নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

মোবাইল হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন (স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১


ছবি

মোবাইল ফোন হারানো, চুরি বা ছিনতাই হওয়াটা একটা কমন ব্যাপার।
এ অবস্থায় নতুন মোবাইল, নতুন সিম কিনে নম্বরগুলো সংগ্রহ করা অনেক ঝামেলার ব্যাপার। অনেকে হয়তো সিম কোম্পানীতে টাকার বিনিময়ে ব্যাকআপ রাখেন।

যাইহোক টাকা ছাড়াই নম্বরগুলো আমি যে ভাবে সুরক্ষিত রেখেছি তা বলছি। এক্ষেত্রে শুধু কষ্ট করে একবারই নম্বরগুলো সেভ করতে হবে (বিষয়টি হয়তো অনেকের জানা, তবুও লিখছি)।

১। প্রথমে Gmail এ একটা একাউন্ট খুলতে হবে।

২। একাউন্টে লগইন করে Gmail এ ক্লিক করুন।


৩। এখানে ৩টি ট্যাব এর মাঝে Contacts ট্যাবে ক্লিক করুন। এক্ষেত্রে নতুন করে Contacts ট্যাব চালু হবে।

৪। ডান দিকে নিচে Add new contacts ক্লিক করুন।


৫। নাম লিখে Create এ ক্লিক করুন


৬। এবার Phone ফিল্ডে আপনার নম্বর ইনপুট করুন। এখানে একজনের একাধিক নম্বর ইনপুট করতে শুধু Add Phone এ ক্লিক করে ফিল্ড বাড়াতে হবে।


৭। ইনপুট হলে সেভ করুন।

এবার মোবাইল ফোনে ইন্টারনেট চালু করে যে ID তে নাম এবং নম্বর সেভ করেছেন সেই ID দিয়ে Play Store এ লগইন করে বের হয়ে আসুন এবং তারপর ফোনবুক ট্যাব ওপেন করে সেটিং-এ শুধু Google একাউন্ট সেট করে দিন। একটু অপেক্ষা করে চেক করে দেখুন।

এভাবে আমি অনেক নাম এবং নম্বর সেভ করেছি।
নতুন নম্বর সেভ করার প্রয়োজন হলে Gmail এ সেভ করি আর কিছুক্ষনের মধ্যেই সেটা মোবাইল ফোনবুকে পেয়ে যাই।

ধন্যবাদ সবাইকে।

মন্তব্য ৬৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫২

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০৮

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা টেক পোস্ট। অনেকদিন পর একটা নির্ভেজাল টেক পোস্ট পেয়ে ভালো লাগছে। আশা করি সামনে এমন পোস্ট আরো পাবো আপনার কাছ থেকে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৩

ঢুকিচেপা বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো এবং ভাল থাকবেন।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

মিউজিক রাসেল বলেছেন: +++++

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫২

ঢুকিচেপা বলেছেন: এত্তোগুলো + ? ভাল লাগলো।
তবে একটা বিষয় খেয়াল করে দেখলাম
Music=5 digit
Rasel=5 digit (যদি বানান ঠিক হয়ে থাকে)
আর আমাকে দেয়া + = 5
এটা কি কাকতালীয় ?

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এক্ষুনি ট্রাই মারছি ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

ঢুকিচেপা বলেছেন: অল দ্যা বেস্ট

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাল লেখা।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৫

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

নুর ইসলাম রফিক বলেছেন: ওয়াও ১২৯০ বার পঠিত

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

ঢুকিচেপা বলেছেন: আমি নিজেও অ-----বা------ক

৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০

রাশেদুর রনি বলেছেন: ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১২

ঢুকিচেপা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

রেজওয়ান করিম বলেছেন: এদিক থেকে windows phone

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫

ঢুকিচেপা বলেছেন: রাইট

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

মারুফ হায়দার নিপু বলেছেন: ধন্যবাদ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

১১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮

নৈশ শিকারী বলেছেন: Thanks a lot

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭

ঢুকিচেপা বলেছেন: Welcome

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন: এই কাজটি কিভাবে জিমেইল এপ্স দিয়ে করব? বললে ভাল হত।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

ঢুকিচেপা বলেছেন: ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ডাটা ইনপুট করবেন। আমি এভাবেই করি।

১৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩৭

কালীদাস বলেছেন: লম্বা প্রসেস মনে হল আমার কাছে। আমি পুরান আমলের নকিয়া ইউজ করি, ফোন ম্যানেজার দিয়ে ফোন পিসিতে কানেক্ট করলে তখনই সিন্ক্রোনাইজ করে ফেলি নতুন নাম্বারগুলো। কখনই কিছু সেটাপ দেয়া লাগে না :)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:২১

ঢুকিচেপা বলেছেন: হ্যা প্রসেসটা একটু লম্বাই।
তবে আমি বলবো আপনার মোবাইল থেকে জিমেইলে নাম্বারগুলো ব্যাকআপ রাখতে।
কখনও যদি মোবাইল সেট চেঞ্জ করেন (অন্য ব্রান্ড) তখন হয়তো নাম্বারগুলো পেতে সমস্যা হতে পারে।

আমার কাছে যে বিষয়টা সুবিধার মনে হয়েছে সেটা হলো, নতুন সেট ও নতুন সিম কিনে ইন্টারনেট চালু করে জিমেইল একাউন্ট সাইন ইন করে সিন্ক্রোনাইজ করলেই সব নাম্বার চলে আসবে।

ধন্যবাদ আপনার মতামতের জন্য।

১৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: প্রযুক্তিগত বিষয়ে আপনার কাছ থেকে নতুন পোস্ট চাই। এই পোস্টটি প্রায় ১৮ হাজার বার পঠিত হয়েছে। অভিনন্দন।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৩

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ আপনাকে।

চেষ্টা করবো।

ভাল থাকবেন।

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৭

স্বপ্ন বাজ সাইদুর বলেছেন: ভাল

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৪

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

ভ্রমণ বাংলাদেশ বলেছেন: করার পর দেখলাম । ধন্যবাদ শেয়ার করার জন্য ।

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ১২:০৯

ঢুকিচেপা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

১৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অপ্রতীয়মান বলেছেন: এন্ডয়্রেড ফোন ব্যবহারকারী তাদের কন্টাক্ট থেকে সরাসরি তাদের সেটে থাকা নাম্বার সমূহ ব্যাকআপ নিতে পারে। কন্টাক্ট সেটিংস এ গেলেই ব্যাপারটি দেখতে পারবেন। এতে করে স্বয়ংক্রিয় ভাবে কন্টাক্ট সমূহ ব্যাকআপ নেয়া এবং প্রয়োজনে রিস্টোর করে নেয়া যায়। প্রয়োজন শুধুমাত্র কিছু মাত্র ইন্টারনেট ডাটার :)

শেয়ার করার জন্যে ধন্যবাদ :)

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:২৯

ঢুকিচেপা বলেছেন: আপনার সুন্দর মতামত আমার লেখাকে আরো সমৃদ্ধ করেছে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩০

ফান তুফান বলেছেন:

১৯| ০৭ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৫

হামীম প্রসেস বলেছেন: জিমেইল হ্যাক হবার রিক্স আছে

২০| ১০ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

ইকবাল দিগন্ত বলেছেন: ভালো লাগলো :)

২১| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৪

রাকু হাসান বলেছেন:


দেখলেন কতবার পঠিত হলো? দারুণ এক পোস্ট পেলাম। আপনাকে ব্লগে না দেখলে হয়তো এই মূল্যবান পোস্ট পেতামই না । অসাধারণ। বেশ পাঠক পেলেন । এটাই বলে ভালো কিছু দিলে ,পাঠকের অভাব হয়। লাইক ও প্রিয়তে থাকলো। নিয়মিত হচ্ছেন তাহলে! :)

০১ লা জুলাই, ২০২০ রাত ১:১০

ঢুকিচেপা বলেছেন: এটা যখন পোস্ট করেছিলাম তখন জানতামই না আমি সেফ হয়েছি। যাইহোক পোস্ট দিলাম তার পর দেখি শুধু ভিউ। আমি তো রীতিমত অবাক।
যাই হোক আমার এই লেখাটা কিন্তু চুরি হয়ে গেছে।
এখানে দেখুনঃ

http://www.bigganprojukti.com/page/107/?p=ccjpqwhw

শুভেচ্ছা রইল।

২২| ০১ লা জুলাই, ২০২০ রাত ১:০৮

রাকু হাসান বলেছেন:


