নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাপে তপ্ত হই না হলে পড়ে থাকি মরুভূমির বালিকণার মত

ঢুকিচেপা

“স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।” এ.পি.জে আব্দুল কালাম

ঢুকিচেপা › বিস্তারিত পোস্টঃ

এলো এলো করে আজ ঈদ এলো রে

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:২০


এলো এলো করে আজ ঈদ এলো রে
এক ফালি চাঁদ ঐ আকাশের বুকে
আগমনী বার্তায় ঘুম নেই চোখে
ঈদ মোবারক, ঈদ মোবারক
ধনী গরিব সবার ঘরে ।।

করোনাকালে ছিল অঢেল সময়। এই সময় কি নিয়েছে সে প্রসঙ্গে না যাই বরং কি দিয়েছে সেটাই বলি।
অনেক কিছুর মধ্যে যেটা সবচেয়ে বেশি পেয়েছি তা হলো অলসতা। এই গর্ত থেকে আর উঠতেই পাচ্ছি না। ব্লগে অফলাইনে পোস্ট পড়ি কিন্তু মন্তব্য লিখতেই যত অলসতা। তখন মনে হয় লেখার বদলে যদি টিপ সই দেয়া যেত তাহলে ভালো হতো।

যাইহোক যে কারণে এই অলসতার গর্ত থেকে কিবোর্ড হাত নিয়েছি তার সাথে জড়িয়ে আছে সামু এবং কান টানলে যেমন মাথা আসে তেমনি সামুকে টানলে আসবে আমার প্রিয় সহব্লগারগণ।

এস.এস.সি’র রেজাল্টের আগ পর্যন্ত নিজের উপর আস্থা ছিল একশ তে একশ, রেজাল্টের পর তা হাওয়াই মিঠাই এর মত উড়ে গেছে। মূলতঃ এই নিকে আমি এই ক’বছর হলো আধা-নিয়মিত। আমার লেখা গল্প বা কবিতা পোস্ট করার পর সহব্লগারদের প্রশংসনীয় মন্তব্যে আস্থার উপর একটু টানাটানি পড়তো। আসলেই কি ভালো লিখেছি নাকি পাম* দিচ্ছে (*এই শব্দ ইউজ করার গল্প নিচে দিলাম)। এতো চমৎকার সব মন্তব্য আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা জুগিয়েছে।

কবিতা আমি কম বুঝি তবে ছন্দ কবিতা হলে মজা পাই। আমি যে কবিতা পোস্ট করেছি মূলতঃ ওগুলো গান বা গানের বাণী হিসাবে লেখা। এই লেখালেখি চলছে অনেক বছর হলো কিন্তু অনিয়মিত, হয়তো বছরে একটা বা দুইটা, কোনটা সংরক্ষণে থাকতো আবার কোনটা না। সব মিলে দেখা যাবে ৮/১০ টা গান হয়েছে। এরপর ব্লগ থেকে অনুপ্রেরণা পাওয়ার পর মেশিন স্টার্ট দিয়ে গান বের হলো ২০ টা। এই মধ্যে থেকে বাছাই করে ২৮টা গান গত ২৬/১১/২০২০ইং তারিখে রংপুর বেতারে জমা দিলাম গীতিকার হওয়ার দুঃস্বপ্ন নিয়ে। এ বছর ২৮ মার্চে আমাকে কল দিয়ে জানালো আমি গীতিকার হিসাবে সিলেক্টেড হয়েছি এবং মার্চের ৩০ তারিখ রংপুরে গিয়ে চুক্তি স্বাক্ষর করে আসতে হবে। অভিষেক অনুষ্ঠানে রংপুর বেতারের আঞ্চলিক পরিচালক জনাব ডঃ মোহাম্মদ হারুন অর রশিদ তাঁর বক্তব্যে বললেন বিভিন্ন দিবস উপলক্ষেও আমরা গান লিখে পাঠাতে পারি। উনার বক্তব্যের রেশ ধরে পবিত্র মাহে রমজান উপলক্ষে একটা গান লিখে পাঠাই। গানটি কম্পেজিশন করে রংপুর বেতারে পরিবেশিত হয়। আমার এ প্রাপ্তিতে সামু এবং সহব্লগারগণ এবং আমার এক বন্ধু ওতোপ্রতভাবে জড়িত, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।



