নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

আদর

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৮


নয়নের মাঝে আঁকা হলো না
তোমার একটি ছবি
হৃদয়ের মাঝে আদরের নাম
লিখে যায় কোনো কবি ॥

তোমার হাসি হলো না দেখা
শুনে যাই বাতাসে
আবেগের ছোঁয়া পেয়ে যাই যেন
পরিচিত নিশ্বাসে
তাই, হৃদয়ের মাঝে আদরের নাম
লিখে যায় কোনো কবি ॥

তোমার তিলে ছুঁয়ে যাওয়া সুখ
টোল পড়া সেই গালে
সোহাগের মায়া নেয়াদেয়া যেন
গভীর অন্তরালে
তাই, হৃদয়ের মাঝে আদরের নাম
লিখে যায় কোনো কবি ॥


উৎসর্গঃ শ্রদ্ধেয় ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই এর গুরুকে

ছবিঃ গুগল।

মন্তব্য ৬২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ল্যাপটপ ক্লোজ করার আগে ব্লগ ক্লোজ করতে এলাম। অমনি দেখি আপনি আদর দিচ্ছেন। পুরা লেখাটা সুন্দর। কিন্তু নীচের উৎসর্গটা দেখে তো চমকে উঠলাম। আমার গুরুকে এ কবিতা উৎসর্গ করেছেন দেখে গুরুর প্রতি ঈর্ষা করবো, নাকি আপনার প্রতি ঈর্ষা করবো, সে বিষয়ে দ্বিধায় পড়ে গেছি।

আমি চেষ্টা করবো, কোনো একসময় এ কবিতায় সুর দিতে। আমার শ্বাস খুব ছোটো, নইলে সহজেই সুর তুলতে পারতাম।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৪৮

ঢুকিচেপা বলেছেন: যাক প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে দারুণ লাগলো।

ঈর্ষা যদি করতেই হয়
গুরুর সাথে করেন
আমার সাথে ঈর্ষার ভাব
দয়া করে ছাড়েন

আমি কিন্তু আপনার থেকে সুর পাওয়ার অপেক্ষায় রইলাম।

২| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: গুরু এবং শিস্য দুজনই আমার প্রিয় আর তাই কবিতাটাও প্রিয় হয়ে গেলো।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৫

ঢুকিচেপা বলেছেন: কবিতাটা আপনার প্রিয় হতে পেরেছে জেনে ভালো লাগলো।
চিলেকোঠা লেখার কলম দিয়ে লিখতে পারলে আরেকটু ভালো হতো।

ধন্যবাদ।

৩| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: উতসর্গ যোগ্য লোককেই করেছেন।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৫

ঢুকিচেপা বলেছেন: রাজীব ভাই এই যে আপনার কোক আর বার্গার

৪| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০০

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা চিলেকোঠা তো কি বোর্ডে লিখি। আর সেটা আমি লিখি না আমাকে দিয়ে কেউ লেখায়....
মনের কোনের বাইরে আমি জানলা খুলে ক্ষনে ক্ষনে চাইরে ....
কোন অনেক দূরে উদাস সূরে আভাস যে কার পাইরে
আছে আছে নাইরে ........

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১২

ঢুকিচেপা বলেছেন: ব্লগ তো দেখি তান্ত্রিকে ভরে যাচ্ছে।
ওদিকে মিরর আপু নাকি স্বপ্ন দেখে মানুষকে উপরে পাঠায়, আর গতকাল পড়লাম আপনার উপর ওহি আসে।
আমি এখন যাই কই ?

৫| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৩

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা তন্ত্র মন্ত্র নিয়ে বশীকরণ করতে হবে।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৭

ঢুকিচেপা বলেছেন: হাহাহা,,, শুভ্র পিছলে বেরিয়ে যাবার আগেই তন্ত্র মন্ত্র শুরু করে দেন।

৬| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৩৬

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।

২১ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৪৭

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই, আপনার ভালো লেগেছে জেনে আমিও প্রীত।

শুভেচ্ছা রইল।

৭| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৪

রাজীব নুর বলেছেন: বার্গার আর কোকের জন্য ধন্যবাদ।
আপনি এত ভালো কেন?

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:১৪

ঢুকিচেপা বলেছেন: বিনে পয়সায় আপ্যায়ন করতে অসুবিধা কোথায়!!!!!

