নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

What is DhukiChepa? জানতে হলে পড়তে হবে

৩০ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৬

ব্লগ!!!!!
ব্লগ জিনিষটা কি?
সে সময় শুনতাম ব্লগারদের মেরে ফেলছে, তাহলে ব্লগার কিসের সাথে জড়িত। নানা প্রশ্ন মনের মধ্যে।

বিভিন্ন পেপার, পত্রিকা, টেলিভিশন বা ফেসবুকের মাধ্যমে খবরগুলো কানে আসতো আর আমি ভাবতাম।

খুঁজতে খুঁজতে হাজির হলাম সামুতে (অবশ্য ২০২০ সালেও জানি না সামু নামটা এলো কি ভাবে)। তখন শুধু পড়তাম। মডেম ইউজ করতাম খরচ বাঁচাতে পোস্টগুলো সব কপি করতাম আর অফিসে অবসরে পড়তাম। তখন এমন অবস্থা হলো যে গল্প পড়ে শেয়ার করতে না পারায় একটা অস্থিতরা তৈরী হতো।

ঘাঁটাঘাঁটি করে ২০১৩ সালে একাউন্ট খোলার সময় মনে হলো নাম কি হবে?

অনলাইনে আমার দিকে তাকিয়ে থাকা নামগুলো দেখি একেকটা সেইরাম, ভাবলাম এটাই বুঝি এখানকার নিয়ম, বিদঘুটে নাম হতে হবে।

আমিও এরকম একটা বিদঘুটে নামের মাঝে ঢুকে গেলাম, নাম হলো “ঢুকিচেপা”

এটা একটা আঞ্চলিক শব্দ, যার অর্থ কোন কিছু গিলে খাওয়ার প্রক্রিয়া, ইংরাজীতে Swallow বলা যেতে পারে।









মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫০

মিরোরডডল বলেছেন:



এটা আবার কখন এলো, দেখিনিতো !
বলেছিলো ঢুকি এরকম একটা পোষ্ট দিবে ।

ঢুকিচেপা শুনলেই মনে হয় কেউ যেনো গলা টিপে ধরেছে ।
অথবা মনে হয় ঢেকির নীচে চাপা পড়েছে ।
:)

১৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৫

ঢুকিচেপা বলেছেন: হা..হা..
আগেই একটা পেজ নিয়ে রেখেছিলাম।
অনেকেই প্রশ্ন করে তাই একেবারে লিখে রেখেছি। এখন প্রশ্ন করলে লিঙ্ক ধরিয়ে দেব।
এটা প্রথম পাতার জন্য না।

২| ১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:১৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:

আসলেই অন্যরকম নিক বলে সবার কৌতুহল অর্থ কি ? আমি মনে করেছিলাম উত্তরাঞ্চেলের আঞ্চলিক শব্দ।

১৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪১

ঢুকিচেপা বলেছেন: “ আসলেই অন্যরকম নিক বলে সবার কৌতুহল অর্থ কি ? আমি মনে করেছিলাম উত্তরাঞ্চেলের আঞ্চলিক শব্দ।”

হা...হা.. মাইদুল ভাই আপনি এসেছিলেন এবং স্বাক্ষর রেখে গেছেন বলে মনে হচ্ছে পোস্টটা দিয়ে ভালই হয়েছে।
আমার এই বিদঘুটে নিক নিয়ে ১০ বছর পরও যদি আপনার পোস্টে কমেন্ট করি আপনি ঠিক মনে করতে পারবেন আমাকে। আসলে সে সময় অতটা বুঝিনি।
আমি যেহেতু উত্তরাঞ্চলের তাই এই শব্দটা আমার পরিচিত কিন্তু ভদ্র সমাজে বোঝাতে এর ভাল প্রতিশব্দ খুঁজে পাইনি।

আপনার আগমনে ধন্য।

৩| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:২০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনি কি আইডি খোলার পর কোন পোস্ট করেননি ?

