নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবকিছু আজ নষ্টদের দখলে ।

দিকশূন্য

আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্ছিত বুকে গতি ফের!

দিকশূন্য › বিস্তারিত পোস্টঃ

ব্লগার যখন পুলিশ...

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

আগামীকাল আমি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান

করতে যাচ্ছি। লেখালেখি বেশী না করলেও মুলত আমি একজন নিয়মিত পাঠক ব্লগার ছিলাম।৩১তম বিসিএসে আমি পুলিশে নিয়োগপ্রাপ্ত হই। দুর্নীতিতে নিমজ্জিত এ বাহিনী তে যোগদান করা কে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমি। যে কোন মুল্যে সততার সাথে দায়িত্ব পালন আমি প্রতিজ্ঞাবদ্ধ। সকল ব্লগার ভাইবোনেরা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার প্রতিজ্ঞায় অটল থাকতে পারি।সবাইকে ধন্যবাদ।





মন্তব্য ৬৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৬৭) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

৮ই ফাল্গুন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল। :)

বাকিটা তাঁর হাতে।

মিষ্টি খাওাইতেন ন? !:#P !:#P

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

দিকশূন্য বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ। অবশ্যই মিষ্টি খাওয়াব। :)

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

অদ্ভুত_আমি বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভকামনা । আশা করি আপনি আপনারপ্ রতিজ্ঞায় অটল সারা জীবন অটল থাকবেন :)

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

অদ্ভুত_আমি বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভকামনা । আশা করি আপনি আপনার প্রতিজ্ঞায় অটল সারা জীবন অটল থাকবেন :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

দিকশূন্য বলেছেন: অদ্ভুত_আমিকে ধন্যবাদ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১০

আল মামুনুর রশিদ বলেছেন: dua roilo. prthabirodhir katare paoa jabe

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

দিকশূন্য বলেছেন: ঘুনে খাওয়া প্রথা যে ভাঙতেই হবে।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১১

ভিটামিন এ বলেছেন: অভিনন্দন।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

উমাইর চৌধুরী বলেছেন: ভালোভাবে যেনো শিবির পিটাতে পারেন সে দোয়া করি !

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

দিকশূন্য বলেছেন: :)

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

লিন্‌কিন পার্ক বলেছেন:

দারুন খবর । শুভকামনা :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ লিন্‌কিন পার্ক।

৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

শিক কাবাব বলেছেন: সবাই পালাও। বিনা অপরাধে বাইন্দা নিবো। তারপর থানায় নিয়া ৫০ হাজার পকেটে ঢুকায়া তারপর ছাড়বো।

শুধু আপনে না। সবার ক্ষেত্রেই এ রকম। আমি যদি পুলিশ হইতাম সন্ত্রাসীর হাতেই মারা যাইতাম। বেশী দিন টিকতাম না। কারণ আমি কাউকে ছাড়তাম না। একটা কথা আমি বিশ্বাস করি, কুকুরকে যত সুযোগ দিবে তত মাথায় উঠবে। সুতরাং অপরাধী না থাকলেই অপরাধ হবে না। সো, অপরাধীদেরকে বিনা বিচারে শ্যূট (হিন্দি ফিল্মের মত)।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৯

দিকশূন্য বলেছেন: শিক কাবাব, সারাজীবন কি এভাবেই চলবে। পরিবর্তনের দুর্দান্ত প্রত্যাশা নিয়ে পুলিশে জয়েন করতে যাচ্ছি। আপনার কথামত আমিও কাদার মধ্যে ডুবে যাই, তবে আমিও সন্ত্রাসীর হাতেই মারা যেতে চাই। সাহসী মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

কালোপরী বলেছেন: শুভ কামনা রইল

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ কালোপরী।

১০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

মরু বালক বলেছেন: .
.

রাজনৈতিক লিডারদের পেটানোর চরম সুযোগ !!!
আপনাকে অভিনন্দন ও শুভকামনা ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

দিকশূন্য বলেছেন: পেটালেই কি সব সমাধান হয় ?

১১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৪

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

১২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

অহনাব বলেছেন: বিয়া করছেন?

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

দিকশূন্য বলেছেন: জি না ।

১৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২১

জেমস বন্ড বলেছেন: :| :| ওরে ............. B:-/ B:-/


নাও ইউ আর এ পুলিশম্যান :P :P , কোথায় নিযুক্ত হইছেন ভাই ? কইয়া যান এট্টু গুরান দিয়া আহুম নে ;)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

দিকশূন্য বলেছেন: আপাতত training এ যেতে হবে।

১৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

খাইয়া কামনাই বলেছেন: আপনাকে ভয় পেতে শুরু করলাম!!!!!

