নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

আবেগ ভরা চুম

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৭



আসবে কখন চোখের পাতায়
অভিমানী ঘুম
আয় না কাছে, একটু দেনা
আবেগ ভরা চুম

তোর কারণে নিদ্রা বিহীন
অস্থির সারা রাত
আসবি বলে কথা দিয়ে
দিস কেন আঘাত
আয় না কাছে, একটু দেনা
আবেগ ভরা চুম

তোর কারণে চোখের নিচে
হাজার কালির বাস
এমন করে রাখবি আমায়
তুই এমনই চাস ?
আয় না কাছে, একটু দেনা
আবেগ ভরা চুম




কবিতাটি লেখার অনুপ্রেরণা যুগিয়েছেন যিনি উৎসর্গ তাকেই: মিরোরডডল

মন্তব্য ৬৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৯

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই আপনার প্রথম মন্তব্যসহ লাইকে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইল।

২| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর হয়েছে ভাইয়া জি

আসিস না ঘুম বন্ধুর চোখে
যা ভেগে যা দূরে,
দেখবো আকাশ, শুনবো আজকে
হাওয়ার বাঁশি সুরে!

চাঁদের আলোয় বসবো গিয়ে
বন্ধু আমি দুজন,
আসিস না ঘুম ডাকিস না তুই
সুরে সুরে কুজন।

স্বপ্ন চোখে নিয়ে বন্ধু
যদি ঘুমায় রাতে,
চাঁদের আলো দেখতে তবে
সে যাবে না সাথে!

চোখের নিচে পড়ুক কালি,
জাগতে হবে তবু,
ও বন্ধুরে চাঁদের আলোয়
দেখবি সুন্দর বিঁভু?

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৯

ঢুকিচেপা বলেছেন: অদ্ভুত সুন্দর হয়েছে আপনার কবিতা। মন্তব্যতে + সহ এমন সুন্দর কবিতা দেয়াতে আমি মুগ্ধ।
আপনার এ কবিতা নিয়ে আপনার সাথে কথা হবে পরে।

আমি দারুণভাবে অনুপ্রাণিত হলাম আপু।

শুভেচ্ছা রইল।

৩| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫২

এস এম মামুন অর রশীদ বলেছেন: তরতরে কবিতা।
আচ্ছা, ঢুকিচেপা মানে কী?

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আসলে কবিতা লিখতে পারি না, চেষ্টা করেছি মাত্র।

আমি যখন একাউন্ট খুলেছি তখন দেখতাম উদ্ভুত সব নাম, ভাবলাম এটাই বুঝি নিয়ম। তাই আমিও একটা ধারণ করেছি।
মুলতঃ কোন কিছু গিলে খাওয়াকে বুঝায়।

আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৯

ফুয়াদের বাপ বলেছেন: আবেগ ভরা চুম
==========
ধৈর্য্য ধর, আসবে চোখে
ভালোবাসার ঘুম,
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ঘরা চুম।

তোমার মতো আমিও যে পথ পান্তে চেয়ে
গুনছি রাত আর রাত,
কবে পাবো তোমায় কাছে,
হবে আলোকিত প্রভাত।
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ঘরা চুম।

ভালোবাসি তোমায় ওগো
রাখ হৃদয়ে বিশ্বাস,
তুমিই আমার চোখের মনি,
জীবনের নি:শ্বাস।
আসবো কাছে, বাসবো ভালো
দেবো, আবেগ ঘরা চুম।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৭

ঢুকিচেপা বলেছেন: ফুয়াদের বাপ আপনাকে স্বাগত।
আপনি তো তাৎক্ষনিক দারুন কবিতা লিখেছেন!!
আপনার মন্তব্য খুউব ভাল লাগলো।
আপনি কিন্তু কবিতাটি পোস্ট করতে পারেন।

কথা হবে আপনার ব্লগে। শুভেচ্ছা নিবেন।

৫| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: ঢুকিচেপা :
আসবে কখন চোখের পাতায়
অভিমানী ঘুম
আয় না কাছে, একটু দেনা
আবেগ ভরা চুম

অসাধারণ হয়েছে।

কাজী ফাতেমা ছবি আপুর প্রথম চার লাইনে ২/৩টা শব্দ হেরফের করতে ইচ্ছে হলো
আসিস না ঘুম সখির চোখে
যা উড়ে যা দূর,
দেখবো আকাশ, শুনবো মধুর
হাওয়ার বীণার সুর!