৮| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:২৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা ভালো লেগেছে। আরও কবিতা সামনে আসবে আশা করি।

২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৩৪

ঢুকিচেপা বলেছেন: লাইকসহ মন্তব্যের জন্য ধন্যবাদ।
কবিতা লেখার দৌড় আমার এ পর্যন্তই, আপনার ভালো লেগেছে তাতেই খুশি।
আগামীতে আরও কবিতা আসবে এমন নিশ্চয়তা কম।
তবে আপনার সেই কবিতার পরে কিন্তু আর লেখেননি।

৯| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ওটা আমার প্রথম পূর্ণ কবিতা বলতে পারেন। আমি লেখকও না কবিও না। না হতে পারলাম হাইল্লা না হতে পারলাম জাইল্লা। আধুনিক প্রযুক্তির জোরে কি বোর্ডে চাপ দিলেই হাজার মানুষ পড়তে পারে। তাই আমার মত লোক এখন লেখে। তবে আপনার কবিতাটা ভালো মানের হয়েছে। এটা আপনার কয় নম্বর কবিতা? না কি হিসাব নাই। পরের কবিতাটা প্রেম ছাড়া অন্য কোন বিষয় নিয়ে লিখবেন।

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯

ঢুকিচেপা বলেছেন: আপনার প্রথম কবিতা খুব খুব ভালো লেগেছিল।
হাইল্লা জাইল্লা না হয়ে ভালো হয়েছে, হলে আপনার সাথে পরিচয় হতো না।
আপনার বিশ্লেষণধর্মী লেখা ভালো হয় এবং বর্তমানে যেটা অনুবাদ করছেন সেটাও খুব সুন্দর হচ্ছে।

“ এটা আপনার কয় নম্বর কবিতা? না কি হিসাব নাই।”
হিসাব অবশ্যই আছে তবে খু্ব কম, তাই কত নম্বর এটা গোপন থাক।

“ পরের কবিতাটা প্রেম ছাড়া অন্য কোন বিষয় নিয়ে লিখবেন।”
জো হুকুম............... আপাততঃ প্রেম ট্রেম বাদ. চিলেকোঠার প্রেম দেখে অনেক শিক্ষা হয়েছে। কবিতা আপু আর কয়েক পর্ব কাঁদলে চিলেকোঠা পুকুর হয়ে যাবে তখন আমি আর আপনি মিলে সামুদ্রিক মাছ চাষ করবো।

১০| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১২:৪৪

রামিসা রোজা বলেছেন:

বাহ্ অনেকদিন পরে কবিতা আসছি একটু পরে ...

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:১৯

ঢুকিচেপা বলেছেন: হাজিরা খাতায় আপনার উপস্থিতির ঘরে টিক দিয়ে দিলাম।

১১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:২৮

মিরোরডডল বলেছেন:



যেমন সুন্দর কবিতা
ঠিক সেরকম হয়েছে ছবিটা

দারুণ ঢুকি !!!! শুধু একটা প্রশ্ন, তিলটা কোথায় :P


২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

ঢুকিচেপা বলেছেন: “ শুধু একটা প্রশ্ন, তিলটা কোথায়”
আড়ালে রয়েছে একটি তিল
দেখা হয়নি যারে
কল্পনাতেই দেখতে পারেন
যেথায় খুশি তারে

ছবির ক্ষেত্রে একজনের সাহায্য নিয়েছি তাই ক্রেডিটটা তার কাছেই যাবে।

লাইকসহ মন্তব্যের জন্য ধন্যবাদ।

১২| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩১

নেওয়াজ আলি বলেছেন: অনিন্দ্য সুন্দর লেখা

২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২০

ঢুকিচেপা বলেছেন: আলি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য।

১৩| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৩৫

রামিসা রোজা বলেছেন:

অনুভবের অনুভূতিগুলোই আদর ।
স্নেহের আদর,জয়ের আদর,ভালোবাসার আদর ...
সব আদরের মূল হলো অনুভূতি । এই কবিতাটা অনেক
ধরনের অনুভূতির ছোঁয়া দিলো ।

চমৎকার কবিতায় ভালোলাগা ও উৎসর্গকারীকে শুভেচ্ছা।


২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

ঢুকিচেপা বলেছেন: “ সব আদরের মূল হলো অনুভূতি ।”
খুব সুন্দর বিশ্লেষণের পর উপস্থাপন করা বাণীটি মন ছুঁয়ে গেল।
বরাবরের মত আপনার মন্তব্যে অনুপ্রাণীত।
উৎসর্গকারীকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ, আশা করছি উনি নিয়ে যাবেন।