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

দিকশূন্য বলেছেন: কেন ভয় পাবেন ? আশা করি নতুন প্রজন্মের পুলিশদের আপনারা আর ভয় পাবেন না।

১৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

মো:ফয়সাল আবেদিন বলেছেন: আপনাকে অভিনন্দন এবং শুভ কামনা ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

১৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৬

shfikul বলেছেন: শুভ কামনা আপনার জন্য।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

১৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: আপনার দৃড় মনোবল দেখে ভালো লাগল।শুভকামনা রইলো ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

দিকশূন্য বলেছেন: শুভকামনার জন্য ধন্যবাদ।

১৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

আশীষ কুমার বলেছেন: আপনাকে অভিনন্দন। যেখানেই থাকুন, শিবিরকে বোঙা বোঙা দিবেন।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

দিকশূন্য বলেছেন: :)

১৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

মিত্রাক্ষর বলেছেন: আপনার মনোবল যেন অটুট থাকে।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

দিকশূন্য বলেছেন: ইনশাল্লাহ।

২০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬

samolbangla09 বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

২১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

ছোট নদী বলেছেন: শুভ কামনা রইল

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

২২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ কামনা এবং অভিনন্দন!
আমার লাগি দোয়া রাইখেন আমার ও ইচ্ছা পুলিশ বাহিনীতে যাবার। B-)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করতে থাকুন। হয়ত দেখা হয়ে যাবে।

২৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

চন্দ্রমিতা বলেছেন: অভিনন্দন ! সারাজীবন সৎ থাকুন, দেশ , দেশের মানুষ এবং প্রিয়জন দের প্রতি, এই শুভকামনা রইল।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৮

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

২৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৩

আন্ধার রাত বলেছেন:
পুলিশ ভাই পেশাটা চেন্জ করা যায়না? চরম সত্য হচ্ছে সাধারন মানুষ কিন্তু এই দেশে এই পেশাটাকে ঘৃণার সাথে উচ্চারন করে।

আজকে আপনার ছবি তোলে রাখবেন, তারপর কয়েকমাস পর একটা তুলবেন, তারপর ২ বছর পর আরেকটা তুলে মোট ৩টা ছবি সামনে নিয়ে নিজেকে প্রশ্ন করবেন আপনি সেই আগের আপনি কিনা?

শুভ কামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

দিকশূন্য বলেছেন: আপনি কি সারাজীবন আন্ধারেই থাকতে চান আন্ধার রাত ভাই। মেনে নিচ্ছি আপনার চরম সত্য। কিন্তু জেনে রাখুন আন্ধারেই অবসান একদিন হবে। শুধু তো বদলে যাও/দাও বলেন, আমরা/আপনারা না বদলালে কে এসে বদলে দেবে বলুন?

২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

ইয়ার শরীফ বলেছেন: আপনার দৃড় মনোবল দেখে ভালো লাগল।শুভকামনা রইলো

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

পড়ব না বলেছেন: শুভকামনা :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮

অসামাজিক সাব্বির বলেছেন: লজ্জার কথা হল পুলিশ দেখলেই আমার ভয় লাগে । আজকের পর থেকে আপনার কাছ থেকে নিরাপদ দূরত্বে থাকব ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

দিকশূন্য বলেছেন: আপনি আমাকে ঘৃণা করে দূরে যাবেন, তবুও আমি আপনাকে ভালবেসেই কাছে টানব। তবে অসামাজিকতা করতে দেব না :)

২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১

উড়ন্ত বিলাই বলেছেন: ইনশাল্লাহ ভাই। অন্তত আপনেরে নিয়া যাতে গরব করতে পারি যে, সব পুলিশ খারাপ না। শুভকামনা থাকলো :)

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

দিকশূন্য বলেছেন: ইনশাল্লাহ। শুধু আমাকে নিয়ে না, অনেক কে নিয়েই যেন এ গর্ব করতে পারেন এই প্রত্যাশা করি।

২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

স্বপ্নহীন আমি বলেছেন: অভিনন্দন ভাইয়া। আশাকরি সবসময় সত্‍ থাকবেন। সবাইকে যাতে বলতে পারি, আমি একজন সত্‍ পুলিশ অফিসারকে চিনি। যে কথনো অপরাধীর সাথে আপোষ করেনা, ঘুষ খায়না। অনেক অনেক শুভকামনা

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ স্বপ্নহীন আমি ( আপনি তো আসলে স্বপ্নময়)

৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

কান্ডারি অথর্ব বলেছেন:

শুভকামনা

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪

দিকশূন্য বলেছেন: ধন্যবাদ।

৩১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

স্বপ্নবিলাসী আমি বলেছেন:




অভিনন্দন রইল!!!! সেই সাথে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে থাকলাম যে, আপনার সততা আর আন্তরিকতা নিয়ে একদিন আমরা গর্ব করার সুযোগ পাব। উইশিং ইওর বেষ্ট লাক!!! ক্যারি অন!! :)

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪১

তারছেড়া লিমন বলেছেন: আপনাকে অভিনন্দন ও শুভকামনা ।

৩৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

সমুদ্রচারী বলেছেন: ফু................যান দোয়া দিয়া দিলাম

৩৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৯

লুকার বলেছেন:
অভিনন্দন। তবে সৎ থেকে চাকরি করতে পারবেন মনে হয় না। এইসব মুক্ত মত প্রকাশও করতে পারবেন না!

