![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁপাইনবাবগঞ্জ RAB এ কর্মরত অবস্থায়
অসংখ্য মাদকের বিরুদ্ধে অপারেশন
করেছি। এক একটি অপারেশন,যেন এক একটি
নতুন গল্প। কোন কোন গল্পে নাটকীয়তা কম,
আবার কোন কোন গল্প শ্বাসরুদ্ধকর।
গতবছর মার্চের এক রাতে মাদক অপারেশনে
গিয়েছিলাম শহর থেকে প্রায় ৩০-৩৫ কিমি
দূরে। অপারেশনের এক পর্যায়ে মাদক
ব্যবসায়ীরা অতর্কিতে সশস্ত্র হামলা
চালায়। এএসআই আল ইমরান মাথায় তীব্র
আঘাত পায়, বিজিবির নায়েক নুরুলের একটা
হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ইমরানকে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে,
নুরুলকে হেলিকপ্টার করে ঢাকা পাঠানো
হয় উন্নত চিকিৎসার জন্য।আজো পুরোপুরি সুস্থ হয়নি নুরুল।
যারা এসআই মাসুদ বা অন্যান্য ইস্যুতে শুধু
পুলিশ/RAB এর খারাপ দিকটাই দেখেন,
তারা কি জানেন দেশের জন্য এই বাহিনীর
সদস্যরা প্রতিনিয়ত জীবন বাজি রেখে
কাজ করে যাচ্ছেন... নীরবে নিভৃতে। তার
স্বীকৃতি না মিললেও এসআই মাসুদের মত
সদস্যদের কৃতকর্মের গালি আমাদের
সবাইকে ঠিকই খেতে হয়।
তবে আজ বিপিএম এবং পিপিএম পদকের
জন্য মনোনীতদের তালিকা দেখে মনটা
গর্বে ভরে উঠলো। ইমরান বিপিএম আর নুরুল
পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।
হৃদয় থেকে অভিনন্দন ইমরান এবং নুরুল কে।
রাষ্ট্রীয় এ স্বীকৃতি নিশ্চয় তাদের
অনুপ্রেরণা দেবে। সৃষ্টিকর্তা তাদের
সহায় হোন।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮
দিকশূন্য বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০১
রাইসুল ইসলাম রাণা বলেছেন: কেউ কেউ মহান
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৩
বিপরীত বাক বলেছেন: এসব ঘটনা সর্বসাধারণের জানা আবশ্যকীয়।
হুজুগে মাতাল বাঙালির যদি কিছু উপলব্ধি হয়।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৩
অতীত কাল বলেছেন: কিছু কিছু পুলিশ অবশ্যই ভালো। তবে এটা ও সত্য যে বেশির ভাগ পুলিশ খারাপ।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনাদের কাছে ভাল কাজের ধারাবাহিকতা আশা করছি।