১৪| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে, যদিও আমি কবিতা ভালো বুঝি না।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

ঢুকিচেপা বলেছেন: সে অবস্থা তো আমারো, আমিও ভালো বুঝি না। বিশেষ করে গদ্য কবিতা আমার মাথার উপর দিয়ে যায়।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:

তুমি আছ চিরদিন আমার হৃদয়ে অমলিন
আকাশ তলে কৃষ্ণচূড়া কুয়াশা অবগাহনে
তোমার আমার এ প্রেমের ছবি লিখবে কবি
....................................................।

কাব্য ভাল হয়েছে।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪

ঢুকিচেপা বলেছেন: “ তুমি আছ চিরদিন আমার হৃদয়ে অমলিন
আকাশ তলে কৃষ্ণচূড়া কুয়াশা অবগাহনে
তোমার আমার এ প্রেমের ছবি লিখবে কবি
....................................................।”

তুমিহীনা শুধু পৃথিবীতে বাঁকী রয়েছে সবি

মাইদুল ভাই আপনার কাব্যও দারুণ হয়েছে। পূর্ণাঙ্গ কাব্য লিখে পোস্ট দিয়ে দেন।

১৬| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:০২

ফয়সাল রকি বলেছেন: সুন্দর, মায়াবী।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ঢুকিচেপা বলেছেন: বিশেষণ সমৃদ্ধ দুটি শব্দ ভালো লেগেছে।

শুভেচ্ছা রইল।

১৭| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বিনে পয়সায় আপ্যায়ন করতে অসুবিধা কোথায়!!!!!

অনেকে এতটুকুও করে না।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

ঢুকিচেপা বলেছেন: যাইহোক সমস্যা নেই, এটা এখানেই থাকলো যখন খুশি খেয়ে যাবেন।

১৮| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

কালো যাদুকর বলেছেন: ভাল লেগেছে। ধন্যবাদ।

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

ঢুকিচেপা বলেছেন: যাদুকর ভাই আপনাকে স্বাগত।
ভালো লেগেছে জেনে আপ্লুত তবে আরো ভালো লিখতে কোন যাদুবিদ্যা থাকলে দিয়ে যাবেন।

১৯| ২২ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২২

আমি সাজিদ বলেছেন: চমৎকার

২২ শে নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৬

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

২০| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা আমার একটি প্রিয়, কাঙ্খিত শব্দ। আমার বাড়ীর নামও আদর
কবিতাটি চমৎকার হয়েছে, আমি বলবো বেশ উন্নত মানের। তবে পাঠকদের (বিশেষ করে ব্লগের পাঠকদের) কাজ তো শুধুমাত্র প্রশংসা করা না, কিছু সাজেশন থাকলে সেটাও কবি-লেখকদের জানানো। সেই প্রেক্ষিতে বলছি, দ্বিতীয় ও তৃতীয় স্তবক দুটিও প্রথমটির মত চার পংক্তিতে সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় আরো ভাল হতো। অতিরিক্ত পংক্তিদুটোকে আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, তবে কবি'র কথাই শেষ কথা।
ভাল লাগার চিহ্নটা গতকালই ক্লিক করে গিয়েছিলাম, আজ ভাল লাগার কথাসহ ভাল না লাগার কথাও বলে গেলাম।

২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৬

ঢুকিচেপা বলেছেন: প্রচ্ছদ এবং শিরোনাম একজনের দেয়া, তিনি যদি আপনার এই লাইন পড়েন তাহলে খুব খুশি হবেন।
গতকাল লাইক পাওয়ার পর থেকেই আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম। ভাল লাগা বা না লাগার বিষয়ে কেউ যদি নাও বলে আপনি অবশ্যই বলবেন।
আপনি যা ধরেছেন সেটা একদম ঠিক আছে এবং আমার বক্তব্য চার পংক্তিতেই সীমাবদ্ধ।
এবার কারণটা বলি, প্রথম ৪ লাইন স্থায়ী, ২য় স্তবকের ৪ লাইন অন্তরা, অন্তরা থেকে স্থায়ীতে ফিরতে একটা ব্রীজ লাইন প্রয়োজন পড়ে। যেহেতু “কবি”র সাথে অন্তরার শেষ শব্দ মেলাতে পারিনি তাই ঐ ২ লাইনকে ব্রীজ লাইন হিসাবে এখানে এনেছি।
১ নং কমেন্টে সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই মনে হয় টের পেয়েছেন তাই সুর করতে ইচ্ছা প্রকাশ করেছেন। উনি সুর করে যখন গাইবেন তখন হয়তো বিষয়টা আরো পরিষ্কার হবে।