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৪

ঢুকিচেপা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভীষণ ভাল লাগলো।
হেরফের করে যে কম্বিনেশন করেছেন এককথায় দারুন।

আশা করছি আপু ওটা দেখবে।

আপনাকে স্বাগত।

৬| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪

ফুয়াদের বাপ বলেছেন: মন্তব্য এডিট করতে পারলে ভালো হতো..."দেবো, আবেগ ভরা চুম" হবে

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৬

ঢুকিচেপা বলেছেন: যারা পড়বেন তারা অবশ্যই দুটো মিলিয়ে নিবেন।
তবে আমি বলবো ওটা পোস্ট করুন।

ধন্যবাদ।

৭| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫১

নেওয়াজ আলি বলেছেন: এই মহামারিতে ঘুম আসার কথা ও না

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১১

ঢুকিচেপা বলেছেন: হা হা.... নেওয়াজ আলি ভাই আপনি তো ঠিকিই ধরেছেন।
ঘুমেরও বুঝি করোনা হয়েছে তাই কোয়ারেন্টাইনে আছে, আসতে পারছে না।
খুব ভাল লাগলো আপনাকে পেয়ে।

শুভেচ্ছা রইল।

৮| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৬

রাজীব নুর বলেছেন: কবিতা লেখায় খুব মন দিতে হয়।

২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪০

ঢুকিচেপা বলেছেন: মনতো দিতেই চাই কিন্তু হয় না।

শুভেচ্ছা রইল রাজীব ভাই।

৯| ২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯

মিরোরডডল বলেছেন:



ঢুকি, কবিতাটা অনেকই সুইট ! আর ছবিটাও ক্রিয়েটিভ হয়েছে ।
আমার নাম মেনশন করায় আমিতো খুবই লজ্জা পাচ্ছি :P
অনেক থ্যাংকস ঢুকি ।

ছবি আপু আর ফুবা ওরা দুজনও দারুণ দুটা কবিতা লিখেছে ।

এতো সুন্দর কবিতা দিলো, আমি ঢুকিকে কি দিবো !
ঢুকিতো ক্লাসিক্যাল লাইক করে, তাই একটা প্রিয় গান ।

দু চোখে আমার
আছ কেনো
নয়ন জুড়ে
ঘুম আসে না






২৭ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪১

ঢুকিচেপা বলেছেন: আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আবরো অনুপ্রাণিত করার জন্য।
এখন সময়টা এমন যে লজ্জ্বা পেলে বোঝা যায় না, মুখে মাস্ক থাকার কারণে। আপনি বললেন তাই বুঝলাম লজ্জ্বা পেয়েছেন।

হ্যাঁ, ওনারা দুজন দারুণ কবিতা দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি।
ফুয়াদের বাপ ওনার ব্লগে কবিতাটি পোস্ট করেছেন।

ওরে বাবা আপনি তো আমার প্রিয় একজন শিল্পী শিপ্রা বসুকে রেখে গেলেন। এ গানটা অজয় চক্রবর্তীর কন্ঠে শুনেছি।

ধন্যবাদ গান, মন্তব্য ও + এর জন্য।

১০| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫

মিরোরডডল বলেছেন:



অজয় চক্রবর্তীর চেয়ে শিপ্রা বসুরটা অনেক বেশী সুন্দর, যদিও এই গানের স্রষ্টা অজয় চক্রবর্তী ।
বাই দা ওয়ে ঢুকি, হ্যাপি এনিভার্সারি :)

আজকের দিনে কবিতা পোষ্ট করা কিন্তু জোস হয়েছে । সেলিব্রেট করি :)

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৬

ঢুকিচেপা বলেছেন: শিপ্রা বসুরটা আগে শুনিনি কখনো। আজ প্রথম শুনলাম।
কিন্তু এনিভার্সারি কিসের? আজ কি কবিতা দিবস?

