নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

বন্দী ভালোবাসা

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৬



অক্ষরগুলো শব্দে বন্দী
শব্দ বন্দী কথায়
কথায় বন্দী হৃদয় যেন
একটি বিনিসুতায়

তোমার কেশে বন্দী যেন
অমাবশ্যার রাত
তোমার হাতে বন্দী যেন
আমার দুটি হাত

তোমার চোখে বন্দী যেন
আমার ছোট্ট নদী
তোমার প্রেমে বন্দী যেন
আমি নিরবধি

মন্তব্য ৭০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশ আল্লাহ সুন্দর হইছে

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

ঢুকিচেপা বলেছেন: আপুর লাইকসহ প্রথম মন্তব্যে প্রাণটা জুড়িয়ে গেল।

শুভেচ্ছা রইল আপু।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ ভাবনা, উপমা এবং কবিতাশৈলী। গদ্য ও কবিতা, উভয় ক্ষেত্রেই আপনি সাবলীল।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

ঢুকিচেপা বলেছেন: “ অসাধারণ ভাবনা, উপমা এবং কবিতাশৈলী।”
যেটুকু ভাল হয়েছে তা আপনাদের লেখা পড়া এবং অনুপ্রেরণার প্রতিফলন।

“ গদ্য ও কবিতা, উভয় ক্ষেত্রেই আপনি সাবলীল।”
আপনার এই কথায় দারুণ অনুপ্রেরণা পেলাম।

লাইকসহ মন্তব্যে শুভেচ্ছা জানবেন।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




এই নাম্মারিং তালা কি এখনো পাওয়া যায়? এক সময়ে এই তালা আমরা ব্যবহার করেছি। কবিতা সুন্দর হয়েছে। তবে বন্দিত্বের মাঝে ভালোবাসা থাকে না - যা থাকে তার নাম দায়ভার

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০১

ঢুকিচেপা বলেছেন: “ এই নাম্মারিং তালা কি এখনো পাওয়া যায়?”
ঠিক ছবির মত পাওয়া যায় কিনা জানি না, তবে নাম্বারিং তালা এখনও পাওয়া যায়। আমি একটা ব্যবহার করেছি খুব ছোট সাইজের, দারুণ ছিল।

“ তবে বন্দিত্বের মাঝে ভালোবাসা থাকে না - যা থাকে তার নাম দায়ভার।”

এটা একদম সত্যি কথা, ভালবাসা বন্দী হলে সেখানে আর ভালবাসা থাকে না, থাকে শুধু দায়ভার।

এ কারণে ভালবাসা বন্দী করেছি বিনিসুতা দিয়ে, যখন খুশি উড়তে পারবে মুক্ত বিহঙ্গের মত।

লাইকসহ মন্তব্য এবং আপনার উপস্থিতিতে দারুণভাবে অনুপ্রাণিত।

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৯

মিরোরডডল বলেছেন:



ঢুকি, শিরোনাম ঠিক করে নেবে । ‘ভালোবাসা’ হবে । ভালবাসা না ।

কবিতাটা খুবই সুন্দর । ছোট ছোট শব্দ দিয়ে খুব সুন্দর কানেকশন ।
একটার সাথে আরেকটার আলিঙ্গন ।
অক্ষরের সাথে শব্দ, শব্দের সাথে কথা, আবার কথার সাথে হৃদয় ।
চমৎকার !

এই কিউট কবিতাটার উৎস কোথায় :)

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩

ঢুকিচেপা বলেছেন: আপনি এসেছেন ? আমি তো ভেবেছি সেই স্বপ্ন রহস্যর পর থেকে শুধু স্বপ্নই দেখে যাচ্ছেন।

“ ‘ভালোবাসা’ হবে । ভালবাসা না ।”

হা হা হা... ভাবলাম “ওকার” দিয়ে আর বন্দী না করি, পাখা মেলতে অসুবিধা হতে পারে।
কি আর করা দিলাম চেঞ্জ করে। স্বপ্ন ভয় বলে একটা কথা আছে তো ............