{*অফিসের বস একদিন বললেন উনি বাচ্চাদের জন্য কম্পিউটার কিনবেন আমি যেন সঙ্গে থাকি। কম্পিউটার যখন বাসায় সেট করি তখন বসের ছোট মেয়ে পাশেই ছিল আর কি কি করি সেগুলো দেখছিল। আমি কম্পিউটার অন করে ডেক্সটপে একটা পুতুলে ছবি সেট করে বললাম দেখ তোমার মতো সুন্দর একটা পুতুলের ছবি দিয়েছি, আমার কথা শুনে সে বলে “থাক আর পাম দেয়া লাগবে না”, আমি তো হাসতে হাসতে শেষ, ও তখনো স্কুলেই ভর্তি হয়নি এত ছোট}


ছবি

মন্তব্য ৩৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

খায়রুল আহসান বলেছেন: এ ব্লগে পুনরাবির্ভাবের পর আপনি যতগুলো পোস্ট লিখেছেন, সবগুলোই আমাও ভালো লেগেছে। মন্তব্যও করেছি বোধ হয় সব গুলোতেই। এ ছাড়া আপনি পোস্টে, মন্তব্যে এবং প্রতিমন্তব্যে মার্জিত রুচিবোধ এবং শালীন ভাষা ও ভব্য আচরণের পরিচয় দিয়ে থাকেন। তাই আপনি পুনরাবির্ভাবের অল্প সময় পর বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।

এ গানটা খুব সুন্দর লিখেছেন। সুরারোপিত গানে কণ্ঠ সংযোগ ও পরিবেশনাও ভালো হয়েছে। রংপুর বেতার এর আঞ্চলিক পরিচালক একজন সম্ভাবনাময় গীতিকারকে সফলভাবে শনাক্ত করতে পেরেছেন বলে মনে করি। উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

পোস্টে প্লাস। + +

০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

ঢুকিচেপা বলেছেন: শুরুতেই আপনার মন্তব্য একটা সীলমোহরের মত কাজ করেছে।
অনুপ্রেরণা দেয়া ব্লগারদের তালিকার মাঝে আপনি অন্যতম।
রংপুর বেতার থেকে বাছাই করে ১০০ জনের তালিকা পাঠিয়েছিল ঢাকা বেতারে, সেখানে আবার বাছাই করে ২৭ জনকে সিলেকশন দিয়েছে।
রংপুর বেতার এর আঞ্চলিক পরিচালক চমৎকার একজন মানুষ, সিলেক্টেড হয়েছি বলে নয় সত্যিই ভাল মনের এবং আন্তরিক মানুষ।

পোস্টে + দিয়ে বরাবরের মত চমৎকার মন্তব্যে আপ্লুত।

২| ০৩ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

বিজন রয় বলেছেন: প্রায় এক বছর পর পোস্ট দিলেন!

কেমন ছিলেন, আছেন?
নিয়মিত থাকুন।

ঈদ মোবারক।
শুভকামনা।

০৩ রা মে, ২০২২ রাত ১১:৫৫

ঢুকিচেপা বলেছেন: দাদা ঈদ মোবারক
হ্যাঁ অনেকদিন পর পোস্ট দিলাম, অলসতার কারণে লেখা হয়ে ওঠে না, কিন্তু আপনিও তো অনেক দিন হলো হাওয়া হয়ে গেছেন।
আল্লাহর রহমতে আমি ভালো ছিলাম এবং এখনো আছি।
পোস্টে প্লাস ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
আপনার জন্যও শুভকামনা রইল।

৩| ০৩ রা মে, ২০২২ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: ঢুকিচেপা,