১১| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। প্রতি স্তবকের শেষে 'আয় না কাছে' লাইন যোগ না করলে মনে হয় আরো গতিময় হতো।

আপনার হাত পাকা বা পরিণিত। হাত-পা-চোখ-মন খুলে লিখতে থাকুন। শুভকামনা।

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫০

ঢুকিচেপা বলেছেন: ভাই আপনাকে পেয়ে ভাল লাগলো।
আপনারা পাশে আছেন এই সাহসেই লেখা।
আপনি ঠিকি ধরেছেন ওটা না দিলেও চলতো।

আপনাকে অনেক ধন্যবাদ।

১২| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১

মিরোরডডল বলেছেন:

সেকি !!! ঢুকি ভুলে গেছে, সেদিন ঢুকিই না বললো ২৭ তারিখ ।
আমিতো জানতামই না । হা হা হা ...... :)

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৮

ঢুকিচেপা বলেছেন: হা হা হা ...... আমার মনেই ছিল না ব্যাপারটা।
এই যে চকলেট দিলাম পছন্দমত নিয়ে নেন।


আর হ্যাঁ, চকলেট খাওয়ার পর অবশ্যই দাঁত ব্রাস করতে ভুলবেন না।

১৩| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন উজার করা নৈবদ্য!
সহজ সরল সাবলীল ইচ্ছা নিবেদন :)


+++

মিররডলের দেখাদেখি
হ্যাপি এনিভার্সারি :)

২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪০

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত এবং পোস্টে পেয়ে খুব খুশি হয়েছি।
পাসওয়ার্ড খুঁজে পাওয়ার পর প্রথম পোস্ট করেছিলাম ২৭ তারিখে, কাকতালীয়ভাবে আজকেরটাও হয়েছে ২৭ তারিখ।

মিররডলের দেখাদেখি যখন হ্যাপি এনিভার্সারি তাহলে দু ভাই-বোন মিলে চকলেট শেষ করে যাবেন।

আপনাকে অনেক ধন্যবাদ।

১৪| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

লরুজন বলেছেন: বিয়া পরাই দিতো অইব

https://www.youtube.com/watch?v=_I3bDiRlIaI

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:০১

ঢুকিচেপা বলেছেন: “বিয়া পরাই দিতো অইব”
করোনাকালে বিয়া, চাকরি থাকবো না।
অনেকদিন পর মালকা বানু গানটা শুনলাম।
যাইহোক, ভাল আছেন আপনি ?

১৫| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,



এই করোনা কালে সামাজিক দূরত্ব মেনে চলা আর মুখে মাস্ক ব্যবহার করার জন্যে পৃথিবীর মানুষ এতো চেল্লাচিল্লি করতাছে আর আপনে মুখের মাস্ক খুইল্লা সামাজিক দূরত্ব কমাইন্নার আহ্বান জানাইলেন ???? :P
আপনি মনে হয় করোনা ছড়াইন্না মিশনে নামছেন!! :|

কবিতা ভালো লেগেছে। ++

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:০৬

ঢুকিচেপা বলেছেন: উত্তর কি দিব আমি তো হাসতে হাসতে শেষ।
লাইকসহ আপনার উপস্থিতিতে খুউব খুশি হয়েছি।

আপনাকে অনেক ধন্যবাদ।

১৬| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

মিরোরডডল বলেছেন:



শুধু চকোলেট দিলেই হবে ? আমাকে উইশ করবে না ঢুকি ?
আজতো তাহলে আমারও স্পেশাল :)


ওই যে কবিতার মাস্টার আসছে ধুলো । চোখ কান খোলা রাখার কথা শুনেছি কিন্তু হাত-পাও ??? :(
হা হা হা ...... আজই প্রথম জানলাম ।

কবিতা লেখার জন্য হাত চোখ মনের ভূমিকা বুঝলাম কিন্তু পা এর কি ভূমিকা এটা জানতে হবে ধুলোর কাছ থেকে :)

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:১৫

ঢুকিচেপা বলেছেন: অবশ্যই, একডালা উইশ খুব সুন্দর প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি।
না উনি শুধু কবিতা মাস্টার না, সর্বগুনে গুনান্নিত।
যেটা বলেছেন ওটা দেখে আমিও হেসেছি। ওটারো একটা মিনিং আছে।

১৭| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:০২

লরুজন বলেছেন: @আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা, এই করোনা কালে সামাজিক দূরত্ব মেনে চলা আর মুখে মাস্ক ব্যবহার করার জন্যে পৃথিবীর মানুষ এতো চেল্লাচিল্লি করতাছে আর আপনে মুখের মাস্ক খুইল্লা সামাজিক দূরত্ব কমাইন্নার আহ্বান জানাইলেন ???? :P আপনি মনে হয় করোনা ছড়াইন্না মিশনে নামছেন!! :|

কে কারে আহবান জানাইতাছে হেইডা এহন আমরা গ্যালারীত বইয়া দেখুম। খানাদানা লইয়া গ্যালারীত বইছি, আইজকা যাইতাম না।

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:২০

ঢুকিচেপা বলেছেন: যে খানাদানা আনছেন সেখানে কি আমার ভাগও আছে? নাকি আমারও লইতে হইবো।
আমি বরং বাদাম নিয়া আসি দুইভাই একসাথে খামুনি।

১৮| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:১৩

ইমরান ৩৪ বলেছেন: নদীর বড় কাতলা মাছ কিভাবে কাটে তা নিজের চোখে দেখুন । এই ধরণের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের Channel টি Subscribe করে Bell icon টি All করে রাখুন । Click this link: www. Update Information.com

নদীর বড় কাতলা মাছ কিভাবে কাটে তা নিজের চোখে দেখুন । এই ধরণের আরো নিত্য নতুন ভিডিও পেতে আমাদের Channel টি Subscribe করে Bell icon টি All করে রাখুন । Click this link: www. Update Information.com

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:২৫

ঢুকিচেপা বলেছেন: দেখে আসলাম আপনার মাছ কাটার ভিডিও। আনকমন উদ্যোগ। খুব ভাল চালিয়ে যান।

১৯| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৫

মিরোরডডল বলেছেন:



অবশ্যই, একডালা উইশ খুব সুন্দর প্যাকেট করে পাঠিয়ে দিয়েছি।
অচিনপুরের ঠিকানায় নিশ্চয়ই :)

না উনি শুধু কবিতা মাস্টার না, সর্বগুনে গুনান্নিত।
অবশ্যই ধুলো সর্বগুণে গুনান্নিত ।
আমার কাছে ধুলো হচ্ছে আকাশের মতো বিশাল ।
সেখানে অনেক কিছু ধারন করে ।

যেটা বলেছেন ওটা দেখে আমিও হেসেছি। ওটারো একটা মিনিং আছে। হা হা হা ......