আপনার বিশ্লেষণ কিন্তু কবিতার চেয়েও সুন্দর হয়েছে। আমি যেটা ১২ লাইনে করেছি সেটা আপনি ৩ লাইনে দেখিয়ে দিয়েছেন।

“ এই কিউট কবিতাটার উৎস কোথায় :)
সব কথা কি বলতে আছে ? এ কবিতার উৎস রয়েছে সাত সমুদ্র তের নদী পেরিয়ে অনেক দুরের সাগর পাড়ে।

ঠিকানা দিয়ে দিলাম, কবিতা লিখতে শুরু করুন।

{ভুল ধরিয়ে দেয়ার জন্য}

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১৭

মিরোরডডল বলেছেন:


ঠাকুরমাহমুদ বলেছেন:
বন্দিত্বের মাঝে ভালোবাসা থাকে না - যা থাকে তার নাম দায়ভার।

ঠামা , আমার মনে হয়েছে এখানে বন্দী বলতে হৃদয়ের সাথে হৃদয়ের যে ভালোবাসার বন্ধনে আটকে যাওয়া সেরকম কিছু, অনেকটা স্বেচ্ছাবন্দী বলা যায় । এই বন্দিত্বটা দায়ভার বা কষ্টের না, আনন্দ বা সুখের :)

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই যে............
সুন্দর সব সময়ই সহজ এবং সরল।

ধন্যবাদ।

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯

মিরোরডডল বলেছেন:



এ কবিতার উৎস রয়েছে সাত সমুদ্র তের নদী পেরিয়ে অনেক দুরের সাগর পাড়ে।

আমিও কিন্তু সাগর পাড়ের কন্যা ।
এই ক্রেডিট তাহলে আমি চুরি করবো :)

ঠিকানা দিয়ে দিলাম, কবিতা লিখতে শুরু করুন।

কবিতা আর আমি ? নো ওয়ে!!!

গানটার জন্য থ্যাংকস ঢুকি ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৫

ঢুকিচেপা বলেছেন: “ আমিও কিন্তু সাগর পাড়ের কন্যা ।
এই ক্রেডিট তাহলে আমি চুরি করবো :)


তাই নাকি ? তা সাগর পাড়ের কন্যা, ক্রেডিট চুরি করতে হবে কেন, আমি এমনিতেই দিয়ে দিলাম।

“ কবিতা আর আমি ? নো ওয়ে!!!”

মুক্তা, ঝিনুকের মত পড়ে আছে অনেক সুন্দর সুন্দর অক্ষরমালা, শুধু ঝুড়িতে কুড়াবেন। তারপর দেখবেন এমনিতেই উড়ছে।

আপনি যেহেতু গান ভালোবাসেন তাই ভুল ধরিয়ে দেয়ার জন্য গানটা দিয়েছিলাম।

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২০

রামিসা রোজা বলেছেন:
কবিতাটা পড়ে মনে হচ্ছে একে অপরের কাছে ভালোবাসার
জন্য বন্দি হতে পারাটা সৌভাগ্য।

বন্দী করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়....


ছোট কিন্তু সুন্দর কবিতা । শুভকামনা ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।

“ একে অপরের কাছে ভালোবাসার জন্য বন্দি হতে পারাটা সৌভাগ্য।”
আপনি ঠিকই বলেছেন, এটা অবশ্যই সৌভাগ্যের। ভালোবাসা দিয়ে ভালোবাসায় বন্দী।

“ বন্দী করে রাখবো তোমায় ভালোবাসার জেলখানায়....”
হা হা.. কদিন আগে পত্রিকায় দেখলাম বর বেশী ভালোবাসে বলে বউটা ডিভোর্স চাচ্ছে।

“ ছোট কিন্তু সুন্দর কবিতা ।”
আমার কবিতার দৌড় এ পর্যন্তই। বড় কবিতা লিখতে পারি না।

আপনার জন্যও রইল শুভকামনা।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

মরুভূমির জলদস্যু বলেছেন: পছন্দ হয়েছে
ছোট্ট এবং সুন্দর
প্রাঞ্জল এবং শ্রুতিমধুর

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:০৩

ঢুকিচেপা বলেছেন: আপনার পছন্দ হয়েছে জেনে খুব ভাল লাগলো, অনুপ্রেরণাও পেলাম।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একটার সাথে আরেকটার মেলবন্ধন যেন সুনিপুণভাবে ফুটে উঠেছে।

আসলে চেষ্টা করলে অনেকের দ্বারা অনেক কিছু সম্ভব।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০৮

ঢুকিচেপা বলেছেন: মাইদুল ভাই আমি শুধু চেষ্টা করেছি কিছু একটা দাঁড় করাতে।
আপনাদের মন্তব্য পড়ে মনে হচ্ছে লাঠি ছাড়াই দাঁড়াতে পেরেছে.... হা হা

বলেতে পারেন, এ সবকিছু আপনাদের অনুপ্রেরণার প্রতিফলন।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:৩০

মাস্টারদা বলেছেন: সব বন্দিত্ব বন্ধ‍্যা মনের নয় কারণ
শব্দ বন্দি আর প্রেম বন্দি
তার দু'টি উদাহরণ...