আপনার টেকনিকটা ব্যবহার করেছিলাম । সেটা নিজে নিজেই যেন পেরে গিয়েছিলাম। এখন পর্যন্ত অনেক মোবাইল পরিবর্তন করতে হলো ,কিছু সিম ও কিন্তু যেগুলো রাখছিলাম গুগলে সেগুলো আছেই । নিয়মিত আপডেট করতে হবে । আবারও ধন্যবাদ জন বান্ধব পোস্ট করার জন্য।

০১ লা জুলাই, ২০২০ রাত ১:১২

ঢুকিচেপা বলেছেন: আবার এসে মতামত দেয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা জানবেন।

২৩| ০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রায় পাঁচ বছর পর :)

০২ রা জুলাই, ২০২০ দুপুর ২:৫৭

ঢুকিচেপা বলেছেন: এটাও পড়েছেন?
হা আপু ৫ বছর পর। পাসওয়ার্ড ভুলে গিয়েছিলাম। জাদিদ ভাই ঠিক করে দিয়েছেন।
ভাল থাকবেন।

২৪| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৩:৪০

মিরোরডডল বলেছেন:



ওহ মাই গড, এই প্রথম দেখলাম কোন পোষ্ট এতবার পড়া হয়েছে ৬৬৯০৩ ।
সিরিয়াসলি ! ওয়াও !

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:৪৩

ঢুকিচেপা বলেছেন: এত পুরাতন পোস্টে আপনার আগমনে ধন্য।
সে সময় আমি নিজেও অবাক। নির্বাচিত পাতায় ১ নম্বরে ছিল বেশ কিছুদিন।
আপনার ১ম পোস্টে আমি গিয়েছিলাম।

মনে রেখে অনুভূতি জানানোর জন্য কৃতজ্ঞ।

২৫| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৪:২৮

মিরোরডডল বলেছেন:



মনে রেখে অনুভূতি জানানোর জন্য কতজ্ঞ।

কি সর্বনাশ ! এখনতো অপরাধী লাগছে । :( মনে রেখে ? আমি নিজেই এখানে নতুন । কিছুতো মনে নেই :|
তারমানে ঢুকি আগেও ছিল, আবারও এসেছে । গুড টু নো এন্ড ওয়েলকাম ব্যাক :)

ওটা আমার প্রথম পোষ্ট না । যেটা প্রথম ছিল, লজ্জায় সরিয়ে ফেলেছি কারণ ইংরেজি ফন্টে বাংলা লিখেছিলাম , বাংলা টাইপ জানা ছিলোনা । যদিও পরে বাংলায় ওটা আবারও লিখেছি ।

এটা ছিল আমার প্রথম

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:১০

ঢুকিচেপা বলেছেন: আমার ১ম পোস্টও সরিয়ে ফেলেছি। হা হা

২৬| ০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

মিরোরডডল বলেছেন:



কি অপকর্ম করা হয়েছিল যে সরাতে হলো :P
হা হা হা......
আমার কারণটাতো বলেই দিয়েছি

০২ রা জুলাই, ২০২০ বিকাল ৫:৩৫

ঢুকিচেপা বলেছেন: হা হা হা......

ওখানে নিজের সম্পর্কে একটা পরিচয় দেয়া ছিল যেটা এখন জানাতে চাচ্ছিনা। হয়তো জানাবো...... তবে পরে।

২৭| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৩

মিরোরডডল বলেছেন:


হ্যালো ক্রিমিনাল :)
এখানে এতদিন পর ?


০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৬

ঢুকিচেপা বলেছেন: আজ একজনকে দেখাতে গিয়ে চোখে পড়লো।

২৮| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৪

মিরোরডডল বলেছেন:
এক মাস চার দিন পর রিপ্লাই X(

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:২৭

ঢুকিচেপা বলেছেন: আমি কিন্তু কাছে অবহেলা করিনি।
সামান্য একটু দেরী হলেও রিপ্লাই দিয়েছি।

২৯| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

মিরোরডডল বলেছেন:

আমি কিন্তু কাছে অবহেলা করিনি।

এরকমতো শুনিনি আগে , কাছে বলতে কি বোঝায় এই বাক্যে , এই টার্ম টা নতুন ।

মানে কি এরকম যে ইচ্ছে করে অবহেলা করিনি এরকম কিছু .