সেই ইনার মিনিংটাও যেন চিরকুটে অচিনপুরে পাঠিয়ে দেয়া হয় ।

আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি গোলাপ
আমার জন্য
এ রাতে

২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:০০

ঢুকিচেপা বলেছেন: না পেলে অবশ্যই জানাবেন।
হা হা হা ...... মিনিংটা হলো ভাল লাগার বহিঃপ্রকাশ আর কিছু না।

২০| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:১৫

মিরোরডডল বলেছেন:



আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি জোনাক
পিদিম বাতি
এ রাতে


আজকের জন্য শেষ গান

২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:৪১

ঢুকিচেপা বলেছেন: গানটা সুন্দর। সামিনার পুরাতন গান।

২১| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:৫২

মুক্তা নীল বলেছেন:
সুন্দর রোমান্টিক কবিতা পড়লাম।
আপনাকে এবং মিরোরডলকে শুভেচ্ছা জানিয়ে গেলাম।

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:০৩

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত মুক্তা নীল।
আমার শুভেচ্ছা আমি নিয়ে নিলাম বাকীটা কুরিয়ার করে পাঠাবো।

আপনার জন্যও রইল শুভেচ্ছা।

২২| ২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৪০

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! মিষ্টি লেখা :)

২৭ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৭

ঢুকিচেপা বলেছেন: মনিরাপু আপনার আগমনে খুব খুশি হয়েছি।
পড়ে মন্তব করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২৩| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য গুলো পড়ার জন্য আপনার পোষ্টে আবার এলাম।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪৫

ঢুকিচেপা বলেছেন: আপনার এই জিনিসটা দারুণ।

২৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আসিস না ঘুম সখির চোখে
যা উড়ে যা দূর,
দেখবো আকাশ, শুনবো মধুর
হাওয়ার বীণার সুর!

.............................................
বাক্যলাপ চলছে ভালই
চলছে চলুক ব্লগের সানাই
এমনি তর দিনযাপনের বেলায়
আমরা তবে করোনাকালে ভয় করব মিছাই ।

২৮ শে জুলাই, ২০২০ রাত ১:৪৮

ঢুকিচেপা বলেছেন: কেউ তো কম যায় না দেখছি। দারুণ!!!
করোনার ভয় লোকজনের মাঝে আর নাই।
আপনার আগমনে স্বাগত।

২৫| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৭

লরুজন বলেছেন: সর্বাধিক মন্তব্য করছে আমরার মিরোরডডল তারে একটা প্রাইজ দেইন গো।

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৫

ঢুকিচেপা বলেছেন: হা..হা.. হা..... লরু ভাই
পোস্ট তো হ্যারেই উৎসর্গ করা, আবার নতুন কইরা প্রাইজ দেওন লাগবোনি ?
এখন যে প্রাইজ বাকী আছে তা দিয়ে দিচ্ছি।
আপনার তিনটি মন্তবব্যের জন্য ৫টি গানের প্যাকেজ প্রাইজ দিলাম, আজ শুধুই গান শুনবেন।
নদীর বুকে চাঁদ পড়েছে নদীর বুকে চাঁদ পড়েছে
সেই তুমি কেন এত অচেনা হলে সেই তুমি কেন এত অচেনা হলে
হাসতে দেখ গাইতে দেখ হাসতে দেখ গাইতে দেখ
আমি কষ্ট পেতে ভালোবাসি আমি কষ্ট পেতে ভালোবাসি
আর কত এভাবে আমাকে কাঁদাবে আর কত এভাবে আমাকে কাঁদাবে

আর রাজীব ভাইয়ের তিনটি মন্তব্যের জন্য রইল হুমায়ূন আহমেদ এর বই

২৬| ২৮ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: ১৮ নং মন্তব্যকারীর সমস্যা কি?

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৪৬

ঢুকিচেপা বলেছেন: একে তো করোনা তারপর এই কম্পিটিশনের যুগে সবাই কিছু করতে চায়। আমার ধারণা সেও তার চ্যানেলের জন্য মার্কেটিং করছে।

২৭| ২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

মিরোরডডল বলেছেন:



@মুক্তা নীল

থ্যাংকস নীলাপু কিন্তু আমি যে কেনো শুভেচ্ছা পেলাম তাইতো বুঝলাম না :|
যে কারনেই পাই, সাদরে গ্রহণ করলাম :)

২৮| ২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

মৌরি হক দোলা বলেছেন: কেমন আছেন? আমার ব্লগে আসেন না কেনো বলেন তো? এমন দীর্ঘ সময় ডুব মেরে আছেন!!! আমি তো ভাবলাম হারিয়েই ফেলেছি!!!!!!!!!!!