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।

দারুণ একটা বার্তা দিয়ে গেলেন ৩ লাইনে।

কথা হবে আপনার পোস্টে।

শুভেচ্ছা রইল।

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,



কবি শেকল ভাঙতে বলেছেন আর আপনি কিনা "তার" হাতের শেকলে বন্দি থাকতে চান নিরবধি! আশ্চর্য্য!

ছোট্ট লাইনে সুন্দর মিলে রেখে কবিতা । প্রথম প্যারায় যা লিখলেন তার বক্তব্যের ব্যাপ্তি যেমন বিশাল এবং তেমনই অর্থপূর্ণ ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৬

ঢুকিচেপা বলেছেন: “ কবি শেকল ভাঙতে বলেছেন আর আপনি কিনা "তার" হাতের শেকলে বন্দি থাকতে চান নিরবধি! আশ্চর্য্য!”

হা..হা.... আমি যদি কবি হতাম তাহলে আমিও শেকল ভাঙ্গার কথাই বলতাম।

লাইকসহ সুন্দর মন্তব্য রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




মিরোরডডল
বন্দিত্ব মানেই নাভিশ্বাস! শ্বাসকষ্ট নাভিশ্বাসে একটিই শুধু চাওয়া - মুক্তি।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৫

জাহিদ হাসান বলেছেন: ভালো লাগল।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৪৫

ঢুকিচেপা বলেছেন: জাহিদ ভাই আপনাকে স্বাগত।

আপনাদের মত সুন্দর সুন্দর কবিতা লিখতে ইচ্ছে হয় কিন্তু পারি না।

ভাল লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইল।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার কাব‍্যে ভালো লাগা।
পোস্টে লাইক।

শুভকামনা জানবেন।

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৮

ঢুকিচেপা বলেছেন: পদাতিক ভাই জন্মদিনের শুভেচ্ছাসহ স্বাগত।

আপনার ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো।

ধন্যবাদ।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই যে............
সুন্দর সব সময়ই সহজ এবং সরল।

ধন্যবাদ।

ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৩

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই আল্লাহর রহমতে ভাল আছি। বর্তমান করোনাকালীন সময়ে আপনিও ভালো এবং সুস্থ থাকুন।

১৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৬

খায়রুল আহসান বলেছেন: অসাধারণ একটি সুখপাঠ্য কবিতা পরিবেশন করলেন। চমৎকার একটি রেশ রেখে গেল। প্রতীকি ছবিটা কবিতার সৌন্দর্যে এক অনন্য মাত্রা যুগিয়েছে।
বন্দীত্বের ক্রমধারায় সবশেষে কবিতাটি নিজেই পাঠককূলের মনে বন্দী হয়ে গেল!!
কবিতায় নবম ভাল লাগা এবং কবিকে অভিনন্দন ও শুভেচ্ছা!!!!

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৩

ঢুকিচেপা বলেছেন: বরাবরের মত কাব্যিক মন্তব্যে চমৎকৃত হলাম।
প্রতীকি ছবিটা আমার প্রিয় একজন সংগ্রহ করে দিয়েছেন, তাই ক্রেডিটটা তার কাছেই যাবে আশা করি।
আপনাদের অনুপ্রেরণাতেই আমার এই প্রচেষ্টা।

লাইকসহ মন্তব্য, অভিনন্দন এবং শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৯

নেওয়াজ আলি বলেছেন: কবিতার কথা অসাধারণ এবং ছবি মানানসই ।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৭

ঢুকিচেপা বলেছেন: আলি ভাই কবিতা এবং ছবি ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগছে।
ছবির ক্রেডিটটা ছবিওয়ালার কাছে পাঠিয়ে দিলাম।

শুভেচ্ছা রইল।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:১৫

মিরোরডডল বলেছেন:



ঠাকুরমাহমুদ বলেছেন:

মিরোরডডল
বন্দিত্ব মানেই নাভিশ্বাস! শ্বাসকষ্ট নাভিশ্বাসে একটিই শুধু চাওয়া - মুক্তি।



বন্দিত্ব নয়, মুক্তি এই শ্লোগানে আমিও একমত ঠামা কিন্তু প্রেমের ক্ষেত্রে নয় ।

কবি জন লিলির ভাষায় "All is fair in love and war"
প্রেমে অনিয়ম হচ্ছে নিয়ম, যুক্তি না থাকাটাই যুক্তিযুক্ত ।

এটা একটা প্রেমের কবিতা । এখানে বন্দী শব্দটা রুপক অর্থে ভালোবাসার বন্ধন ।

তাই আমি বলবো

ভালোবাসাহীন মুক্তি সেটা শূন্যতা
হৃদয়ের আবেগে বন্দী এটাই পূর্ণতা

শেষ করছি প্রিয় দুটো লাইন দিয়ে

আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে
তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত


এই যে হাতের পাঁচিলে বুকের মাঝে বন্দী থাকা, এটা কি !
এটাই ভালোবাসা ।

থ্যাংকস ঠামা

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩১

ঢুকিচেপা বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে অসাধারণ কিছু পংতি পেলাম।

“ ভালোবাসাহীন মুক্তি সেটা শূন্যতা
হৃদয়ের আবেগে বন্দী এটাই পূর্ণতা”

আপনার এই ২টি লাইন দারুণ লেগেছে আমার কাছে।

“ আমার ইচ্ছে করে হাতের পাঁচিল দিয়ে
তোকে জড়িয়ে থাকি সকাল থেকে রাত”


এই ২ লাইনের গভীরতা অনেক। এমন কিছু লাইন শেয়ার করে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।

আমি মনে করি প্রতিটি মন্তব্য আমার পোস্টকে অলংকৃত করেছে।

ফিরতি মন্তব্যের জন্য শুভেচ্ছা রইল।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:২৪

সাবিনার বচন বলেছেন: চমৎকার লাগলো।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আপনার ভালো লেগেছে জেনে দারুণ লাগছে।

শুভেচ্ছা রইল।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: কে কি মন্তব্য করেছে তা জানতে আবার এলাম।

০৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

ঢুকিচেপা বলেছেন: কোন সমস্যা নেই, দরজা অল টাইম খোলা, যখন খুশি আসবেন।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৫

সাগর শরীফ বলেছেন: মন্তব্য তো যা করতে চেয়েছিলাম রাজিব ভাই করে রেখে দিয়ে গেছে। লেট করলে এরকমই হয়!
যাই হোক, ছোট আর ছন্দবহুল হওয়াতে খুব ভাল লেগেছে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৪

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।

আপনার কমেন্ট পড়ে একটা গল্প মনে পড়লো।
এক বক্তা মঞ্চে উঠে বলছেন, আমি যা বলতে চেয়েছিলাম তা আমার আগের বক্তা বলে গেছেন এবং আমি যা বলতে চাই তা পরের বক্তা বলবেন।
আপনার ক্ষেত্রে সেটা আর হলো না, ছোট কবিতায় খুব ছোট করেই শেষ পর্যন্ত সুন্দর মন্তব্য করেছেন।

আবার দেখা হবে, ততক্ষণ শুভকামনা রইল।

২৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:২৮

সাগর শরীফ বলেছেন: কিছু একটা স্বাক্ষর রেখে যেতে হবে তো, নাহলে মনে রাখবেন কিভাবে!

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৯

ঢুকিচেপা বলেছেন: শরীফ ভাই আপনার সরলোক্তি ভালো লেগেছে তাই আপনাকেও মনে থাকবে।

ফিরে এসে অনুভূতি জানানোর জন্য ধন্যবাদ।

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫

ইসিয়াক বলেছেন: অসাধারণ লাগলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই যে................ আপনার সাথে যোগাযোগ মনে হয় অনেক দিন পর।

আপনার ভালো লেগেছে জেনে ভীষণ আনন্দিত।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: শব্দ গঠন চমৎকার ।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৭

