তা জেনে খুব কৃতজ্ঞ রইলাম।

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৬

চাঁদগাজী বলেছেন:



আগে চাকুরীর চেস্টা করেন, বা চাষ করা যায় কিনা দেখেন, ব্লগিং করতে পারবেন পরে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫

ধ্রুবক আলো বলেছেন: চাঁদগাজী ভাই, আপনার পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।
ব্লগিং পরে করা যাবে কথা ঠিক আছে। তবে আমাকে দিয়ে ভাই চাষাবাদ হবে না।
আর চাকুরীর না অন্য কিছু করার চেষ্টা করছি। যদি হই তাহলে ভালো, না হলে পরে চাকুরী করতে হবে।
শুভ কামনা রইলো।

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৬

পলাশমিঞা বলেছেন: পেটের জ্বালা বড় জ্বালা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৬

ধ্রুবক আলো বলেছেন: ঠিক বলেছেন ভাই, ক্ষুদার জ্বালা না থাকলে হয়তো এতো টেনশন থাকতো না।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:১৫

অবনি মণি বলেছেন: সেইম হিয়ার!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮

ধ্রুবক আলো বলেছেন: আপনারও একই অবস্থা, শুনে খুবই খারাপ লাগলো। আসলে বিপদ কখন আসে তা বলা যায়না।
আশা করি আমাদের সবারই সমস্যা খুব দ্রুতই দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ্।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:১৭

কালীদাস বলেছেন: কোন সমবেদনাই উপযুক্ত মনে হচ্ছে না আপনার জন্য, তবু বলছি ধৈর্য্য ধরুন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬

ধ্রুবক আলো বলেছেন: ভাই, যতটুকু বলেছেন তা অনেক বড় সান্তনা ও সমবেদনা আমার জন্য।
অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকবেন।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৬

ওমেরা বলেছেন: আল্লাহ আপনার সব সমস্যার সমাধান করে দিন । আমীন ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:২৫

ধ্রুবক আলো বলেছেন: আমার এবং সবার সমস্যা সমাধান হয়ে যাক, আমিন।

৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

বিলিয়ার রহমান বলেছেন: সমবেদনা ভাই!!!


আশারাখি দ্রুতই সব ঠিক হয়ে যাবে!!

গোপন কথা ‘একজন কবিতা চোর ব্লগে নিক খুলেছে!!!’ ভাবছি ওরে নিয়া একটা কমেডি মুভি বানামু!!!:):):)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ভাই, সমবেদনার জন্য ধন্যবাদ, আশা রাখি সব দ্রুতই ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ্।

আর কবিতা চোরকে নিয়ে কমেডি মুভি বানান, ইচ্ছা মতন পচানি দেন, সাথে আছি।

শুভ কামনা।

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

মন থেকে রইল দোআ
দূর হোক সব হতাশা।
রেখে গেলাম ভালোবাসা
পূর্ণ হোক মনের আশা।।
গরিবি মোর অহংকারে
ঝড়-ঝঞ্ঝা দুঃখের দিনে।
নীরব ব্যথা যে প্রহসনে
রক্ষা করেন দয়াময়ে।।

ভালোবাসা ভাই, শুধু ভালোবাসা.....

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৭

ধ্রুবক আলো বলেছেন: আপনার ভালোবাসায় খুব আপ্লুত হলাম, গদ্য কোথায় দোয়া ও সান্তনা জানানোর জন্য কৃতজ্ঞ রইলাম।
ভালো থাকবেন ভাই।

৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৭

শাহরিয়ার কবীর বলেছেন:
টেনশন নিবেন না সব ঠিক হয়ে যাবে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৩

ধ্রুবক আলো বলেছেন: ইনশাআল্লাহ্ একদিন সব ঠিক হয়ে যাবে।
ভাই, আপনার সান্তনা মূলক মন্তব্যে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০২

শামীম সরদার নিশু বলেছেন: আপনার লক্ষ্যকে সৎ সাহস নিয়ে এগিয়ে নিয়ে যান। সফল হবেন ইনশাআল্লাহ।
শুভকামনা রইল আপনার জন্য।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

ধ্রুবক আলো বলেছেন: আপনার এই সুন্দর মন্তব্যে খুবই সান্তনা পেলাম।
ইনশাআল্লাহ্ একদিন সবাই সফল হবো, আপনি ও সফল হউন শুভ কামনা রইলো
অনেক ধন্যবাদ।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৩

