নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাগতিক যতো মায়ার বুক চিরে দেব প্রতিদিন!

ধূসরছায়া

মাঝে-মাঝে আপাত সব বড় বাঁধাও তুচ্ছ হয়ে যায়! এ জীবন বড়ো বেশি হিসেবী; হিসেবের বাহিরে এক চুলও নড়তে তার যত রাজ্যের আপত্তি! তবু কি জীবন-কে কোন হিসেবের গণ্ডিতে বাঁধা যায়! এক জীবনে মানুষের কতোটাই ব্যাপ্তি; আর কতোটাই-বা তার বেহিশেবি হবার গ্লানি? তবু যখন হিসেবী মানুষ গুলো জীবনের হিশেব কষে; জীবনের সরল অংকের দুর্বোধ্য যোগ-বিয়োগের সমাধান করে; আমি তখন বোকা-বোকা ভাবনায় তাদের দেখি! হিসেব করা-সে আমার কম্ম নয়, তবুও কখনও-কখনও খুব হিসেবী হবার কৌতূহল জাগে...!

ধূসরছায়া › বিস্তারিত পোস্টঃ

হতাশায় বিহ্বল একখানা স্থিরচিত্র এবং আমরা!

৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

ডঃ মুহম্মদ জাফর ইকবাল' আমাদের প্রজন্মের সুপার-হিরো! যিনি তাঁর সরল স্বীকারোক্তি-মূলক লেখা দিয়ে, নতুন প্রজন্মের মেধা-বিকাশ এবং আধুনিক জ্ঞান-চর্চার জন্য নানা চমৎকার-অনবদ্য সব কাজ দিয়ে আমাদের’কে জয় করেছেন। বিদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে শিক্ষাজীবন সম্পন্ন করে, প্রভূত আরাম-আয়েস-অর্থ পেছনে রেখে দেশে ফিরে এসেছেন। দেশের জন্য, নতুন প্রজন্মের জন্য কিছু করবেন বলে নিরলস পরিশ্রম করে চলেছেন! সেই মানুষটি কাল দুপুর থেকে হতাশায় বিহ্বল একখানা স্থিরচিত্রে আবদ্ধ হয়ে অন্তর্জালিকার পাতায়-পাতায়, সংবাদ মাধ্যম এবং গরম খবরের হাওয়ায় প্রবাহিত হচ্ছেন! কিছু লিখবো না করেও শেষমেশ কি-বোর্ড খানা'কে অত্যাচার করতে বসা!
সত্যি বলতে, এক প্রকার অভিমান নিয়েই আমি বেশ অনেকদিন ধরে উনার কোন লেখা তেমন নজরে আনিনা; কিনি না উনার কোন বই! অথচ এই আমি এক সময় তাঁর কিশোর উপন্যাস গুলো বের হবার আগে থেকেই টাকা জমানো শুরু করতাম, যেন বইটা বের হলে সাথে-সাথেই কিনে নিতে পারি! কিন্তু গত ক’বছরে দেশের সার্বিক পরিস্থিতির প্রেক্ষিতে করা মন্তব্য এবং অবস্থান নেয়ার ক্ষেত্রে উনার কাছে আমি আরও বেশি সততা আশা করেছিলাম বলেই হয়তো এতো অভিমান আমার! তবু যতোই অভিমান করি না কেন, এই দেশের প্রতি, বিশেষ করে নতুন প্রজন্মের প্রতি উনার যে মমতা আর অবদান সেটা যে নিখাঁদ তাতে দুর্জনেরও দ্বিমত নেই। আমি তো অভিমানী ভক্ত বিশেষ!
আজকে উনার ছবিতে যে হতাশার প্রতিফলন আমরা দেখছি সেটা কি তাঁর একলার? এই বিহ্বল হতাশা বহুদিন ধরেই এ দেশের প্রতিটা সচেতন মানুষের! যেটা আজ আবার আমরা নতুন করে আর একবার উপলব্ধি করছি! আমি দুঃখ প্রকাশ করে তাঁর মনোভার লাঘব করবো এমন যোগ্যতা আমার কই! কিন্তু উনার উদ্দেশ্যে বলবো-‘এবারও যদি চূড়ান্ত সৎ সাহসটুকু না দেখান, এবারও যদি আমাদের এই প্রজন্মকে একত্র করে এই সিস্টেম’কে বড়সড় একটা ধাক্কা না দেন; এবারও যদি হেনতেন, হরিদাস, ধইঞ্চাদের রুখে দেয়ার লড়াইয়ে রাজপথে না নামেন তবে আর কবে?’

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

আহমেদ রুহুল আমিন বলেছেন: শিক্ষক রাজনীতি আজকে কোথায় গিয়ে ঠেকেছে ! ছাত্রদের দোষারুপ করে কি হবে ? যেখানে শিক্ষক সমাজ নিজেরাই এই পরিণতির জন্য দায়ী । বিশেষ করে, এই পরিণতির জন্য মনে হয় ভিসিই দায়ী । কেননা, তিনি কাক হয়ে কাকের মাংস খেয়েছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.