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

ঢুকিচেপা বলেছেন: হা..হা..
ওটা “কাজে” হবে।

কাঁটা কুটা কিচচু চোহে দেহিনা

৩০| ০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মিরোরডডল বলেছেন:



হা হা হা...... তাইতো বলি, এই ওয়ার্ডটা এখানে কিছুতেই যায়না ।
আচ্ছা ঢুকি কি গ্লাস পরে ।
আই ডোন্ট থিংক সো ।

০৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫২

ঢুকিচেপা বলেছেন: এখন ইউজ করছি না। প্রয়োজন হচ্ছে না তবে +1

৩১| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্রযুক্তি সবার মত আমারও দরকার। তবে লম্বা পদ্ধতি ঠিকভাবে অনুসরণ করতে পারবো কি না সন্দেহ হচ্ছে। না পারলে আপনার সাহায্য লাগবে।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩০

ঢুকিচেপা বলেছেন: এটা অনেক আগের পোস্ট, সে সময় আমিও ভাল বুঝিয়ে বলতে পারিনি। তবে বিষয়টা জটিল নয় এবং প্রসেসও লম্বা নয়।
মোবাইলে ইমেইল আইডি থাকতে হবে। এরপর নতুন নম্বর সেভ করার সময় শুধু দেখিয়ে দিতে হবে সেভ টু গুগল, ব্যাস আর কিছু করতে হবে না। এরপরও কোন সমস্যা হলে অবশ্যই জানাবেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৩২| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৭

খায়রুল আহসান বলেছেন: মা শা' আল্লাহ! আপনার এ পোস্ট ৬৭০৯০ বার পঠিত হয়েছে! মাত্র এক হাজারবার পঠিত হয়েছে, আমার এমন পোস্টের সংখ্যা একটি বা দু'টির বেশি হবে না।

১৪টি 'লাইক', ১৬ জনের 'প্রিয়'তে। এই প্রথম দেখলাম, কোন পোস্টে 'লাইক' এর চেয়ে 'প্রিয়' এর সংখ্যা বেশি। আপনাকে অভিনন্দন!

আমিও এ পোস্টটিকে "প্রিয়" তে তুলে রাখলাম। সময়মত কাজে লাগাবো বলে। + +

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: সেসময় আমি একেবারে নতুন। কবে সেফ হয়েছিলাম জানিনা। এই পোস্ট দেয়ার পর দেখি ১ম পাতায় চলে গেছে এবং একের পর এক ভিউ বাড়ছে, আমি দেখে নিজেই অবাক। তবে নির্বাচিত পাতায় ছিল অনেক দিন।
প্রসেসটা জটিল নয়, আমি নতুন ছিলাম তাই অতোটা গুছিয়ে লিখতে পারিনি।

লাইকসহ পোস্টটি প্রিয়-তে এবং অভিনন্দনের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩৩| ২৫ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৮

খায়রুল আহসান বলেছেন: "যাই হোক আমার এই লেখাটা কিন্তু চুরি হয়ে গেছে" - হায় হায়! এটা চোরের দেশ, সবকিছুই একসময় গা-সওয়া হয়ে যায়।

২৭ শে আগস্ট, ২০২১ রাত ১১:৫৮

ঢুকিচেপা বলেছেন: এ প্রসঙ্গে কী আর বলি। তবে অনেক দিন আগে শোনা এক গল্প বলি (আপনার জানাও থাকতে পারে)

জাপান, চীন এবং বি.দেশের মধ্যে কে কতদিনে ১টি তালা বানাতে পারবে তার প্রতিযোগিতা।

জাপানকে প্রশ্ন করা হলে জাপান বলে আমার ৩ দিন লাগবে।
চীন বলে আমার ২ দিন (মানে জাপান বানানোর পর ফর্মুলা চুরি করে বানাবে)
বি.দেশ বলে আমার ১ মিনিট।
এত দ্রুত কিভাবে সম্ভব জিজ্ঞেস করা হলে বলে মেড ইন জাপানের স্টিকার খুলে নিজের স্টিকার লাগাবো তাতে ১ মিনিটই যথেষ্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.