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৯

ঢুকিচেপা বলেছেন: আরে আমার ছোটাপু এসেছে!!!



হ্যাঁ আমি ভাল আছি। আপনি ভাল আছেন ?
হয়েছে কি, প্রথম যেদিন প্রথম পর্ব দেখলাম, ভাবলাম ২-৩ পর্ব হবে তখন একসাথে পড়ে মন্তব্য করবো, মাঝখানে আর ঝুলতে হবে না। তারপর দেখি ৫ম পর্ব তো চিন্তা করলাম ২/১ পর্ব হলেই শেষ হবে, তাই ভেবে ৩ পর্ব পর্যন্ত পড়েছি। ওমা এখন দেখি ২৪-২৫ পর্ব, আমি তো অবাক এইটুকু মেয়ে এত লিখছে কিভাবে!!!!!
আমি সব পড়বো ছোটাপু।
যারা একদিন বড় লেখিকা হবে তারা বুঝি ছোট থেকেই এমন। দোয়া করি এবং আশা করি, গর্ব করে বলতে পারবো “মৌরি হক দোলা” লেখিকাকে আমি চিনি।

২৯| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১২:৩৬

মৌরি হক দোলা বলেছেন: আলহামদুলিল্লাহ, ভালো আছি।

=p~ =p~ =p~

আচ্ছা আসবেন ভাইয়া। চকলেটগুলোর জন্য ধন্যবাদ!!!

৩০ শে জুলাই, ২০২০ রাত ১:১২

ঢুকিচেপা বলেছেন: হ্যাঁ, অবশ্যই দেখা হবে।

৩০| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাই ২য় ও ৩য় প্যারায় চুমের সাথে মিলিয়ে মাঝামাঝি লাইনে অন্য শব্দ যোগ করলে দারুন ছন্দমিল কবিতা হতো।

এমনিতেও ভালই হয়েছে।++++

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৬

ঢুকিচেপা বলেছেন: আপনার কথার সাথে একমত কিন্তু আমার দৌড় ঐ পর্যন্তই শেষ হয়ে গেছে। আসলে লেখাটা অন্য কারণে।

৩১| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তুই কি আমায় এমন করেই দিবি ফাঁকি
থামা এবার ফাঁকি দেয়ার ধুম
আমার ঘুম আসেনা একলা ঘরে
দিয়ে যা তুই একটু খানি চুম।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৫৭

ঢুকিচেপা বলেছেন: আপনার এই ৪ লাইন নিয়ে রাখলাম। উপরে বলেছি কারণ অন্য. তাই আপনার ৪ লাইন যদি সেই কারণের সাথে সম্পৃক্ত করতে পারি তাহলে বিষয়টা আপনাকে কনফার্ম করবো।

উপরে ২ নম্বর মন্তব্যে ছবি আপুর লেখাটাও আমার কারণের সাথে সম্পৃক্ত করেছি, বিষয়টা ফাইনাল হয়নি তাই আপুকে জানাইনি এখনো।

অথবা, আপনার যে ৪ লাইন আছে ওটার সাথে আরো ২ প্যারা করে ৪+৪=৮ টা লাইন আমাকে দেন।

আপনার সুন্দর অনুপ্রেরণার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ।

৩২| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: কারণ যদি ভিন্ন হয় তবে মেলানোর দরকার নেই। কবিতাটা এমনেতেই সুন্দর। যে উদ্দেশ্যে লিখেছেন তা স্বার্থক হলেই যথেষ্ট।