ঢুকিচেপা বলেছেন: আপনার মন্তব্য এবং লাইকে অনুপ্রাণিত হলাম।

শুভেচ্ছা রইল।

২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩১

কবিতা পড়ার প্রহর বলেছেন: বন্দি বন্দি সবই বন্দি।
মান্না দের এই গান আগে কখনও শুনিনি।
৪নং মন্তব্যে গানটা পেয়ে শুনে ফেললাম।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৮

ঢুকিচেপা বলেছেন: “ বন্দি বন্দি সবই বন্দি।”
হা হা... আপনি বন্দি চিলেকোঠায় ।
হায়রে কপাল!!!! বিয়ের মিষ্টি, ১ম পাতার মিষ্টি কোনটাই পাওয়া হলো না।

“ মান্না দের এই গান আগে কখনও শুনিনি।”
বলেন কি!!!! মান্না দের বহুল প্রচলিত গানের মধ্যে এটা একটা।

আপনার চিলেকোঠার জন্য

২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

কবিতা পড়ার প্রহর বলেছেন: চিলেকোঠায় বেড়াতে আসেন। নিজে হাতে মিষ্টি বানায় খাওয়াবোনে।

০৯ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৭

ঢুকিচেপা বলেছেন: “ নিজে হাতে মিষ্টি বানায় খাওয়াবোনে।”

যাওয়ার তো খুব শখ ছিল কিন্তু যখন শুনলাম মেয়ে রুটি বানাতে পারে না তখন নিজ হাতে বানানো মিষ্টি খাওয়ার ইচ্ছা ........

২৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা সেই কথা মনে রাখসেন? ওকে মেয়েকে রান্নার স্কুলে পাঠায় দিয়ে হলেও আপনাকে মিষ্টি খাওয়ানো হবে। এত টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন।

১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৪

ঢুকিচেপা বলেছেন: “হা হা সেই কথা মনে রাখসেন?”
হা হা... মনে কি আর সাধে রাখি, মনে হয়ে যায়।

“ মেয়েকে রান্নার স্কুলে পাঠায় দিয়ে হলেও আপনাকে মিষ্টি খাওয়ানো হবে।”
আহা কি মধুর কথা, মিষ্টি খাওয়া ছাড়াই শুনেই প্রাণটা জুড়িয়ে গেল।

২৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৪৪

সাহাদাত উদরাজী বলেছেন: ছবিত তালাতে শুন্যের জায়গাতে 'আ তো ভা' কেন লেখা হল। জানেন কিছু!

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩৪

ঢুকিচেপা বলেছেন: হা হা.. সাহাদাত ভাই আপনার চোখে পড়েছে দেখছি। হ্যাঁ ওটা ইচ্ছাকৃত দেয়া হয়েছে। শব্দ বন্দীর রূপক হিসাবে।

আ=আমি
তো=তোমাকে
ভা=ভালোবাসি

আপনার পর্যবেক্ষনে দারুণ খুশি হয়েছি।

একটু ব্যস্ততার কারণে উত্তর দিতে দেরি হলো তবে শুভকামনা রইল।

৩০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:০২

কবিতা পড়ার প্রহর বলেছেন: ঢুকিচেপা আপা ভাবছিলাম এইবার ঢাকা ফিরে আপনার দেওয়া নতুন বাড়িটাই উঠে যাবো কিন্তু লরুজানের জ্বালায় আর সেই ঘটনাই লিখবোনা ভাবছি। সে আমার লেখার মগ্নতায় ব্যঘাৎ ঘটিয়েছে। জ্বালায় মারলো ভ্যা ভ্যা করে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪২

ঢুকিচেপা বলেছেন: যে মেয়ে বিলাসিতা ছেড়ে চিলেকোঠায় উঠতে দু’বার ভাবেনি, সামান্য কারণে মগ্নতায় ব্যঘাৎ ঘটবে এটা কেমন কথা ?