একজন নবীন গীতিকারকে অভিনন্দন। আপনার সাফল্যের জন্যে আমার মতো অন্য ব্লগারগণও মনে হয় গর্ব বোধ করবেন।
অনেকদিন পরে দেখলুম আপনাকে। নিয়মিত থাকুন ব্লগে।

ঈদ রাতের শুভেচ্ছা।

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:০৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনুপ্রেরণা দেয়া ব্লগারদের মাঝে আপনিও আছেন এবং আমার গর্ব আপনাদের অনুপ্রেরণা।
ঠিকই বলেছেন অনেকদিন পরই উদয় হয়েছি।

আপনার জন্য রইল ঈদের শুভেচ্ছা।
পোস্টে প্লাস ও মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৪| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৪১

ইসিয়াক বলেছেন: অভিনন্দন ও ঈদ মোবারক।
আপনার সাফল্যের খবরে আমি দারুণ রোমাঞ্চিত।
ভালো থাকুন ভাইয়া।

শুভ হোক সকল সময়।

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:১৫

ঢুকিচেপা বলেছেন: ইসিয়াক ভাই ধন্যবাদ এবং ঈদ মোবারক
আপনাকে অনেকদিন আগে বলেছিলাম এই ব্যাপারে, আপনি চেষ্টা করতে পারেন।
সাফল্য পেয়েছি কিন্তু তার পেছনে আপনাদের অনুপ্রেরণা সাহস যুগিয়েছে।

পোস্টে প্লাসসহ সুন্দর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।

৫| ০৩ রা মে, ২০২২ রাত ৮:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ঈদ মোবারক

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:১৭

ঢুকিচেপা বলেছেন: আপনার জন্য রইল ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক।

৬| ০৩ রা মে, ২০২২ রাত ১০:০১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও!!! অভিনন্দন!!!

প্রথমত মিউজিক কম্পোজিশনটা অসাধারণ হয়েছে। এটা কী-বোর্ডে, নাকি কম্পিউটারে? কম্পোজার কে?

সুর ভালো লেগেছে, গাম্ভীর্য ফুটে উঠেছে।

লিরিকও চমৎকার।

বর্তমান সময়ের একজন বিখ্যাত গীতিকার - কবি নাসির আহমেদ গত বছর জি-টিভি'র এক সাক্ষাৎকারে বলছিলেন, তিনি ২৫টা গানের পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন রেডিওতে। এর পরের অংশ বলি আরেকজনের কাহিনি বলে। আমার গুরু কবি খলিল মাহ্‌মুদ সম্ভবত ক্লাস টেন বা ইলেভেন/টুয়েল্ভে থাকা অবস্থায় ২৫ গানের পাণ্ডুলিপি পাঠিয়েছিলেন ঢাকা বেতারে। মাস খানেক পর তার বন্ধু পোস্ট অফিস থেকে বেতারের উত্তরওয়ালা এক চিঠির খাম নিয়া এলো। তারা দুজন অনেক উত্তেজনা নিয়ে সেই খাম খুললো। উত্তেজনায় বুক ফেটে যাচ্ছে, বা দম বন্ধ হয়ে আসছে। বন্ধুটি চিঠি খুলে পড়ছে - আপনার ২৫টি গান পেয়েছি। গান পাঠানোর জন্য ধন্যবাদ। গানগুলো মনোনীত হয় নি বলে আমরা আন্তরিক ভাবে দুঃখিত!!!! কবি নাসির আহমেদের ক্ষেত্রেও এটা ঘটেছিল :(

এ গানের শিল্পীও গানটি ভালো গেয়েছেন।

আপনাকে আবারও অভিনন্দন। আপনার সঙ্গীত জীবন সার্থক হোক।

০৪ ঠা মে, ২০২২ রাত ১২:৫৭

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যসহ একটি ঘটনা শেয়ার করার জন্য।