জগতারন বলেছেন:
প্রিয় ব্লগার ধ্রুবক আলো , আপনার প্রতি আমার ভালোবাসা ও সুভেচ্ছা রইলো, অন্তরযামী' আপনার সহায় হোক প্রার্থনা করি।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: আপনার ভালোবাসা ও শুভেচ্ছায় খুব প্রীত হলাম, আপনার একজন প্রিয় ব্লগার হতে পেরে খুব সান্তনা পেলাম।
আমিও প্রার্থনা করি যেন সবার সকল সমস্যা সমাধান হয়ে যায়।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে, ভালো থাকবেন।

১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:০৭

অরুনি মায়া অনু বলেছেন: মাঝেমাঝে সময়টা হঠাৎই বিদ্রোহ করে উঠে। ঠিক হয়ে যাবে। ভাববেন না।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৯

ধ্রুবক আলো বলেছেন: আসলেই মাঝেমাঝে সময়টা হঠাৎই বিদ্রোহ করে উঠে। আশা করি দ্রুতই সব ঠিক হয়ে যাবে।
মন্তব্যে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন সদা।

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: আশা করছি আপনার সময় ভালো হয়ে উঠবে, আর চোরেরাও সব ধরা খাবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪০

ধ্রুবক আলো বলেছেন: হ্যা ভাই, সময়টা যেন ভালো হয়ে উঠে সেই আশাই করি, আর চরেরা সব নিপাত যাক।
ভাই মন্তব্যে খুব ভাল লাগলো, অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

শামীম সরদার নিশু বলেছেন: আপনার জন্যও অফুরন্ত শুভকামনা, সেই সাথে ভালবাসা।

১৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: চাকরি যখন আসবে দেখা যাবে, আপনি ব্লগিং করুন, তাতে মনটা ভাল থাকবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৭

ধ্রুবক আলো বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই, আপাতত ব্লগিংয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছি। ব্যাস কিছু সাময়িক জটিলতা কাটিয়ে ওঠার চেষ্টাও করছি, তারপর আবার ব্লগে ধারাবাহিকতা রাখবো।
ভালো থাকবেন ভাই।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৫

স্বপ্না ইসলাম ছোঁয়া বলেছেন: শোনে কষ্ট লাগলো। আমি মানুষকে সান্ত্বনা দিতে পারি না। মনেমনে বলি, সব বিপদ থেকে শীঘ্রই মুক্তি পাক, আমীন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৪

ধ্রুবক আলো বলেছেন: : আপনি যতটুকু বলেছেন, তাই অনেক আমার জন্য, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো মন্তব্যে।
আস্তে আস্তে কিছুটা অপুরণ পূরণ করছি। ইনশাআল্লাহ্ খুব দ্রুতই ব্লগে মনোযোগী হবো।

শুভ কামনা রইলো, ভালো থাকবেন

১৭| ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
নতুন ফোন কিনেছেন কি ? আর চাকরির খবর কি পেয়েছেন ?

০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১:৫৮

ধ্রুবক আলো বলেছেন: ফোন কেনা হয়েছে, কিন্তু কম্পিউটার টা এখনো নষ্ট।
চাকরি এখন সোনার হরিণ।

১৮| ০৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩১

খায়রুল আহসান বলেছেন: হুমায়ুন য়াহমেদ যেটা বলেন নাই সেটা হচ্ছে, বিপদেরা পাঁচ ভাই বোন বেছে বেছে ভাল মানুষদের কাছে আসতে ভালবাসে।
আপনার এ দুঃসময় দ্রুত কেটে যাক, সে প্রার্থনা করি। পাঠকেরা এ যাবত শুধু সমবেদনাই জানিয়েছে, কেউ এখনো পথের দিশা দেয়নি। আমিও দিতে পারছিনা বলে দুঃখিত।
বিজন রয় এর সাথে একমত (১৫ নং মন্তব্য)। চাকুরী খোঁজার পাশাপাশি কিছুটা সময় ব্লগিং এর জন্য নির্ধারিত রাখুন। মন ভাল থাকবে।

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৭

ধ্রুবক আলো বলেছেন: পাঠকদের সমবেদনার খুব ভালো একটা সান্তনা পেয়েছি যা অনেক। আশা করি দু:সময় খুব দ্রুত কেটে যাবে।
আপনার এই অমূল্য মন্তব্যেও খুব ভালো লাগছে। মাঝে মাঝে কিছু করা না যাক কারো জন্য পাশে থাকাটাও অনেক।
আপাতত চাকরি খুঁজছি, আর ব্লগিং যতটুকু সময় পাচ্ছি চালিয়ে যাচ্ছি। লেখালেখিও চালিয়ে যাচ্ছি।

ভালো থাকবেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.