“নিজের কাজে এগিয়ে যাবে, নিজের আনন্দ নিজে লাভ করবে।”
যদিও এই কথাটি আপনারই লেখা, তাই কথাটির গভীরতার দিকে লক্ষ্যস্থির করুন।

৩১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

মুক্তা নীল বলেছেন:
এত সুন্দর ছন্দ মেলানো এবং সুন্দর মিষ্টি প্রেমের অর্থ
সহ কবিতা আমার মিস হয়ে গেলো ?
ভালোবাসার মানুষের কাছে নিজেকে সঁপে দিয়ে একে
অপরকে বন্দী করে রাখার মাঝে আনন্দ আছে।
কবিতা মারাত্মক সুন্দর হয়েছে এবং এই ভালোবাসা যেনো
বন্দীত্বের হাত থেকে স্লিপ না খায় ।
শুভেচ্ছা রইলো ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৫

ঢুকিচেপা বলেছেন: আপনার এত সুন্দর কমেন্ট পাবো বলেই হয়তো আর মিস হয়নি।

“ ভালোবাসার মানুষের কাছে নিজেকে সঁপে দিয়ে একে
অপরকে বন্দী করে রাখার মাঝে আনন্দ আছে।”

খুবই চমৎকার বলেছেন, আপনার কথার সাথে যেটা যোগ করতে পারি তা হলো, ভালোবাসা দিয়েই ভালোবাসাকে বন্দী করা।
ভালোবাসা বরাবরই পিচ্ছিল, মনে হয় তেল, সাবান জাতীয় কিছু লেগেই থাকে, সারাক্ষণ শুধু স্লিপ করার ভয়।
তবে ভালোবাসার মধ্যে যদি সেক্রিফাই থাকে তাহলে স্লিপ করার ভয় একদম নেই।

মন্তব্যটি অসাধারণ লেগেছে। আপনার জন্যও শুভেচ্ছা রইল।

৩২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: “নিজের কাজে এগিয়ে যাবে, নিজের আনন্দ নিজে লাভ করবে।”

এই বাক্য আমি মনে রেখেছি। বেদ বাক্য। জীবনে যাই পাই বা হারাই না কেনো কিছু কিছু আদেশ উপদেশ বড় মূল্যবান হয়ে গেঁথে গেছে আমার জীবনের সাথে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:১৯

ঢুকিচেপা বলেছেন: আপনার কথা শুনে খুব ভালো লাগলো।
৯ শব্দের একটি লাইনের মাঝে কত অনুপ্রেরণা লুকিয়ে আছে, সত্যিই চমৎকার!!!!!!

৩৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: সত্যিই জীবনের একটা পর্যায়ে এসে জীবনধারা বদলে দেবার মত কিছু বেদ বাক্য নিয়ে এগিয়ে গেছি। আসলে খেয়াল করে দেখলাম মানুষ খুব ছোট থেকেই কিছু না কিছু বেদ বাক্যকে নিয়েই বড় হয়। সেই বেদ বাক্যে কখনও সে সফল হয় কখনও অসফল।
বড় হবার পরেও আরও কিছু বেদবাক্য সেই অসফল হবার কারনগুলোকে আবার বদলে দিতে পারে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:০৪

ঢুকিচেপা বলেছেন: জীবন থেকে নেয়া কিছু কথা খুব ভালো বলেছেন।
সবার জীবনেই কিছু না কিছু বেদ বাক্য থাকে। সঠিক বেদ বাক্যের সাথে একাগ্রতা থাকলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

শুভকামনা রইল।

৩৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩১

জাহিদ হাসান বলেছেন:

২০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১০

ঢুকিচেপা বলেছেন:

৩৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:১৩

নাসরিন ইসলাম বলেছেন: মিষ্টি প্রেমের কবিতা। সত্যি অনবদ্য।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৩

ঢুকিচেপা বলেছেন: আপনাকে স্বাগত।
আপনার কাছে মিষ্টি লেগেছে জেনে ভাল লাগলো।

শুভেচ্ছা রইল।

৩৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৫

মিরোরডডল বলেছেন:

ঢুকি, কতদিন হয়ে গেলো নতুন পোষ্ট নেই :(
কবিতা হয়েছে, এবার গল্প চাই ।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৯

ঢুকিচেপা বলেছেন: আপু যে..........

“ ঢুকি, কতদিন হয়ে গেলো নতুন পোষ্ট নেই :(

এই গরমে একটু শীতনিদ্রায় আছি।

সত্যি বলতে কি, “শব্দ বন্দী কথায়” –শব্দগুলো কথার ছিকল ভেঙ্গে যখন কলমে আসবে তখন একটা গল্প লিখবো।
আপনার অনুপ্রেরণায় অবশ্যই চেষ্টা করবো।

আপনার শেষ পোস্ট কিন্তু বুড়ো হয়ে গেছে, তাই আপনিও লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.