গানের কম্পোজিশন সংশ্লিষ্ট তথ্য দিলাম।
“শিল্পীঃ ইমরোজ সুলতানা টুম্পা
সুর ও সঙ্গীত পরিচালনাঃ মোঃ তামজিদুর রহমান
রেকর্ড, মিক্সিং ও ভিডিওঃ অসীম রায় সঞ্জয়
প্রযোজনাঃ এ এইচ এম শরিফ
পরিকল্পনা ও নির্দেশনাঃ ডঃ মোহাম্মদ হারুন অর রশিদ, আঞ্চলিক পরিচালক”


মিউজিক কী-বোর্ড দিয়েই করা।

আমরা দুইবন্ধু পান্ডুলিপি জমা দিয়েছিলাম। আমার সেই বন্ধুর লেখা গান সংখ্যা ১০০/১৫০, তার গান সিলেক্ট হয়নি।
যাইহোক আমি বিশেষভাবে চাইবো আপনি আবার গান জমা দেন। এ বিষয়ে কিছু জানার থাকলে বলতে পারেন।
অনুপ্রেরণা দেয়ার লিস্টে আপনিও আছেন।

আপনার জন্য রইল ঈদের শুভেচ্ছা।

৭| ০৩ রা মে, ২০২২ রাত ১০:২০

মিরোরডডল বলেছেন:




কংগ্রেচুলেশন্স ঢুকি !
তারপর ? আবার কখন ডুব মারা হবে ?



০৪ ঠা মে, ২০২২ রাত ১:১৭

ঢুকিচেপা বলেছেন: সেই কখন থেকে মাদুর পেতে বসে আছি আপনি কংগ্রেচুলেট করবেন বলে!

“তারপর ?”


“ আবার কখন ডুব মারা হবে ?”
আমি তো ডুবেই আছি, আপনি কি দেখতে পাচ্ছেন ?

আমার প্রতিটা পোস্টে আপনার উপস্থিতি এবং অনুপ্রেরণায় আমি ভীষণভাবে আনন্দিত।

ঈদের শুভেচ্ছা রইল।

৮| ০৩ রা মে, ২০২২ রাত ১০:৩৪

শায়মা বলেছেন: বাহ!!

তাই তো বলি ভাইয়ু অনেক বিজি নিশ্চয় তাই ভুলে যায় ব্লগে আসতে।

গানটা খুবই সুন্দর হয়েছে।

০৪ ঠা মে, ২০২২ রাত ১:৪৪

ঢুকিচেপা বলেছেন: গত ঈদে গিফট না কি যেন দিয়েছিলেন এই ঈদে তাও নাই, না ভুলে উপায় আছে ?
গানটা আপনার কাছে সুন্দর লেগেছে জেনে আনন্দিত।

আপনার জন্য গরম গরম তরমুজ খেয়ে যাবেন কিন্তু।

৯| ০৪ ঠা মে, ২০২২ রাত ১২:১৭

মুক্তা নীল বলেছেন:

অভিনন্দন !!
আপনি ফিরে আসায় খুশি হলাম, গানের কথাগুলো সুন্দর ।
গানও দেখেছি ইউটিউবে আপনি মারাত্মক প্রতিভাবান ।
সবসময় ভালো থাকুন আর ডুব দিয়েন না ।

ঈদ মোবারক ।

০৪ ঠা মে, ২০২২ রাত ১:৫৫

ঢুকিচেপা বলেছেন: মুক্তা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার চমৎকার অনুপ্রেরণামূলক মন্তব্যে আমি আপ্লুত।
আপনিও তাদের মধ্যে একজন যাদের মন্তব্য আমাকে সাহস যুগিয়েছে।
আপনার তৃতীয় লাইনে যা লিখেছেন ব্যাপারটা মোটেও তেমন না। আমার আশেপাশে যত প্রতিভাবান আছে তাদের তুলনায় আমি হাওয়াই মিঠাই।
আমি শুধু একা ডুবে নেই আপনিও অর্ধ ডুবু হয়ে আছেন, আপনিও নিয়মিত হন।

ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল।

১০| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৩:২৬

ইসিয়াক বলেছেন: গানটা কিন্তু শুনতে বেশ লাগছে। প্রথমবার শুনলে যে গান কানে লাগে সেই গান সঠিক প্রচার পেলে হিট হবেই। এটা কিন্তু মোটেও পাম দেওয়া কথা না। মন থেকে বলছি।
তাহলে একটা গল্প বলি অবশ্য গল্প না বলে স্মৃতি কথা বলা ভালো। আমাদের বাড়িতে বিবিধ ভারতী শোনার চল ছিল। রেডিও বাংলাদেশও( বাংলাদেশ বেতার) শুনতান তবে দুপুরের দিকে যখন বাংলাদেশের ছবির এ্যাড হতো তখন। আমার মা ভীষণ গান ভক্ত ছিলেন তিনি রেডিও গান শুনে বলে দিতেন এই গান হিট হবে না ফ্লপ হবে।কিছু দিন পর দেখতাম ভবিষ্যত বানী ঠিক ঠিক মিলে যেতো।পরবর্তীতে আমিও গান শুনলেই ধরতে পারতাম হিট হবে না ফ্লপ হবে। অনেক প্রডিউসার, পরিচালক কেন জানি এসব ব্যপারে তত অভিজ্ঞ নয়। ভাবলে অবাক লাগে। অনেক বক বক করলাম। আসলে গান শোনা গান শেখা নিয়ে এত এত কথা জমা আছে বলবো কোন এক সময়।

০৪ ঠা মে, ২০২২ বিকাল ৫:২৯

ঢুকিচেপা বলেছেন: আপনার কথা ঠিক।
তবে এধরনের দিবস ভিত্তিক গান প্রচারের ক্ষেত্রে লিমিটেশন আছে, বছরের নির্দিষ্ট সময়ে বাজে।
আপনার মা গান ভক্ত ছিলেন জেনে ভালো লাগলো।

“গান শোনা গান শেখা নিয়ে এত এত কথা জমা আছে বলবো কোন এক সময়।”
এই বিষয়ে একটা পোস্ট অবশ্যই লিখবেন।

শুভেচ্ছা রইল আবারো।

১১| ০৪ ঠা মে, ২০২২ বিকাল ৪:৪২

খায়রুল আহসান বলেছেন: ইসিয়াক বলেছেন: "গানটা কিন্তু শুনতে বেশ লাগছে। প্রথমবার শুনলে যে গান কানে লাগে সেই গান সঠিক প্রচার পেলে হিট হবেই। .....
আমার মা ভীষণ গান ভক্ত ছিলেন তিনি রেডিও গান শুনে বলে দিতেন এই গান হিট হবে না ফ্লপ হবে। কিছু দিন পর দেখতাম ভবিষ্যত বানী ঠিক ঠিক মিলে যেতো।পরবর্তীতে আমিও গান শুনলেই ধরতে পারতাম হিট হবে না ফ্লপ হবে"


@ইসিয়াক, আমিও মোটামুটি সফলভাবেই এমন ভবিষ্যদ্বাণী করতে পারি। কুমার বিশ্বজিৎ এর গাওয়া "তোরে পুতুলের মত করে সাজিয়ে" গানটি যেদিন আমি প্রথম শুনেছিলাম, সেদিনই বলে দিয়েছিলাম এ গানটা সুপারহিট হতে যাচ্ছে। হয়েছিলও তাই।

১২| ০৪ ঠা মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার লিঙ্ক ধরে গানটি শুনলাম ভালো লেগেছে। আপনি নিঃসন্দেহে গুণী মানুষ। আপনার চলার পথ আরো মসৃণ হোক কামনা করি।

০৪ ঠা মে, ২০২২ রাত ১০:৫৯

ঢুকিচেপা বলেছেন: দাদা কি যে বলেন !!!!! আপনাদের কাছে আমি কিছুই না।
আপনার দোওয়া যেন কাজে লাগে, চলার পথ মসৃণ না হলে আবার এসে দোওয়া করে যেতে হবে কিন্তু।

