![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে-মাঝে আপাত সব বড় বাঁধাও তুচ্ছ হয়ে যায়! এ জীবন বড়ো বেশি হিসেবী; হিসেবের বাহিরে এক চুলও নড়তে তার যত রাজ্যের আপত্তি! তবু কি জীবন-কে কোন হিসেবের গণ্ডিতে বাঁধা যায়! এক জীবনে মানুষের কতোটাই ব্যাপ্তি; আর কতোটাই-বা তার বেহিশেবি হবার গ্লানি? তবু যখন হিসেবী মানুষ গুলো জীবনের হিশেব কষে; জীবনের সরল অংকের দুর্বোধ্য যোগ-বিয়োগের সমাধান করে; আমি তখন বোকা-বোকা ভাবনায় তাদের দেখি! হিসেব করা-সে আমার কম্ম নয়, তবুও কখনও-কখনও খুব হিসেবী হবার কৌতূহল জাগে...!
সফল হয়েছে ভ্যাট বিরোধী আন্দোলন। তো কারা সফল করেছে এই আন্দোলন? বড়লোকের ফার্মের মুরগী মার্কা সন্তানেরা, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে জনশ্রুত তারাই কি? নাকি দেশের একটা বিশাল সংখ্যক ছাত্র সমাজ, যারা কিনা পর্যাপ্ত আসন সংখ্যার অভাবে অভিভাবকের রক্ত বেচা পয়সায় মোটা অংকের টিউশন ফি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে বাধ্য হচ্ছে!
শিক্ষা খাতে ভ্যাট প্রত্যাহার করা সিদ্ধান্তে আসার জন্য সরকারকে সাধুবাদ জানাই। এই যে পরিবর্তনটা এলো সেটা দিয়ে প্রমাণিত হল অনেক কিছু। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি সাধারণের গৎবাঁধা ধারানাও বদলে যাবে এরই মধ্য দিয়ে! বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে তারা সবাই মেধাহীন নয়, নয় কোন ধনীর আদরের দুলাল। প্রয়োজনে এরাই জ্বলে উঠতে পারে, পারে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবী আদায় করে নিতে। এই ছাড়াও রাজনৈতিক হিংসাত্মক আচরণকারী এবং আন্দোলনের নামে মানুষ মারার মচ্চবকারীদের জন্য হয়ে থাকলো অনুসরণ করার মতো একটি দৃষ্টান্ত।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
ধূসরছায়া বলেছেন: সেতো নিশ্চয়ই।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮
ভিটামিন সি বলেছেন: দাদা, বৈধ সরকারকে সাধুবাদ জানানো যেত। অবৈধ সরকারের সকল কর্মকান্ডই তো অবৈধ। তো একটা অবৈধ বোঝা চাপিয়ে আবার নামিয়ে দিলেই কি সাধুবাদ পাবার যোগ্য? পুলিশরে গুলি যেসব ছাত্র খেয়েছে, তারা যে কষ্ট-যন্ত্রণা ভোগ করেছে, হাসপাতালে বিল দিতে হয়েছে এইগুলা কি ফিরিয়ে দিতে পারবে কেউ? দুই চার জন বড়বড় আবাল যে বলেছিলো, ভ্যাট ছাত্রদের দিতেই হবে, তারা এখন কোথায় মুখ লুকাবে।?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
ধূসরছায়া বলেছেন: দাদা, যে কোন আন্দোলনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থাকবেই। আর থাকবে জেনেও আন্দোলনকারীরা আন্দোলনে যায়। যা হয়ে গেছে তার সব ফিরিয়ে দেয়া সম্ভব নয় সেও জানি। কিন্তু এই ক্ষেত্রে সরকার যে কাজটা করেছে সেটা তো সাধুবাদ পাবারই যোগ্য! কেননা পূর্বের যে কোন আন্দোলন গুলোর মতো সরকার যদি গোঁয়ার্তুমি করে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতো, এই আন্দোলন আরও দীর্ঘায়িত হতো সেটাই ভালো হতো বলেছেন কি? আর যারা ভ্যাট দিতে হবে বলে হাউ-কাউ করেছে, এই অধম তাদের নিয়ে মন্তব্য করে সময় নষ্ট করতে অনিচ্ছুক।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
তিক্তভাষী বলেছেন: সমস্যাটি তৈরী করেছিলো সরকার। চাপের মুখে অবশেষে পিছু হটেছে। সরকারের কৃতকর্মের জন্য বাকী সবার ভোগান্তি হলো। ঠিক কিসের জন্য আপনি সরকারকে সাধুবাদ জানাচ্ছেন?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬
ধূসরছায়া বলেছেন: দেখুন, অন্যায়ের জন্য প্রতিবাদ করা যেমন উচিৎ তেমনি ভালো কাজে উৎসাহিত করাও কিন্তু প্রয়োজনীয়। সরকার গোঁয়ার্তুমি করে যে অন্যায় চাপিয়ে দিতে চেয়েছিল গোঁয়ার্তুমি করে সেটায় অনড় থাকেনি বলে আমি তাদের সাধুবাদ জানাই। তাছাড়া আমি আমার নিজের পক্ষের সাধুবাদ জানিয়েছি, আপামরের পক্ষে তো নয়! আপনার মনোবেদনার কারণটা কি?
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬
আহমেদ জী এস বলেছেন: ধূসরছায়া ,
এ সফলতা অভিভাবকের রক্ত বেচা পয়সায় মোটা অংকের টিউশন ফি দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে বাধ্য হওয়া ছাত্রছাত্রীদের ।