৩৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

আমি নষ্ট কবি বলেছেন: ovinondon... Misty pawna asi mia vai.,. Hopfully sobar moto dishonest hoben na.

৩৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৫

আমি নষ্ট কবি বলেছেন: ovinondon... Misty pawna asi mia vai.,. Hopfully sobar moto dishonest hoben na.

৩৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৫

স্বাধীকার বলেছেন:
এই দেশের মানুষ বড় দুঃখী। সাধারণ মানুষ সেই ইংরেজ আমল থেকেই প্রশাসনের কোনো ন্যায্যতা পায়নি। পুলিশের ব্যাপক বদনাম আছে সত্য। তারপরও এখনো আমাদের সর্বশেষ আশ্রয়ের জায়গা থানা। মানুষ তার চূড়ান্ত অসহায়ত্বের সময় নুণ্যতম ন্যায্যতার আশায় এখনো থানায় যায়। অনৈতিক দাবী পূরণের পরও মানুষ পুলিশের নুন্যতম সেবা পায়না, কেবল রাজনৈতিক ক্ষমতা ছাড়া। সাধারন মানুষের যাওয়ার জায়গা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং তা দ্রুত।
কৃষক ভাবতেই পারছেনা, কিভাবে তারা এই দরিদ্র দেশের মেধাবীদের সর্বাত্মক সামর্থ্যানুযায়ী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে ভর্তুকী দিয়ে পড়িয়ে রাষ্ট্রের অফিসার বানালো, এই অফিসারদের কাছ থেকে ন্যায্য বিবেচনা আশা করার অধিকার তা আছে। উপরন্তু হুজুর হুজুর করেও সাধারন মানুষ দুঃখ পায়,কষ্ট পায়। আমরা অফিসার হয়ে সেবক না হয়ে, প্রভূ হওয়ার দাবী করি, সেমতো সন্মানও আশা করি-নিজেরা কাউকে সন্মান করিনা। বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী আজ অফিসার হলো, তার কাছে আমাদের প্রত্যাশা আরো বেশী, মানবিক দাবীও আরো বেশী। কিন্তু আমরা এই অফিসারদের কাছে প্রবেশাধিকারও পাইনা-এটা বড় দুঃখের, বড় কষ্টের।

সহ ব্লগার হিসাবে পরামর্শ বা উপদেশঃ
নতুন জীবনে অভিনন্দন। প্রতিটি প্রশিক্ষণ গুরুত্ব দিয়ে শেষ করবেন। ফাউন্ডেশণ ট্রেনিংয়েই বুঝা যায় কারা একদিন আইজিপি হবে, বা হওয়ার ক্ষমতা রাখে। বিভাগীয় এবং সিনিয়র স্কেলের পরীক্ষা গুলোও গুরুত্ব দিয়ে দিবেন-যাতে প্রথম বারই পাস করতে পারেন। এখানে পাস মার্ক একশতে ষাট। চাকুরী বিধিমালা গুলো সব সময় মনে রাখার জন্য সাথে বই রাখবেন। শৃংলখা ও আপীল বিধিমালার সকল ধারা মনে রাখবেন সারা জীবন-এটা গেজেটেড অফিসারদের অবশ্যই জীবনভর দরকার হবে। চাকুরী জীবনে কোনো ছোটখাটো ট্রেইনিং মিস করবেন না-কারন প্রতিটি ট্রেইনিং থেকেই কোনোনা কোনো অর্জন থাকে। সহকর্মী বা অধিনস্তদের কাছে অফিসার হিসাবে নয়, মানুষ হিসাবে উপস্থাপিত হবেন। জীবনের কোনোনা কোনো পর্যায়েই আপনাকে আবার আগের স্টেশনে চাকুরী করতে হতে পারে।

একটি আবেদনঃ
দরিদ্র সাধারন খেটে খাওয়া মানুষ যেনো কোনোদিন আপনার কাছে এসে শূণ্য হাতে বা মন খারাপ করে কষ্ট পেয়ে যেন না যায়। চাকুরীর কারনে কিছুর করা সম্ভব না হলেও যেন আপনার একটি পরামর্শ বা সহানুভূতি আন্তরিকতার সাথে পায়-সেদিকে দৃষ্টি দিবেন। যত দরিদ্র বা ছোট বা অসুন্দর অবংশীয়ই হোক না কেন-তারা যখন কিছু বলবে অন্তত মনযোগ শুনবেন।

আপনার জন্য শুভকামনা। নতুন জীবন হোক মানবিকতাময়।

০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭

দিকশূন্য বলেছেন: এক বছর পর reply দিচ্ছি জানিনা আপনার চোখে পরবে কিনা। আপনার চমৎকার দিকনির্দেশনামূলক মতামতের জন্য ধন্যবাদ। training শেষ করে এখন রাজবাড়ী তে আছি। চেষ্টা করবো আপনার পরামর্শ গুলো মেনে চলবার জন্য। আবারো ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.