যাইহোক আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা।

১৩| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:১২

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা...... (শেষ অংশের জন্যে)
তা এতদিন পর কোথা হতে এলেন এলেন করে আপনিও ফিরে এলেন প্রিয় ভাই? আর এসেই কাঁপিয়ে দিলেন :)
নয়তো যেই যে অভ্যুথানের পর নিরুদ্দেশ হলেন, আর তো কোনো উঁকি-ঝুঁকি দেখলাম না...... =p~

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:২৫

ঢুকিচেপা বলেছেন: হুমম শেষের অংশ হাসিরই বটে।
এখনো কাঁপছে নাকি, যদি কাঁপে তাহলে থার্মোমিটার লাগবে, ওটা জ্বরের লক্ষণ।

অভ্যুত্থান কি শেষ হয়েছে ? উহা তো চলছেই। উঁকি-ঝুঁকি দিয়েছি অফলাইনে।

আপনার জন্য ঈদের শুভেচ্ছা রইল।

১৪| ০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৩৪

জটিল ভাই বলেছেন:
হাহাহাহাহাহা....... না, বেশ অনেকদিনতো গুচ্ছবদ্ধভাবে আপনাদের সঙ্গে নিজের নামটা অনবরত শোভা পেয়েছে, তাই মিসিংটাও বেশি ছিলো :)
এর কি আর শেষ আছে? দুষ্টরাতো সুযোগ পেলেই মাথাচাড়া দেয়। যেমন চেষ্টা চলছে বাংলাদেশ হতে চট্টগ্রামকে আলাদা করে নতুন দেশ তৈরীর। তা অফলাইনে কেনো? বেশিদিন অফলাইনে থেকে মনিটর করলেতো আবার...... =p~

০৪ ঠা মে, ২০২২ রাত ১১:৪৪

ঢুকিচেপা বলেছেন: আসলে কিছু কাজে ব্যস্ত ছিলাম। আর ব্লগে হুটহাট এসে চলে যাওয়া যায় না। কোন পোস্ট পড়ার পর তাৎক্ষনিক মন্তব্য না করে পরে মন্তব্য করলে মন্তব্যের রেশ নষ্ট হয়ে যায়।
আপাতত নিয়মিতই আছি।

ফিরতি মন্তব্যে আপনাকে ধন্যবাদ।

১৫| ০৫ ই মে, ২০২২ সকাল ১১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন ভাই। আশা করি ঈদ ভালো কেটেছে।

০৫ ই মে, ২০২২ রাত ১১:১৩

ঢুকিচেপা বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।

এবারের ঈদ কাটেনি, বৃষ্টির জলে ভেসে গেছে।
আমার ঈদ বরাবর এক রকম শুধু সাল চেঞ্জ হয়।

ঈদের শুভেচ্ছা রইল।

১৬| ০৯ ই মে, ২০২২ রাত ১:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এই চমতকার পোস্ট আমার চোখের আড়াল হলো কিভাবে ? শুভ কামনা সাথে বিলম্বিত ঈদ মুবারক ।

০৯ ই মে, ২০২২ রাত ১:১৯

ঢুকিচেপা বলেছেন: এটা ঈদের দিন পোস্ট করেছিলাম, সেসময় সকলের উপস্থিতি একটু কম ছিল তারপর সবাই যখন নিয়মিত হয়েছে তখন পোস্টের ভীড়ে পেছনে পড়ে গেছে।

লাইকসহ মন্তব্যে ধন্যবাদ রইল সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা।

১৭| ০৯ ই মে, ২০২২ রাত ১:২৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

১০ ই মে, ২০২২ রাত ১২:০৮

ঢুকিচেপা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পাঠ ও লাইকসহ মন্তব্যে।
ঈদের শুভেচ্ছা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.