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩২

ঢুকিচেপা বলেছেন: পাসওয়ার্ড ভুলে ছিলাম। সেটা পেয়েছি গত জুন মাসে। তারপর থেকে কয়েকটা পোস্ট করেছি। আসলে আগে শুধু পড়তাম।

৪| ১৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঢুকিচেপার মানে জানানোর জন্য ধন্যবাদ। নাম কোন সমস্যা না। লিখে যান আর আমরা পড়ে যাই।

১৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:২২

ঢুকিচেপা বলেছেন: আসলে সবাই জিজ্ঞেস করে তাই এই ব্যবস্থা করে রেখেছি। লেখার চেয়ে পড়তেই বেশী ভাল লাগে।

ধন্যবাদ আপনাকে।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

আমি সাজিদ বলেছেন: কোন অঞ্চলের আঞ্চলিক শব্দ এটা?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১১

ঢুকিচেপা বলেছেন: হা... হা... এটা আপনিও পড়ে ফেলেছেন ?
যাইহোক আপনাকে স্বাগত

এই শব্দটা পেয়েছি উত্তরাঞ্চলের বগুড়াতে।

আবার দেখা হবে ততক্ষণ শুভেচ্ছা রইল।

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪২

আমি সাজিদ বলেছেন: কেন? আমিও বলতে কি বুঝিয়েছেন? আমি পড়লে জাত গেল? এতো ফাউল লোক হলাম? আপনার বাড়ি বগুড়া?

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৪

ঢুকিচেপা বলেছেন: যেভাবে বললেন তাতে লজ্জায় পড়ে গেলাম। বুঝলাম আমার আন্তরিকতা আপনাকে স্পর্শ করেতে পারেনি।
এই লেখাটা যেহেতু ১ম পাতায় পোস্ট করা ছিল না, তাই এটা পড়তে হলে খুঁজে পড়তে হবে। আপনি খুঁজে পড়েছেন এটাই আমার কাছে অবাক লেগেছে।
আশাকরি বিষয়টা বুঝবেন।
আর হ্যাঁ আমার বাসা বগুড়া।
শুভেচ্ছা রইল।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১০

সাবিনার বচন বলেছেন: জি, জানলুম। শুভেচ্ছা সতত।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

ঢুকিচেপা বলেছেন: “ জি, জানলুম।”

জি, বাঁচলুম।
আমাকে আর প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে না.......... হা হা হা

শুভেচ্ছা রইল।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৮

রামিসা রোজা বলেছেন:

এই আগ্রহীময় পোস্টটা কিভাবে চোখ এড়িয়ে গেল খেয়াল
করলাম না । যাক লিঙ্কটা দেওয়ার জন্য ধন্যবাদ ।
তবে সত্য কথা হচ্ছে কি , আমিও না অনেকটা মিরোর
ডলের মতো করে ভেবেছিলাম । এখন অনেকটা ক্লিয়ার।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:১৫

ঢুকিচেপা বলেছেন: এড়িয়ে যাওয়াটা ভুল হয়নি। এই পোস্ট লিখবো বলে একটা পাতা আগেই রেখেছিলাম, সেই কারণে এটা কখনো কারেন্ট পোস্ট হয়নি এবং প্রথম পাতাতেও দেইনি। নিক নিয়ে অনেকে জিজ্ঞেস করে তাই এই ব্যবস্থা, এখন শুধু লিঙ্ক ধরে দেই।
সচিত্র ভিডিও প্রতিবেদন দেখানোর পরও পুরোটা ক্লিয়ার করাতে পারলাম না ? যাইহোক তাতেই চলবে। আপনি এবং মিরর আপু যা ভেবেছেন তা কিন্তু অর্ধেক সঠিক।

বিজয় দিবসের শুভেচ্ছা রইল।

৯| ২৬ শে মে, ২০২১ দুপুর ২:১৪

খায়রুল আহসান বলেছেন: ভিডিওটাতে নামের সঠিক অর্থটা ক্লীয়ার বোঝা যায় নাই। তবে কথা দিয়ে যেটুকু বুঝিয়েছেন, তা বোঝা গেছে।

৩০ শে মে, ২০২১ রাত ১১:১৬

ঢুকিচেপা বলেছেন: আইডি খোলার সময় হুট করে এক ভাবনা থেকে নামটা নিয়েছি, পরে প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই অবস্থা শেষ।
এ পোস্টে আপনার স্বাক্ষর রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.