ধন্যবাদ। ভাল থাকুন।

আমি কিন্তু শৈশবে দিনাজপুর ছিলাম আপনার এলাকার কাছাকাছি মনে হয়।

১৭ ই আগস্ট, ২০২০ রাত ১:২৬

ঢুকিচেপা বলেছেন: কারণটার সাথে আপনিও যুক্ত হতে পারেন, আপনার ৪ লাইনের সাথে ৮ লাইন জুড়ে দিয়ে। তখন একটা গানের সেপে দাঁড়িয়ে যাবে। আমি আশা করবো আপনি কমপ্লিট করবেন তাহলে সতন্ত্র একটা গান হবে।

আমি কিন্তু শৈশবে দিনাজপুর ছিলাম আপনার এলাকার কাছাকাছি মনে হয়।
আপনার কাছাকাছি মনে হওয়াটাতে একটু তফাৎ আছে, বলতে পারেন পাশেই ছিলাম। শৈশব কেটেছে আমার রংপুরে। দিনাজপুর বলতে বিরামপুর আর ঐ স্বপ্নপুরি পিকনিক স্পটে গিয়েছি।
তারমানে আপনি উত্তরবঙ্গে থাকেন না।

বগুড়া এলে বা বগুড়া ক্রস করার আগে অবশ্যই জানাবেন।

৩৩| ১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: তুই কি আমায় এমন করেই দিবি ফাঁকি
থামা এবার ফাঁকি দেয়ার ধুম
আমার ঘুম আসেনা একলা ঘরে
দিয়ে যা তুই একটু খানি চুম

আমি স্বপ্ন দেখি শুধু তোরে
যখন গভীর রাতের ঘুম
সোহাগ করে জড়িয়ে ধরে
দিয়ে যা তুই একটু খানি চুম।

রংপুরে সিএমেস হাসপাতালে ভর্তি ছিলাম কিছু দিন, ছোট বেলায় অসুস্থ হওয়াতে। সেই রাস্তা, হাসপাতাল, পুকুর, পেয়ারা-জলপাই গাছ আজও রয়ে গেছে স্মৃতিতে।

১৮ ই আগস্ট, ২০২০ রাত ১২:০২

ঢুকিচেপা বলেছেন: বেশ এই ৮ লাইন রেখে দিচ্ছি, যদি কাজে লাগাতে পারি তখন জানাবো।

যেহেতু শৈশব কেটেছে রংপুরে তাই আমার ভীষণ প্রিয় একটি শহর।

কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৩৪| ২৭ শে মে, ২০২১ দুপুর ১:৫৩

খায়রুল আহসান বলেছেন: খুবই সুন্দর হয়েছে এ কবিতা, তথা গানের লিরিক্স! ছবিসহ উপস্থাপনাটাও চমৎকার হয়েছে। কবিতার পেছনের প্রেরণাদাত্রীকে কবিতাটি উৎসর্গ করেছেন, এটাও বেশ ভাল লেগেছে।
মন্তব্যে দেয়া কাজী ফাতেমা ছবি এর কবিতাটাও ভাল লেগেছে। তবে ফুয়াদের বাপ এরটা তেমন ভাল হয়নি।
কবিতায় অষ্টম ভাল লাগা রেখে গেলাম। + +

৩০ শে মে, ২০২১ রাত ১১:১৭

ঢুকিচেপা বলেছেন: ছবি আপু তাৎক্ষনিক একটা কবিতা দিয়ে আমাকে মুগ্ধ করেছেন।
গানটা সেসময়ই সুর করেছি কিন্ত সময়ের অভাবে রেকর্ড করা হয়নি। রেকর্ড হলে আপনার এই মন্তব্যের আরেকটা প্রতিমন্তব্যে জানাবো।
আপনার অনুপ্রেরণামূলক মন্তব্য এবং লাইকে আপ্লুত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.