লাইকসহ সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২১| ১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৪

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! ভালোলাগা।

১৩ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

ঢুকিচেপা বলেছেন: আপু লাইকসহ মন্তব্য এবং উপস্থিতিতে অনুপ্রাণিত।

শুভকামনা রইল।

২২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৯

শায়মা বলেছেন: এই যে ঢুকিচেপা ভাইয়া!!!

বিজয় দিবসের শুভেচ্ছার সাথে সাথে ভাইয়া হয়ে যাও ......

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৫

ঢুকিচেপা বলেছেন: হাহাহা, জেন্ডার ফিরে পেলাম!!!!!!!!!!
হায়ার করা লোক কাজে লেগেছে দেখছি...........
এর পর এমন সুপারি পেলে আপনাকে জানাবো, নিশ্চিন্তে থাকুন।

আপনাকেও বিজয় দিবসের শুভেচ্ছা।

২৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রামিসা রোজা বলেছেন:

@‌ শায়মাআপু ,
আমি তো উনাকে এতোদিন আপু-ই ভেবেছিলাম ,
আসল রহস্য কি জানার আগ্রহ রইলো

১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৭

ঢুকিচেপা বলেছেন: হায় হায়, কবিতা আপুর চিলেকোঠায় গিয়ে কি সর্বনাশটাই না হয়েছে। রোজা আপুও ভাবছে আমি মেয়ে!!!!!!!!!!! কি লজ্জা, কি লজ্জা............
আপনি বলেন এমন বিদঘুটে নাম কোন মেয়ের হতে পারে ?

শায়মা আপুকে হায়ার করেছিলাম কবিতা আপুর গলা টিপে মেরে ফেলে আমার জেন্ডার যেন ফিরিয়ে দেয়।

২৪| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৮

রামিসা রোজা বলেছেন:
আপনার নিকনেম এত প্যাঁচ ধরার আসলে কোন উপায়
নেই , যাই হোক দিন শেষে আমরা আমরাই ..

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১১

ঢুকিচেপা বলেছেন: এটা পড়লে নিক সংক্রান্ত বিষয়টা বুঝতে পারবেন।

যাই হোক দিন শেষে আমরা আমরাই ..

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:০২

শায়মা বলেছেন: হা হা হা রামিসা আপু....... ঢুকিআপুর জন্য ক্রাইম পেট্রলে জব নিয়ে একজনের গলা টিপে এলাম....

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৪

ঢুকিচেপা বলেছেন: অত খুশি হওয়ার কিছু নাই, সবে তো একটা কাজ হলো, আপনার গ্রেড এখন থ্রি। এই থ্রি গ্রেডে কোথাও কাজ পাবেন না। তাই নতুন কাজ দিচ্ছি, এবার নিজের গলাটা টিপে ধরুন তাহলে আপনার গ্রেড হবে ফাইভ। কেসটা মিটে গেলে জানাবেন।

২৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:১৭

রামিসা রোজা বলেছেন:

@ শায়মা আপু,
ঢুকিআপু আবার কাঁদবে না তো গলা টিপে এলেন যে ?
অলরেডি তাকে আমি বেচারা থেকে বেচারী ভেবেছি ..
আমি তো হেসেই অস্থির । অনেকদিন পর একটা বিষয়ে মজা পেলাম , তাও এই শায়মাআপু টার জন্য ।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৩১

ঢুকিচেপা বলেছেন: আমি কাঁদতে যাব কোন দুঃখে।
কবিতা আপুর চোখের জলে চিলেকোঠা এখন পুকুর। আমি আর চুয়াত্তর ভাই ঐ নোনা জলে সামুদ্রিক মাছ চাষ করছি। ধনী কন্যার চোখের জলে ভেজাল ছিল মাছগুলো ঠিকভাবে বাড়ছে না, এই নিয়ে ভিষণ দুঃচিন্তায় আছি আর আপনি মজা করে হাসছেন ?

২৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১:২৭

শায়মা বলেছেন: কি বলো !!!!!!!!! নিজের গলা নিজে টিপবো!!!!!!!!! আমি কি আর এতই বোকা!!!!!!!!!!!!!!

রামিসা আপু ঢুকি আপাভাইয়া আর চুয়াত্তরভাইয়া এই দুজনকে যারা চিনবে না তারা আজীবন অবুঝ রয়ে যাবে .....

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪২

ঢুকিচেপা বলেছেন: একবার না হয় চালাকি করে চেষ্টা করতে পারতেন। কী আর এমন হতো ?
@ রোজাপু
আমি আর চুয়াত্তর ভাই হলাম মাটির মানুষ। গায়ে চিমটি দিলে এখনো এক দলা মাটি উঠে আসবে হাতে। অন্যের কথায় কান দেয়ার দরকার নেই। যিনি আপনার কান ভারি করতে চাচ্ছেন তিনি কিন্তু বহুরূপী, মানুষ না অপ্সরা!!!! একজন অপ্সরার পক্ষেই সম্ভব একসাথে গান গাওয়া, নৃত্য, কবিতা আবৃত্তি, ছবি আঁকা, লেখালেখি, রন্ধন শিল্পী, রুম ডেকোরেশন, নিজের চেহারা ডেকোরেশন, ক্রিয়েটিভ শিল্প কর্ম, শিক্ষকতা করা, নায়িকাদের মত গাড়ী চালানো এমন কি ভিলেনদের মত মানুষের গলা টিপে ধরা। তাই সাবধান!!!!!!!!!

২৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ডিসেম্বরে নতুন পোস্ট কই ভাই? প্রচন্ড ব্যস্থ নাকি ?

১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৩

ঢুকিচেপা বলেছেন: না না প্রচন্ড ব্যস্ত না, আসলে সময়গুলো কাঠ বিড়ালী খেয়ে যাচ্ছে তাই সময়টা একটু কমে গেছে।
একটা পোস্ট দিব বলে ভাবছি কিন্তু লেখা কমপ্লিট হয়নি। তবে ডিসেম্বরেই দিয়ে দিব।

আপনার আন্তরিকতার জন্য ধন্যবাদ।

২৯| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




কবিতায় অদৃশ্যভাবে কিছু চাওয়ার আছে মনে হচ্ছে। যে কোনো চাওয়া যদি হয় - মন থেকে, তাহলে সেই চাওয়া পূরণ হয়। আপনার চাওয়াগুলো পূরণ হোক এই কামনা করছি। কবিতায় লাইক+++

১৭ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

ঢুকিচেপা বলেছেন: “ কবিতায় অদৃশ্যভাবে কিছু চাওয়ার আছে মনে হচ্ছে।”
হাহাহা এটা শুধুই কবিতা, একটা প্লট মাথায় আনতে হয় এই আর কি।

লাইকসহ সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।

৩০| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: 'কবিতা পড়ার প্রহর' আপুর গলার উপর কোনও আঘাত আমরা মেনে নেব না। এই নবীন প্রতিভাকে এভাবে হত্যা চেষ্টার বিরুদ্ধে প্রয়োজনে আইনের আশ্রয় নিতে আমি আর ঢুকিচেপা ভাই (আপু?) পিছপা হবো না। চিলেকোঠার প্রেমের ট্র্যাজেডি আমাদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছে তা নিরাময়ের জন্য অতি সত্বর একটা কমেডিধর্মী মিষ্টি প্রেমের গল্প উপহার দেয়ার জন্য আপনার মাধ্যমে আমি 'কবিতা পড়ার প্রহর' আপুকে বিনীত অনুরোধ জানাচ্ছি। তা না হলে কিন্তু কঠোর আন্দোলন শুরু হবে কিন্তু।

১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:১১

ঢুকিচেপা বলেছেন: মাঝখানে আপনি ক’দিন ছিলেন না তাই মিস হয়ে গেছে। কবিতা পড়ার প্রহর চলে গেলে কোন সমস্যা নাই এরপর আসবে গল্প পড়ার প্রহর

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

ওমেরা বলেছেন: আদরমাখা কবিতাটা ভালো লাগলো।

২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩২

ঢুকিচেপা বলেছেন: ওমেরা আপু,
মন্তব্যসহ আপনার উপস্থিতিতে দারুণ খুশি। করোনাকালে ভালো থাকবেন এই প্রত্যাশা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.